ETV Bharat / state

Mamata Meeting Preparations: 'কেষ্টহীন' বীরভূমে আসছেন মমতা, মাঠ পরিদর্শনে ডিআইজি - মাঠ পরিদর্শনে ডিআইজি এসপি

আগামী 30 ও 31 জানুয়ারি বীরভূম সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) ৷ তার আগে সমস্ত প্রস্তুতি ঘুরে দেখলেন ডিআইজি ও এসপি ৷

Police inspect preparations
মুখ্যমন্ত্রীর সফরের আগে মাঠ পরিদর্শনে পুলিশ আধিকারিকরা
author img

By

Published : Jan 19, 2023, 3:45 PM IST

Updated : Jan 19, 2023, 4:17 PM IST

বীরভূম সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী

বোলপুর, 19 জানুয়ারি: 'কেষ্টহীন' (Anubrata Mondal) বীরভূমে দু'দিনের সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) । 30 ও 31 জানুয়ারি বীরভূমে (Birbhum) বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর । তার জন্য বৃহস্পতিবার প্রশাসনিক সভার মাঠ থেকে শুরু করে সমস্ত প্রস্তুতি প্রাথমিকভাবে ঘুরে দেখলেন রাজ্য পুলিশের ডিআইজি ও এসপি (CM Meeting Preparation) ।

Mamata Meeting Preparations
মমতার সফরের আগে মাঠ পরিদর্শনে ডিআইজি এসপি

গরুপাচার মামলায় আসানসোল সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । গ্রেফতারের আগে একাধিকবার তাঁকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ তখন অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন অনুব্রত ৷ জানা গিয়েছে, সেই সময় থেকে প্রায় 4 বার বীরভূম সফর বাতিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কারণ মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রিয় হলেন 'কেষ্ট' । তাই জেল হেফাজতে থেকেও দল ও প্রশাসনের সব পদেই বহাল রয়েছেন অনুব্রত মণ্ডল ।

উল্লেখ্য, শেষ 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে বোলপুরে এসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে র‍্যালি করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । পঞ্চায়েত নির্বাচন আসন্ন । ইতিমধ্যেই 'দিদির দূত' হিসাবে গ্রামে গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে দলের বিধায়ক-সাংসদদের । তাই বলা যায়, পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠন চাঙ্গা করতেই 'কেষ্টহীন' বীরভূমে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

জানা গিয়েছে, 30 ও 31 জানুয়ারি দু'দিনের সফরে আসবেন তিনি । থাকবেন বোলপুরের বল্লভপুর জঙ্গলে রাঙাবিতান অতিথিশালায় । গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে একটি প্রশাসনিক বৈঠক করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর । পরে বোলপুর ডাকবাংলো মাঠে প্রশাসনিক সভার সম্ভাব্য সূচি তৈরি হয়েছে । এমনকী, তাঁর একটি র‍্যালি করারও কথা রয়েছে বলে সূত্রের খবর ।

আর মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি হিসাবেই এদিন রাজ্য পুলিশের ডিআইজি শ্যাম সিং, বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী-সহ দুই অতিরিক্ত জেলা পুলিশ সুপার, এসডিপিও ডাকবাংলো মাঠ পরিদর্শন করেন ৷ এই বিষয়ে বীরভূম পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন,"প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রীর সফরের সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷ আমরা 3টে মাঠ দেখে রেখেছি, সভা ও র‍্যালির জন্য । তবে এখনই চূড়ান্ত কোনও সফর সূচি তৈরি হয়নি ।"

আরও পড়ুন: অনুব্রত মণ্ডলকে সংশোধনাগারে সিবিআই জেরা

বীরভূম সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী

বোলপুর, 19 জানুয়ারি: 'কেষ্টহীন' (Anubrata Mondal) বীরভূমে দু'দিনের সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) । 30 ও 31 জানুয়ারি বীরভূমে (Birbhum) বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর । তার জন্য বৃহস্পতিবার প্রশাসনিক সভার মাঠ থেকে শুরু করে সমস্ত প্রস্তুতি প্রাথমিকভাবে ঘুরে দেখলেন রাজ্য পুলিশের ডিআইজি ও এসপি (CM Meeting Preparation) ।

Mamata Meeting Preparations
মমতার সফরের আগে মাঠ পরিদর্শনে ডিআইজি এসপি

গরুপাচার মামলায় আসানসোল সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । গ্রেফতারের আগে একাধিকবার তাঁকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ তখন অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন অনুব্রত ৷ জানা গিয়েছে, সেই সময় থেকে প্রায় 4 বার বীরভূম সফর বাতিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কারণ মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রিয় হলেন 'কেষ্ট' । তাই জেল হেফাজতে থেকেও দল ও প্রশাসনের সব পদেই বহাল রয়েছেন অনুব্রত মণ্ডল ।

উল্লেখ্য, শেষ 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে বোলপুরে এসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে র‍্যালি করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । পঞ্চায়েত নির্বাচন আসন্ন । ইতিমধ্যেই 'দিদির দূত' হিসাবে গ্রামে গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে দলের বিধায়ক-সাংসদদের । তাই বলা যায়, পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠন চাঙ্গা করতেই 'কেষ্টহীন' বীরভূমে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

জানা গিয়েছে, 30 ও 31 জানুয়ারি দু'দিনের সফরে আসবেন তিনি । থাকবেন বোলপুরের বল্লভপুর জঙ্গলে রাঙাবিতান অতিথিশালায় । গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে একটি প্রশাসনিক বৈঠক করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর । পরে বোলপুর ডাকবাংলো মাঠে প্রশাসনিক সভার সম্ভাব্য সূচি তৈরি হয়েছে । এমনকী, তাঁর একটি র‍্যালি করারও কথা রয়েছে বলে সূত্রের খবর ।

আর মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি হিসাবেই এদিন রাজ্য পুলিশের ডিআইজি শ্যাম সিং, বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী-সহ দুই অতিরিক্ত জেলা পুলিশ সুপার, এসডিপিও ডাকবাংলো মাঠ পরিদর্শন করেন ৷ এই বিষয়ে বীরভূম পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন,"প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রীর সফরের সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷ আমরা 3টে মাঠ দেখে রেখেছি, সভা ও র‍্যালির জন্য । তবে এখনই চূড়ান্ত কোনও সফর সূচি তৈরি হয়নি ।"

আরও পড়ুন: অনুব্রত মণ্ডলকে সংশোধনাগারে সিবিআই জেরা

Last Updated : Jan 19, 2023, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.