ETV Bharat / state

Student Agitation at Visva Bharati : 24 ঘণ্টা পর ঘেরাও মুক্ত বিশ্বভারতীর কর্মসচিব, তবে আন্দোলন চলছে - Protesting students at Visva Bharati lifts Gherao after 24 hours

গত 24 ঘণ্টা ধরে ঘেরাও ছিলেন কর্মসচিব ৷ ঘেরাও করে রাখা হয়েছিল আরও তিন আধিকারিককে ৷ 24 ঘণ্টা পর তাঁদের মুক্ত করা হল ৷ তবে হস্টেল খোলা দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অন্দোলনরত পড়ুয়ারা (Student Agitation at Visva Bharati) ৷

Visva Bharati Student Agitation
24 ঘণ্টা পর ঘেরাও মুক্ত বিশ্বভারতীর কর্মসচিব
author img

By

Published : Mar 1, 2022, 2:12 PM IST

Updated : Mar 1, 2022, 7:50 PM IST

শান্তিনিকেতন, 1 মার্চ : 24 ঘণ্টা পর ঘেরাওমুক্ত বিশ্বভারতীর কর্মসচিব ৷ ছাত্রাবাস খোলার দাবিতে তবে আন্দোলন চলবে, জানালেন পড়ুয়ারা ৷ কেন্দ্রীয় কার্যালয়ে চলছে ছাত্রছাত্রীদের আন্দোলন । তবে কর্মসচিব-সহ তিন আধিকারিককে ঘেরাওমুক্ত করা হয়েছে (Protesting students at Visva Bharati lifts Gherao after 24 hours) ৷ তবে তারপরও কর্মসচিব বাইরে বের হননি ৷ কারণ হিসাবে তিনি জানান, পড়ুয়ারা বাইরে আন্দোলনরত চালিয়ে যাচ্ছেন ৷ ভিড় জমে রয়েছে সেখানে ৷ এই পরিস্থিতিতে তাঁর বাইরে বেরনো নিরাপদ মনে করছেন না তিনি ৷

করোনা পরিস্থিতির পর বিশ্বভারতী খুললেও ছাত্রাবাসগুলি খোলেনি ৷ দূর-দূরান্ত থেকে এসে বহু পড়ুয়া ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে এই বিশ্বভারতীতে ৷ তাই ছাত্রাবাস খোলার দাবিতে কয়েক দিন ধরেই দফায় দফায় আন্দোলন, ডেপুটেশন কর্মসূচি চলছিল ৷ 28 ফেব্রুয়ারি সকাল থেকে একই দাবিতে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী । আন্দোলনকারী পড়ুয়ারা বিশ্বভারতীর সঙ্গীতভবন, কলাভবন, পাঠভবন, শিক্ষাভবন-সহ একাধিক বিভাগের পঠন-পাঠন বন্ধ করে দেয় ৷ বিভাগের গেটে তালা গিয়ে চলে বিক্ষোভ । পরে কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসচিবের দফতরে বিক্ষোভ দেখাতে আসেন আন্দোলনকারীরা । সেই সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পড়ুয়াদের । ছাত্রীদের পোশাক ছিঁড়ে যায় ধ্বস্তাধস্তিতে ৷

পরে কর্মসচিব আশিস আগরওয়াল, ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ, সম্পত্তি আধিকারিক অশোক মাহাতোকে ঘেরাও করেন পড়ুয়ারা ৷ দাবি না মানায় রাতভর ঘেরাও থাকেন তিন আধিকারিক । মঙ্গলবার বেলার দিকে 24 ঘণ্টা পর ঘেরাও মুক্ত হলেন বিশ্বভারতীর কর্মসচিব আশিস আগরওয়াল, ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ, সম্পত্তি আধিকারিক অশোক মাহাতো । আন্দোলনকারী পড়ুয়াদের তরফে আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তাঁরা ঘেরাও হয়ে নেই ৷ যেকোন জায়গায় যেতে পারেন ৷ নিজেদের কাজ করতে পারেন ।

24 ঘণ্টা পর ঘেরাও মুক্ত বিশ্বভারতীর কর্মসচিব, তবে আন্দোলন চলছে

ঘেরাওমুক্ত হওয়ার পরও কর্মসচিবকে বাইরে বেরতে দেখা যাচ্ছে না ৷ এই নিয়ে প্রশ্ন করলে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বাইরে প্রচুর আন্দোলনরত পড়ুয়া জড়ো হয়ে রয়েছেন ৷ তাই আতঙ্কে তিনি বাইরে বেরোচ্ছেন না ৷ তবে আন্দোলনকারী পড়ুয়াদের তরফে সোমনাথ সৌ বলেন, "আন্দোলন চলবে । তবে রেজিস্ট্রার যেকোন জায়গায় যেতে পারেন । আমরা তাঁকে ঘেরাও করে রাখিনি ।"

