শান্তিনিকেতন, 9 মে : আজ 25 শে বৈশাখ । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিবস ৷ এই ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে বন্ধ কবিগুরুর স্বপ্নের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ।
তাই একপ্রকার বাধ্য হয়েই রবি ঠাকুরের জন্মদিবসের অনুষ্ঠান পালন থেকে বিরত থাকতে হল পড়ুয়া থেকে অধ্যাপক সকলকেই ৷ এবছর উদযাপিত হল না কবিগুরুর জন্মদিন । কার্যত শূন্য শান্তিনিকেতন ।
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একবার উপাসনা গৃহে এসে পুষ্প দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন । কেবল এটুকুই ৷ রবীন্দ্র জন্মজয়ন্তীতে এই প্রথমবার শূন্য উপাসনা গৃহ, ছাতিমতলা ও রবীন্দ্রভবন সহ আশ্রম এলাকা ।
প্রতিবছর এই দিনটি উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনৃত্য়, বই প্রকাশ প্রভৃতি দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ।
শান্তিনিকেতনের আকাশে বাতাসে এবার বিষন্নতার ছায়া ৷ করোনার প্রভাবে বিশ্বকবির বিশ্বভারতীও আজ যেন নীরবতা পালন করছে ৷
আরও পড়ুন : আরও ভয়ঙ্কর করোনা, চলতি বছরে সর্বোচ্চ দৈনিক মৃত্যু রাজ্যে