ETV Bharat / state

এবার অনুব্রতর গড়ে শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার - শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার

আজ সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে পোস্টার দেখা যায় । লেখা, "আমরা দাদার অনুগামী" । যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চাপানউতর ।

birbhum
birbhum
author img

By

Published : Nov 3, 2020, 12:40 PM IST

সিউড়ি, 3 নভেম্বর : শুভেন্দু অধিকারীকে নিয়ে দীর্ঘদিনই রাজনৈতিক মহলে চলছে চাপানউতর । সম্প্রতি গেরুয়া রঙে আমন্ত্রণপত্র সেই জল্পনা আরও উসকে দিয়েছে । কিন্তু এবার অন্য ছবি দেখা গেল বীরভূমে । অনুব্রত মণ্ডলের গড়ে শুভেন্দুর সমর্থনে পোস্টার ! লেখা, আমরা দাদার অনুগামী । তবে এই পোস্টার কাদের, সে বিষয় স্পষ্ট নয় । কিন্তু এই নিয়ে কী ভাবছেন অনুব্রত ?

আজ সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে পোস্টার দেখা যায় । লেখা, "আমরা দাদার অনুগামী" । যা নিয়ে আপাতত রাজনৈতিক মহলে চাপানউতর চলছে । মন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে বেশ কয়েক মাস ধরেই রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে । তিনি BJP-তে যোগ দিতে পারেন বলেও জল্পনা রয়েছে । এর মধ্যে বিজয়া সম্মিলনীর আমন্ত্রণপত্রের রং ও শুভেন্দুর ছবি জল্পনাকে বেশ খানিকটা উসকে দিয়েছে ।

birbhum
শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার

শুভেন্দু নতুন দল গঠন করতে চলেছেন, এমনও গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের কাছে ৷ এক কথায় বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুর গতি নিয়ে চরম চাপানউতোর রয়েছে ।

রাজ্যের বিভিন্ন জেলায় "দাদার পাশে আছি" লেখা পোস্টার দেখা গিয়েছে ইতিমধ্যেই । এবার তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গড়ে শুভেন্দুর সমর্থনে পোস্টার দিলেন অনুগামীরা । এই পোস্টার ঘিরে রীতিমতো জল্পনা শুরু হয়ে গিয়েছে বীরভূমের রাজনৈতিক মহলেও । কে বা কারা পোস্টারগুলি দিয়েছে সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি ।

সিউড়ি, 3 নভেম্বর : শুভেন্দু অধিকারীকে নিয়ে দীর্ঘদিনই রাজনৈতিক মহলে চলছে চাপানউতর । সম্প্রতি গেরুয়া রঙে আমন্ত্রণপত্র সেই জল্পনা আরও উসকে দিয়েছে । কিন্তু এবার অন্য ছবি দেখা গেল বীরভূমে । অনুব্রত মণ্ডলের গড়ে শুভেন্দুর সমর্থনে পোস্টার ! লেখা, আমরা দাদার অনুগামী । তবে এই পোস্টার কাদের, সে বিষয় স্পষ্ট নয় । কিন্তু এই নিয়ে কী ভাবছেন অনুব্রত ?

আজ সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে পোস্টার দেখা যায় । লেখা, "আমরা দাদার অনুগামী" । যা নিয়ে আপাতত রাজনৈতিক মহলে চাপানউতর চলছে । মন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে বেশ কয়েক মাস ধরেই রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে । তিনি BJP-তে যোগ দিতে পারেন বলেও জল্পনা রয়েছে । এর মধ্যে বিজয়া সম্মিলনীর আমন্ত্রণপত্রের রং ও শুভেন্দুর ছবি জল্পনাকে বেশ খানিকটা উসকে দিয়েছে ।

birbhum
শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার

শুভেন্দু নতুন দল গঠন করতে চলেছেন, এমনও গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের কাছে ৷ এক কথায় বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুর গতি নিয়ে চরম চাপানউতোর রয়েছে ।

রাজ্যের বিভিন্ন জেলায় "দাদার পাশে আছি" লেখা পোস্টার দেখা গিয়েছে ইতিমধ্যেই । এবার তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গড়ে শুভেন্দুর সমর্থনে পোস্টার দিলেন অনুগামীরা । এই পোস্টার ঘিরে রীতিমতো জল্পনা শুরু হয়ে গিয়েছে বীরভূমের রাজনৈতিক মহলেও । কে বা কারা পোস্টারগুলি দিয়েছে সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.