বোলপুর, 28 এপ্রিল : কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে বোলপুরের কোরোনা হাসপাতালের সামনে বসানো হল পুলিশ পিকেট । হাসপাতালের দুই প্রান্তে ক্যাম্প করে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
বীরভূম জেলার বোলপুরে একটি বেসরকারি হাসপাতালকে কোরোনা হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে । 40 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে শুধু কোরোনা আক্রান্তদের চিকিৎসা করা হবে ।
এখানে কোরোনা হাসপাতাল করা যাবে না বলে আগেই বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা । তাঁদের বক্তব্য ছিল, হাসপাতাল থেকে ছড়াতে পারে সংক্রমণ । পরে পুলিশ আধিকারিকরা গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলেন । যদিও বোলপুরের এই কোরোনা হাসপাতলে এখনও পর্যন্ত কোনও আক্রান্ত রোগী ভরতি হয়নি ।
বীরভূম জেলা এখনও পর্যন্ত গ্রিন জ়োনের মধ্যে রয়েছে । কোনওরকম বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য হাসপাতালের সামনে বসানো হয়েছে পুলিশ পিকেট । হাসপাতালের দু'দিকে ক্যাম্প করে সর্বক্ষণের জন্য পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে ।