ETV Bharat / state

Anupam Hazra: অনুব্রতর সঙ্গে ছবি দিয়ে গরুপাচারে অনুপমের বিরুদ্ধে তদন্তের দাবিতে পোস্টার বোলপুরে - গরুপাচার মামলা

Poster against BJP Leader Anupam Hazra: বীরভূমের বোলপুরে পোস্টার পড়ল সেখানকার প্রাক্তন সাংসদ অনুপম হাজরার বিরুদ্ধে ৷ বিজেপির জাতীয় সম্পাদকের বিরুদ্ধে পোস্টার দিয়েছে বিজেপিরই একাংশ ৷ এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ওই জেলায় ৷

Poster against BJP Leader Anupam Hazra
Poster against BJP Leader Anupam Hazra
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 1:42 PM IST

Updated : Nov 10, 2023, 3:01 PM IST

অনুব্রতর সঙ্গে ছবি দিয়ে গরুপাচারে অনুপমের বিরুদ্ধে তদন্তের দাবিতে পোস্টার বোলপুরে

বোলপুর, 10 নভেম্বর: অনুব্রতর সঙ্গে ছবি দিয়ে গরুপাচার মামলায় অনুপম হাজরার বিরুদ্ধেও তদন্তের দাবিতে বোলপুরে পোস্টার পড়ল । শুক্রবার সকালে এই বিষয়টি নজরে আসে ৷ পোস্টারের নিচে লেখা, 'আদি বিজেপি কর্মীবৃন্দ' । এমনকি, বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরাকে দল থেকে বহিষ্কারের দাবিও করা হয়েছে ওই পোস্টারে ।

যদিও এই বিষয়ে অনুপম হাজরা বলেন, "আমি চোর মুক্ত বিজেপির ডাক দিয়েছি । আর তাতেই অনেকের গাত্রদাহ হয়েছে । তাই আমার ভাবমূর্তি নষ্ট করতে পোস্টার দিয়েছে । বিজেপির বহু জেলা সভাপতির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আছে । তারাই রাতের অন্ধকারে পোস্টার দিয়েছে ।"

কয়েকদিন ধরেই দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ একাধিক নেতার বিরুদ্ধে, এমনকি বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধেও সরব হয়েছেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা । খয়রাশোলে অনুপমের বিজয়া সম্মিলনীর মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে দলের একাংশের বিরুদ্ধে । সেই নিয়েও বিজেপির একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন অনুপম ৷

ফলে বীরভূমে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে আসে ৷ এই গোষ্ঠী কোন্দলের আবহেই অনুপমের বিরুদ্ধে বোলপুরে পোস্টার পড়ল ৷ বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে একটি ছবি সহ 'গরুপাচার মামলায় অনুপম হাজরার বিরুদ্ধেও তদন্ত শুরু হোক' লিখে পোস্টার দেওয়া হয় । এছাড়া, পোস্টারে আরও লেখা হয়, 'সেটিংবাজ অনুপমকে অবিলম্বে বিজেপি থেকে বহিষ্কার করা হোক’ । পোস্টারের নিচে লেখা 'আদি বিজেপি কর্মীবৃন্দ’ ।

উল্লেখ্য, গরুপাচার মামলায় এক বছরেরও বেশি সময় আগে গ্রেফতার হয়েছেন অনুব্রত ৷ এখন তিনি দিল্লির তিহাড় জেলে বন্দি ৷ তাঁর বিরুদ্ধে মাঝেমধ্যেই সরব হতে দেখা যায় বিজেপিকে ৷ ফলে অনুপমের বিরুদ্ধে একই ইস্যুতে বিজেপির একাংশ সরব হওয়ায় অস্বস্তি তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে ৷ এই নিয়ে অবশ্য বিজেপির অন্যান্য নেতৃত্ব মুখ খুলতে চাননি ।

আরও পড়ুন:

  1. অনুপম হাজরার সভামঞ্চ ভাঙচুর, বীরভূমে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ
  2. 'প্রধানমন্ত্রীকে খুশি করতে ফলক, উনি ভণ্ড বিজেপি সাজেন', বিদ্যুতের বিরুদ্ধে বিস্ফোরক অনুপম

অনুব্রতর সঙ্গে ছবি দিয়ে গরুপাচারে অনুপমের বিরুদ্ধে তদন্তের দাবিতে পোস্টার বোলপুরে

বোলপুর, 10 নভেম্বর: অনুব্রতর সঙ্গে ছবি দিয়ে গরুপাচার মামলায় অনুপম হাজরার বিরুদ্ধেও তদন্তের দাবিতে বোলপুরে পোস্টার পড়ল । শুক্রবার সকালে এই বিষয়টি নজরে আসে ৷ পোস্টারের নিচে লেখা, 'আদি বিজেপি কর্মীবৃন্দ' । এমনকি, বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরাকে দল থেকে বহিষ্কারের দাবিও করা হয়েছে ওই পোস্টারে ।

যদিও এই বিষয়ে অনুপম হাজরা বলেন, "আমি চোর মুক্ত বিজেপির ডাক দিয়েছি । আর তাতেই অনেকের গাত্রদাহ হয়েছে । তাই আমার ভাবমূর্তি নষ্ট করতে পোস্টার দিয়েছে । বিজেপির বহু জেলা সভাপতির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আছে । তারাই রাতের অন্ধকারে পোস্টার দিয়েছে ।"

কয়েকদিন ধরেই দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ একাধিক নেতার বিরুদ্ধে, এমনকি বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধেও সরব হয়েছেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা । খয়রাশোলে অনুপমের বিজয়া সম্মিলনীর মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে দলের একাংশের বিরুদ্ধে । সেই নিয়েও বিজেপির একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন অনুপম ৷

ফলে বীরভূমে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে আসে ৷ এই গোষ্ঠী কোন্দলের আবহেই অনুপমের বিরুদ্ধে বোলপুরে পোস্টার পড়ল ৷ বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে একটি ছবি সহ 'গরুপাচার মামলায় অনুপম হাজরার বিরুদ্ধেও তদন্ত শুরু হোক' লিখে পোস্টার দেওয়া হয় । এছাড়া, পোস্টারে আরও লেখা হয়, 'সেটিংবাজ অনুপমকে অবিলম্বে বিজেপি থেকে বহিষ্কার করা হোক’ । পোস্টারের নিচে লেখা 'আদি বিজেপি কর্মীবৃন্দ’ ।

উল্লেখ্য, গরুপাচার মামলায় এক বছরেরও বেশি সময় আগে গ্রেফতার হয়েছেন অনুব্রত ৷ এখন তিনি দিল্লির তিহাড় জেলে বন্দি ৷ তাঁর বিরুদ্ধে মাঝেমধ্যেই সরব হতে দেখা যায় বিজেপিকে ৷ ফলে অনুপমের বিরুদ্ধে একই ইস্যুতে বিজেপির একাংশ সরব হওয়ায় অস্বস্তি তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে ৷ এই নিয়ে অবশ্য বিজেপির অন্যান্য নেতৃত্ব মুখ খুলতে চাননি ।

আরও পড়ুন:

  1. অনুপম হাজরার সভামঞ্চ ভাঙচুর, বীরভূমে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ
  2. 'প্রধানমন্ত্রীকে খুশি করতে ফলক, উনি ভণ্ড বিজেপি সাজেন', বিদ্যুতের বিরুদ্ধে বিস্ফোরক অনুপম
Last Updated : Nov 10, 2023, 3:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.