ETV Bharat / state

Chandranath Sinha: অভিষেকের কনভয়ে হামলায় অন্য রাজনৈতিক দলের যোগ আছে, দাবি মন্ত্রী চন্দ্রনাথের - অন্য রাজনৈতিক দলের যোগ আছে

অভিষেকের কনভয়ে হামলাকারীরা কুড়মি না ৷ অন্যান্য রাজনৈতিক দলের যোগ রয়েছে ওই হামলায় বলে দাবি করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷

Chandranath Sinha
চন্দ্রনাথ সিংহ
author img

By

Published : May 27, 2023, 5:41 PM IST

অভিষেকের কনভয়ে হামলাকারীরা কুড়মি না, দাবি করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ৷

বোলপুর, 27 মে: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে কুড়মি আন্দোলনকারীদের হামলার ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় অন্য রাজনৈতিক দলের যোগ আছে বলে মন্তব্য করলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শনিবার বীরভূমে তিনি বলেন, "কুড়মি সম্প্রদায়ের মানুষ হামলা করেনি । ওই হামলায় অন্যান্য রাজনৈতিক দলের যোগ রয়েছে ।" উল্লেখ্য, হামলার সময় জয় শ্রী রাম স্লোগান উঠেছিল বলে দাবি করেছে তৃণমূল । বিষয়টি খতিয়ে দেখার জন্য রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সদ্য 'তৃণমূলের নবজোয়ার' কর্মসূচিতে বীরভূম সফরে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই সময় বহু মানুষ তাদের অভাব অভিযোগের কথা বলেছিলেন তাঁকে । সেই সমস্ত সমস্যার সমাধান কতটা হল তা নিয়েই এ দিন সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার উপ-অধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও সাঁইথিয়ার বিধায়ক নীলাবতি সাহা ৷ সাংবাদিকদের প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়ে হামলার ঘটনায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, "আমরা মনে করি কুড়মি সম্প্রদায়ের লোকরা এটা করেনি ৷ অন্যান্য রাজনৈতিক দলের যোগ আছে ৷ তদন্ত হচ্ছে, ফল খুব শীঘ্রই পাব ৷ আপনারা জানেন বাংলায় কারা অশান্তি সৃষ্টি করতে চাইছে ৷ শান্ত বাংলায় অশান্তি করছে ৷ মানুষ সব দেখতে পাচ্ছে । মানুষ এর জবাব দেবে ।"

আরও পড়ুন: অভিষেকের কনভয়ে কুড়মিদের হামলা, মুখ্যসচিবকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে পুরুলিয়ার বেলপাহাড়ির ইন্দিরা চক থেকে নবজোয়ার কর্মসূচি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ঝাড়গ্রামেও রোড শো করে তিনি পাঁচ নম্বর রাজ্যসড়ক ধরে লোধাশুলী হয়ে গজাশিমুলের ক্যাম্পে আসেন । গজাশিমুলের ক্যাম্পে আসার সময় শালবনি এলাকার গড়শালবনি এলাকায় অভিষেকে কনভয় দেখে বিক্ষোভ দেখায় কুড়মি সম্প্রদায়ের মানুষজন । অভিযোগ, অভিষেকের গাড়ি পার হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর কনভয়ের সঙ্গে থাকা অন্য গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে কুড়মিরা । বাঁশের লাঠি দিয়েও গাড়িতে ও বাইক আরোহীদের মারধর করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ক্ষতিগ্রস্ত হয় । আহত হন মন্ত্রীর গাড়ির চালক ৷ পাথর ছোড়া হয় সংবাদমাধ্যমের গাড়িতেও ৷ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী থেকে শুরু করে পথচলতি সাধারণ মানুষও ।

অভিষেকের কনভয়ে হামলাকারীরা কুড়মি না, দাবি করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ৷

বোলপুর, 27 মে: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে কুড়মি আন্দোলনকারীদের হামলার ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় অন্য রাজনৈতিক দলের যোগ আছে বলে মন্তব্য করলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শনিবার বীরভূমে তিনি বলেন, "কুড়মি সম্প্রদায়ের মানুষ হামলা করেনি । ওই হামলায় অন্যান্য রাজনৈতিক দলের যোগ রয়েছে ।" উল্লেখ্য, হামলার সময় জয় শ্রী রাম স্লোগান উঠেছিল বলে দাবি করেছে তৃণমূল । বিষয়টি খতিয়ে দেখার জন্য রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সদ্য 'তৃণমূলের নবজোয়ার' কর্মসূচিতে বীরভূম সফরে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই সময় বহু মানুষ তাদের অভাব অভিযোগের কথা বলেছিলেন তাঁকে । সেই সমস্ত সমস্যার সমাধান কতটা হল তা নিয়েই এ দিন সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার উপ-অধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও সাঁইথিয়ার বিধায়ক নীলাবতি সাহা ৷ সাংবাদিকদের প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়ে হামলার ঘটনায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, "আমরা মনে করি কুড়মি সম্প্রদায়ের লোকরা এটা করেনি ৷ অন্যান্য রাজনৈতিক দলের যোগ আছে ৷ তদন্ত হচ্ছে, ফল খুব শীঘ্রই পাব ৷ আপনারা জানেন বাংলায় কারা অশান্তি সৃষ্টি করতে চাইছে ৷ শান্ত বাংলায় অশান্তি করছে ৷ মানুষ সব দেখতে পাচ্ছে । মানুষ এর জবাব দেবে ।"

আরও পড়ুন: অভিষেকের কনভয়ে কুড়মিদের হামলা, মুখ্যসচিবকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে পুরুলিয়ার বেলপাহাড়ির ইন্দিরা চক থেকে নবজোয়ার কর্মসূচি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ঝাড়গ্রামেও রোড শো করে তিনি পাঁচ নম্বর রাজ্যসড়ক ধরে লোধাশুলী হয়ে গজাশিমুলের ক্যাম্পে আসেন । গজাশিমুলের ক্যাম্পে আসার সময় শালবনি এলাকার গড়শালবনি এলাকায় অভিষেকে কনভয় দেখে বিক্ষোভ দেখায় কুড়মি সম্প্রদায়ের মানুষজন । অভিযোগ, অভিষেকের গাড়ি পার হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর কনভয়ের সঙ্গে থাকা অন্য গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে কুড়মিরা । বাঁশের লাঠি দিয়েও গাড়িতে ও বাইক আরোহীদের মারধর করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ক্ষতিগ্রস্ত হয় । আহত হন মন্ত্রীর গাড়ির চালক ৷ পাথর ছোড়া হয় সংবাদমাধ্যমের গাড়িতেও ৷ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী থেকে শুরু করে পথচলতি সাধারণ মানুষও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.