ETV Bharat / state

Visva-Bharati Agitation : বিশ্বভারতীতে পুলিশ ডাকায় উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ - Protesting students burn effigy of VC at Visva Bharati

প্রতিবাদ-ঘেরাও চলছিলই ৷ এবার পোড়ানো হল উপাচার্যের কুশপুত্তলিকা ৷ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ডাকার প্রতিবাদ জানান পড়ুয়ারা এই কুশপুত্তলিকা দাহ করে (Student Agitation at Visva-Bharati) ৷

Student Protest at Visva Bharati
বিশ্বভারতীতে উপাচার্যের কুশপুত্তলিকা দাহ
author img

By

Published : Mar 4, 2022, 11:08 PM IST

শান্তিনিকেতন, 4 মার্চ : কবিগুরুর ক্যাম্পাসে পুলিশ ডাকা হল কেন, এই স্লোগান তুলে বিশ্বভারতীর উপাচার্য ও কর্মসচিবের কুশপুত্তলিকা দাহ করলেন আন্দোলনকারী পড়ুয়ারা (Student Agitation at Visva-Bharati) ৷ ছাত্রাবাস খোলার দাবিতে গত পাঁচদিন ধরে ছাত্র আন্দোলন চলছে বিশ্বভারতীতে ৷ আন্দোলন শান্তিপূর্ণ রাখতে কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয় ৷

বিশ্বভারতী খুললেও, খোলেনি ছাত্রাবাস ও ক্যান্টিন ৷ দূর-দূরান্ত থেকে আসা অধিকাংশ পড়ুয়া এখানে ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন ৷ তাই স্বাভাবিকভাবেই ছাত্রাবাস খোলার দাবি ওঠে ৷ সেই দাবিতে গত পাঁচদিন ধরে কেন্দ্রীয় কার্যালয় চত্বরে চলছে আন্দোলন ৷ তাতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তাতে হাইকোর্ট জানিয়ে দেয়, আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার, আদালত হস্তক্ষেপ করবে না । তবে শান্তিপূর্ণ আন্দোলন এবং কোনও আধিকারিককে ঘেরাও রাখা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় হাইকোর্ট । বিষয়টি পুলিশকে দেখার নির্দেশ দেয় হাইকোর্ট । সেই মতো চারদিন পর শান্তিনিকেতন থানার পুলিশ এসে কেন্দ্রীয় কার্যালয় থেকে কর্মসচিব আশিস আগরওয়াল-সহ ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ ও সম্পত্তি আধিকারিক অশোক মাহাতোকে দফতর থেকে বের করে । এছাড়া, এদিন কেন্দ্রীয় কার্যালয়ে সামনে পুলিশ মোতায়েন করা হয়, আন্দোলন যাতে শান্তিপূর্ণ হয় সেই বিষয়ে নজর রাখার জন্য ।

Student Protest at Visva Bharati
ক্যাম্পাসে পুলিশ ডাকার প্রতিবাদে এদিন শান্তিনিকেতন রোডে মিছিল-অবরোধ করেন পড়ুয়ারা

'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ক্যাম্পাসে পুলিশ কেন ডাকা হল, উপাচার্য ও কর্মসচিব জবাব দাও'। এই অভিযোগ তুলে এদিন কেন্দ্রীয় কার্যালয় থেকে শান্তিনিকেতন রোড ধরে মিছিল করা হয় । পরে শান্তিনিকেতন রোড অবরোধ করে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও কর্মসচিব আশিস আগরওয়ালের কুশপুত্তলিকা দাহ করা হয় ৷ ছাত্রাবাস খোলার দাবি পাঁচদিন ধরে ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ।

যদিও এদিন বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে একটি প্রেস বিবৃতি দিয়ে বলা হয়, দ্রুত ছাত্রাবাস খোলা হবে ৷ বিষয়টি দেখার জন্য কর্মসচিবের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে । সেই কমিটি গুরুত্ব বিবেচনা করে ছাত্রাবাস খুলবে ।

পড়ুয়াদের মধ্যে সোমনাথ সৌ ও শুভ নাথ বলেন, "কবিগুরুর ক্যাম্পাসে পুলিশ ডেকে ঐতিহ্যকে কলুষিত করেছেন উপাচার্য । আমরা ধিক্কার জানাই ৷ দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ।"

