সিউড়ি, 1 জুলাই : রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ চালু থাকলেও বাস চলাচলে ছাড় দিয়েছে সরকার ৷ আজ, বৃহস্পতিবার থেকে সরকারি ও বেসরকারি বাস চলাচল শুরু হওয়ার কথা ৷ সেই মতো এদিন সকাল থেকে বীরভূমের সিউড়িতে সরকারি বাস দেখা গেলেও বেসরকারি বাস চলছে না ৷ ফলে, নিত্যযাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে ৷
বেসরকারি বাস না চলার প্রথম কারণ হিসেবে জ্বালানির মূল্যবৃদ্ধিকেই দায়ী করছেন বাস মালিকরা । তাঁদের বক্তব্য, একদিকে বেড়েছে জ্বালানি খরচ ৷ অন্যদিকে 50 শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না ৷ ভাড়া না বাড়ানো হলে এই ভাবে বাস চালানো সম্ভব নয় ৷ কারণ, এই ভাবে বাস চালালে জ্বালানি খরচও উঠবে না ৷
আরও পড়ুন : রাস্তায় নেই বেসরকারি বাস, সুযোগে খেয়াল-খুশির দর অটোয়
সরকারি বাসকর্মীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকেই বাস পরিষেবা শুরু হয়েছে ৷ 50 শতাংশ যাত্রী নিয়ে বাসগুলি বিভিন্ন রুটে যাতায়াত করছে । সিউড়ি সরকারি বাস ডিপোর সম্পাদক করিম মহম্মদ বলেন, "সরকারি নির্দেশ মতো শিলিগুড়ি, বালুরঘাট বিভিন্ন রুটে সকাল থেকে সরকারি বাস পরিষেবা আরম্ভ করা হয়েছে । তবে যাত্রীর সংখ্যা খুবই কম । সাধারণ মানুষ এখনও জানেন না ৷ তাই যাত্রী খুবই কম হচ্ছে বাসে । অনেক মানুষ এখনও কোভিড আতঙ্কে বের হচ্ছেন না ।"
বেসরকারি বাস চালক দেবদাস সাহা বলেন, "বাস মালিক সমিতি, বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলো বাস চালানোর বিষয়ে দফায় দফায় বৈঠক করছে ৷ কিন্তু বাস চালানোর নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি । তেলের দাম কমলে বা ভাড়া বাড়লে বাস চলবে । 20 জন যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব নয় । তেলের যা দাম তাতে রাজ্য সরকারকে ভর্তুকি দিতে হবে, তাছাড়া বাস চালানো যাবে না ।"
আরও পড়ুন : রাস্তায় অমিল বেসরকারি বাস, অটো ভাড়া আকাশছোঁয়া ; চরম দুর্ভোগে আমজনতা