ETV Bharat / state

এবারও হচ্ছে না পৌষমেলা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট - Poushmela

Poushmela 2023: এই নিয়ে চারবছর বন্ধ হল পৌষমেলা ৷ পর্যাপ্ত সময় না থাকা-সহ একাধিক কারণ দেখিয়ে পৌষমেলা বন্ধ থাকার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট ৷

Etv Bharat
2023 -এও হচ্ছে না পৌষমেলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 4:19 PM IST

বোলপুর, 4 ডিসেম্বর: এবারও শান্তিনিকেতনে হচ্ছে না ঐতিহ্যবাহী পৌষমেলা ৷ দীর্ঘ বৈঠকের পর সোমবার যৌথ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট ৷ সময়ের অভাব, অপরিচ্ছন্ন জলাশয়, মেলার স্টল বুকিংয়ের সফটওয়্যার বিকল-সহ একাধিক কারণ দেখিয়ে এবারও পৌষমেলা বাতিল করে দেওয়া হল ৷ 2019 সালে শেষবার হয়েছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত এই মেলা ৷ এই নিয়ে টানা 4 বছর মেলা বন্ধ থাকল ৷

2019 সালে শেষবার পূর্বপল্লীর মাঠে হয়েছিল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা । 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ করে দেওয়া হয় মেলা । তবে তারপর থেকেই তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে শুরু হয় রাজ্য সরকারের সংঘাত । তা এমন পর্যায়ে পৌঁছয় যে তাঁর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয় তৃণমূল-কংগ্রেস । এমনকী পড়ুয়া, আশ্রমিক, প্রাক্তনীরাও । তাই 2021 ও 2022 সালে পূর্বপল্লীর মাঠে পৌষমেলা বন্ধ করে দেন বিদ্যুৎ চক্রবর্তী । যা নিয়ে নিন্দার ঝড় ওঠে সর্বত্র । তবে বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর পৌরসভা এই দুই বছর ডাকবাংলো মাঠে বিকল্প মেলার আয়োজন করেছিল ৷

এরপর 8 নভেম্বর উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয় বিদ্যুৎ চক্রবর্তীর ৷ ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নেন সঞ্জয় কুমার মল্লিক । তাই এবার পৌষমেলা হওয়ার আশায় ছিলেন বোলপুর-শান্তিনিকেতনবাসী ৷ মেলার আয়োজন করার জন্য বোলপুর ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে পড়ুয়ারা, শান্তিনিকেতন ট্রাস্ট ও বাংলা সংস্কৃতি মঞ্চ উপাচার্যকে ডেপুটেশন দিয়েছিল ।

Poushmela 2023
বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্টের দেওয়া বিজ্ঞপ্তি
যা নিয়ে সোমবার বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে মেলা সংক্রান্ত একটি বৈঠকও হয় । তাতে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক-সহ কর্মসমিতির সদস্যরা । মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক অনিল কোনার, সদস্য সবুজকলি সেন ও কালিকারঞ্জন চট্টোপাধ্যায় । সেই বৈঠকের পরই যৌথ একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় এবারও পৌষমেলা হচ্ছে না । কারণ হিসাবে বলা হয়, 23 ডিসেম্বর মেলা হয় । তাই এত বড় মেলার আয়োজনের জন্য হাতে সময় কম ৷ মেলা করতে জলের প্রয়োজন, জলাশয়গুলি সংস্কার করা হয়নি ৷ এছাড়া, মেলার প্লট বুকিংয়ের জন্য যে সফটওয়্যার রয়েছে, তা বিকল । তাই এবছর মেলার আয়োজন করা সম্ভব নয় ৷

আরও পড়ুন :

  1. 3 বছর পর শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই ফিরছে পৌষমেলা, তবে ছোট হবে পরিধি
  2. দু-ফালি হয়ে গিয়েছে শিবলিঙ্গ, সংস্কারের অভাবে ধ্বংসপ্রায় 500 বছর পুরনো তারাপীঠের 3 শিবমন্দির
  3. রবীন্দ্রনাথ বিহীন বিতর্কিত ফলক এখনও স্বমহিমায় বিশ্বভারতীতে, কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ সকলে