আরও পড়ুন : Student Agitation at Visva Bharati : ছাত্রাবাস খোলার দাবিতে রাতভর ঘেরাও বিশ্বভারতীর কর্মসচিব-সহ 3 আধিকারিক

শান্তিনিকেতন, 1 মার্চ : 24 ঘণ্টা পর ঘেরাওমুক্ত বিশ্বভারতীর কর্মসচিব ৷ ছাত্রাবাস খোলার দাবিতে তবে আন্দোলন চলবে, জানালেন পড়ুয়ারা ৷ কেন্দ্রীয় কার্যালয়ে চলছে ছাত্রছাত্রীদের আন্দোলন । তবে কর্মসচিব-সহ তিন আধিকারিককে ঘেরাওমুক্ত করা হয়েছে (Protesting students at Visva Bharati lifts Gherao after 24 hours) ৷ তবে তারপরও কর্মসচিব বাইরে বের হননি ৷ কারণ হিসাবে তিনি জানান, পড়ুয়ারা বাইরে আন্দোলনরত চালিয়ে যাচ্ছেন ৷ ভিড় জমে রয়েছে সেখানে ৷ এই পরিস্থিতিতে তাঁর বাইরে বেরনো নিরাপদ মনে করছেন না তিনি ৷

করোনা পরিস্থিতির পর বিশ্বভারতী খুললেও ছাত্রাবাসগুলি খোলেনি ৷ দূর-দূরান্ত থেকে এসে বহু পড়ুয়া ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে এই বিশ্বভারতীতে ৷ তাই ছাত্রাবাস খোলার দাবিতে কয়েক দিন ধরেই দফায় দফায় আন্দোলন, ডেপুটেশন কর্মসূচি চলছিল ৷ 28 ফেব্রুয়ারি সকাল থেকে একই দাবিতে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী । আন্দোলনকারী পড়ুয়ারা বিশ্বভারতীর সঙ্গীতভবন, কলাভবন, পাঠভবন, শিক্ষাভবন-সহ একাধিক বিভাগের পঠন-পাঠন বন্ধ করে দেয় ৷ বিভাগের গেটে তালা গিয়ে চলে বিক্ষোভ । পরে কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসচিবের দফতরে বিক্ষোভ দেখাতে আসেন আন্দোলনকারীরা । সেই সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পড়ুয়াদের । ছাত্রীদের পোশাক ছিঁড়ে যায় ধ্বস্তাধস্তিতে ৷

পরে কর্মসচিব আশিস আগরওয়াল, ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ, সম্পত্তি আধিকারিক অশোক মাহাতোকে ঘেরাও করেন পড়ুয়ারা ৷ দাবি না মানায় রাতভর ঘেরাও থাকেন তিন আধিকারিক । মঙ্গলবার বেলার দিকে 24 ঘণ্টা পর ঘেরাও মুক্ত হলেন বিশ্বভারতীর কর্মসচিব আশিস আগরওয়াল, ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ, সম্পত্তি আধিকারিক অশোক মাহাতো । আন্দোলনকারী পড়ুয়াদের তরফে আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তাঁরা ঘেরাও হয়ে নেই ৷ যেকোন জায়গায় যেতে পারেন ৷ নিজেদের কাজ করতে পারেন ।

24 ঘণ্টা পর ঘেরাও মুক্ত বিশ্বভারতীর কর্মসচিব, তবে আন্দোলন চলছে

ঘেরাওমুক্ত হওয়ার পরও কর্মসচিবকে বাইরে বেরতে দেখা যাচ্ছে না ৷ এই নিয়ে প্রশ্ন করলে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বাইরে প্রচুর আন্দোলনরত পড়ুয়া জড়ো হয়ে রয়েছেন ৷ তাই আতঙ্কে তিনি বাইরে বেরোচ্ছেন না ৷ তবে আন্দোলনকারী পড়ুয়াদের তরফে সোমনাথ সৌ বলেন, "আন্দোলন চলবে । তবে রেজিস্ট্রার যেকোন জায়গায় যেতে পারেন । আমরা তাঁকে ঘেরাও করে রাখিনি ।"

আরও পড়ুন : Student Agitation at Visva Bharati : ছাত্রাবাস খোলার দাবিতে রাতভর ঘেরাও বিশ্বভারতীর কর্মসচিব-সহ 3 আধিকারিক

Last Updated : Mar 1, 2022, 7:50 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.