আরও পড়ুন : Visva Bharati Protest : পঠন-পাঠনে বাধা দেওয়া ও কাউকে আটকে রাখা হয়নি, দাবি বিশ্বভারতীর পড়ুয়াদের

শান্তিনিকেতন, 4 মার্চ : কবিগুরুর ক্যাম্পাসে পুলিশ ডাকা হল কেন, এই স্লোগান তুলে বিশ্বভারতীর উপাচার্য ও কর্মসচিবের কুশপুত্তলিকা দাহ করলেন আন্দোলনকারী পড়ুয়ারা (Student Agitation at Visva-Bharati) ৷ ছাত্রাবাস খোলার দাবিতে গত পাঁচদিন ধরে ছাত্র আন্দোলন চলছে বিশ্বভারতীতে ৷ আন্দোলন শান্তিপূর্ণ রাখতে কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয় ৷

বিশ্বভারতী খুললেও, খোলেনি ছাত্রাবাস ও ক্যান্টিন ৷ দূর-দূরান্ত থেকে আসা অধিকাংশ পড়ুয়া এখানে ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন ৷ তাই স্বাভাবিকভাবেই ছাত্রাবাস খোলার দাবি ওঠে ৷ সেই দাবিতে গত পাঁচদিন ধরে কেন্দ্রীয় কার্যালয় চত্বরে চলছে আন্দোলন ৷ তাতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তাতে হাইকোর্ট জানিয়ে দেয়, আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার, আদালত হস্তক্ষেপ করবে না । তবে শান্তিপূর্ণ আন্দোলন এবং কোনও আধিকারিককে ঘেরাও রাখা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় হাইকোর্ট । বিষয়টি পুলিশকে দেখার নির্দেশ দেয় হাইকোর্ট । সেই মতো চারদিন পর শান্তিনিকেতন থানার পুলিশ এসে কেন্দ্রীয় কার্যালয় থেকে কর্মসচিব আশিস আগরওয়াল-সহ ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ ও সম্পত্তি আধিকারিক অশোক মাহাতোকে দফতর থেকে বের করে । এছাড়া, এদিন কেন্দ্রীয় কার্যালয়ে সামনে পুলিশ মোতায়েন করা হয়, আন্দোলন যাতে শান্তিপূর্ণ হয় সেই বিষয়ে নজর রাখার জন্য ।

Student Protest at Visva Bharati
ক্যাম্পাসে পুলিশ ডাকার প্রতিবাদে এদিন শান্তিনিকেতন রোডে মিছিল-অবরোধ করেন পড়ুয়ারা

'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ক্যাম্পাসে পুলিশ কেন ডাকা হল, উপাচার্য ও কর্মসচিব জবাব দাও'। এই অভিযোগ তুলে এদিন কেন্দ্রীয় কার্যালয় থেকে শান্তিনিকেতন রোড ধরে মিছিল করা হয় । পরে শান্তিনিকেতন রোড অবরোধ করে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও কর্মসচিব আশিস আগরওয়ালের কুশপুত্তলিকা দাহ করা হয় ৷ ছাত্রাবাস খোলার দাবি পাঁচদিন ধরে ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ।

যদিও এদিন বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে একটি প্রেস বিবৃতি দিয়ে বলা হয়, দ্রুত ছাত্রাবাস খোলা হবে ৷ বিষয়টি দেখার জন্য কর্মসচিবের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে । সেই কমিটি গুরুত্ব বিবেচনা করে ছাত্রাবাস খুলবে ।

পড়ুয়াদের মধ্যে সোমনাথ সৌ ও শুভ নাথ বলেন, "কবিগুরুর ক্যাম্পাসে পুলিশ ডেকে ঐতিহ্যকে কলুষিত করেছেন উপাচার্য । আমরা ধিক্কার জানাই ৷ দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ।"

আরও পড়ুন : Visva Bharati Protest : পঠন-পাঠনে বাধা দেওয়া ও কাউকে আটকে রাখা হয়নি, দাবি বিশ্বভারতীর পড়ুয়াদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.