বোলপুর, 4 ডিসেম্বর: এবারও শান্তিনিকেতনে হচ্ছে না ঐতিহ্যবাহী পৌষমেলা ৷ দীর্ঘ বৈঠকের পর সোমবার যৌথ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট ৷ সময়ের অভাব, অপরিচ্ছন্ন জলাশয়, মেলার স্টল বুকিংয়ের সফটওয়্যার বিকল-সহ একাধিক কারণ দেখিয়ে এবারও পৌষমেলা বাতিল করে দেওয়া হল ৷ 2019 সালে শেষবার হয়েছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত এই মেলা ৷ এই নিয়ে টানা 4 বছর মেলা বন্ধ থাকল ৷

2019 সালে শেষবার পূর্বপল্লীর মাঠে হয়েছিল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা । 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ করে দেওয়া হয় মেলা । তবে তারপর থেকেই তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে শুরু হয় রাজ্য সরকারের সংঘাত । তা এমন পর্যায়ে পৌঁছয় যে তাঁর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয় তৃণমূল-কংগ্রেস । এমনকী পড়ুয়া, আশ্রমিক, প্রাক্তনীরাও । তাই 2021 ও 2022 সালে পূর্বপল্লীর মাঠে পৌষমেলা বন্ধ করে দেন বিদ্যুৎ চক্রবর্তী । যা নিয়ে নিন্দার ঝড় ওঠে সর্বত্র । তবে বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর পৌরসভা এই দুই বছর ডাকবাংলো মাঠে বিকল্প মেলার আয়োজন করেছিল ৷

এরপর 8 নভেম্বর উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয় বিদ্যুৎ চক্রবর্তীর ৷ ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নেন সঞ্জয় কুমার মল্লিক । তাই এবার পৌষমেলা হওয়ার আশায় ছিলেন বোলপুর-শান্তিনিকেতনবাসী ৷ মেলার আয়োজন করার জন্য বোলপুর ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে পড়ুয়ারা, শান্তিনিকেতন ট্রাস্ট ও বাংলা সংস্কৃতি মঞ্চ উপাচার্যকে ডেপুটেশন দিয়েছিল ।

Poushmela 2023
বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্টের দেওয়া বিজ্ঞপ্তি
যা নিয়ে সোমবার বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে মেলা সংক্রান্ত একটি বৈঠকও হয় । তাতে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক-সহ কর্মসমিতির সদস্যরা । মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক অনিল কোনার, সদস্য সবুজকলি সেন ও কালিকারঞ্জন চট্টোপাধ্যায় । সেই বৈঠকের পরই যৌথ একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় এবারও পৌষমেলা হচ্ছে না । কারণ হিসাবে বলা হয়, 23 ডিসেম্বর মেলা হয় । তাই এত বড় মেলার আয়োজনের জন্য হাতে সময় কম ৷ মেলা করতে জলের প্রয়োজন, জলাশয়গুলি সংস্কার করা হয়নি ৷ এছাড়া, মেলার প্লট বুকিংয়ের জন্য যে সফটওয়্যার রয়েছে, তা বিকল । তাই এবছর মেলার আয়োজন করা সম্ভব নয় ৷

আরও পড়ুন :

  1. 3 বছর পর শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই ফিরছে পৌষমেলা, তবে ছোট হবে পরিধি
  2. দু-ফালি হয়ে গিয়েছে শিবলিঙ্গ, সংস্কারের অভাবে ধ্বংসপ্রায় 500 বছর পুরনো তারাপীঠের 3 শিবমন্দির
  3. রবীন্দ্রনাথ বিহীন বিতর্কিত ফলক এখনও স্বমহিমায় বিশ্বভারতীতে, কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ সকলে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.