ETV Bharat / state

Mann Ki Baat: রবি ঠাকুরের সংস্কৃত শ্লোকের ব্যবহার উদ্ধৃত করে শান্তিনিকেতনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর - pm modi talks about santiniketan

দিন কয়েক আগেই ইউনেসকোর 'ওয়ার্ল্ড হেরিটেজ' সম্মান পেয়েছে শান্তিনিকেতন ৷ রবিবার 'মন কি বাত' অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে এই বিষয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 9:00 PM IST

Updated : Sep 24, 2023, 10:56 PM IST

বোলপুর, 24 সেপ্টেম্বর: গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃত শ্লোকের ব্যবহার তুলে ধরে 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পদাধিকার বলে প্রধানমন্ত্রী মোদি বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের আচার্য । রবিবার 'মন কি বাত' অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে 2018 সালে তাঁর শান্তিনিকেতন সফরের স্মৃতিচারণা করেন প্রধানমন্ত্রী । একইসঙ্গে কর্ণাটকের হোয়সালা স্থাপত্য মন্দির 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা পাওয়ায় এদিন আনন্দ প্রকাশ করে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

10 সেপ্টেম্বর থেকে সৌদি আরবে বসেছিল ইউনেসকোর বিশেষ বৈঠক। সেই বৈঠক থেকেই গত 17 সেপ্টেম্বর বিশ্ব ঐতিহ্য বা 'ওয়ার্ল্ড হেরিটেজ' হিসেবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের নাম ঘোষণা করা হয় ৷ এই ঘোষণার পরেই বাংলায় টুইট করে কবিগুরুকে স্মরণ করে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিষয়টিকে দেশের গর্ব বলে উল্লেখ করেছিলেন তিনি ৷ এদিন 'মন কি বাত' অনুষ্ঠানে আরও একবার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনকে শুভেচ্ছা জানান তিনি ৷ শান্তিনিকেতন আশ্রমের পর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় বিশ্বভারতী, যার 'আচার্য' পদে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী ।

আরও পড়ুন: কবিগুরুর শান্তিনিকেতন পেল 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা, অভিনন্দন মোদি-মমতার

এদিন 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "ভারতে সুন্দর থেকে সুন্দরতর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে । এই সংখ্যা দিন দিন বাড়ছে । কিছুদিন আগেই শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' সাইট ঘোষণা করা হয়েছে । আমি শুভেচ্ছা জানাই ।" স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী আরও বলেন, "2018 সালে আমার শান্তিনিকেতন যাত্রার সৌভাগ্য হয়েছিল ৷ শান্তিনিকেতনের সঙ্গে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যোগসূত্র। গুরুদেব শান্তিনিকেতনের ধারণা সংস্কৃতের একটি প্রাচীন শ্লোক থেকে নিয়েছিলেন । শ্লোকটি হল 'যত্র বিশ্বম ভবতেকনীরম'। অর্থাৎ যেখানে একটি ছোট্ট বাসায় পুরো বিশ্ব সমাহিত হতে পারে ।" পাশাপাশি, হোয়সালা রাজবংশের বিশেষ স্থাপত্যের তিনটি মন্দিরকে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা প্রসঙ্গেও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী । উল্লেখ্য, এই নিয়ে ভারতে 'ওয়ার্ল্ড হেরিটেজ' সাইটের সংখ্যা দাঁড়ালো 42।

বোলপুর, 24 সেপ্টেম্বর: গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃত শ্লোকের ব্যবহার তুলে ধরে 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পদাধিকার বলে প্রধানমন্ত্রী মোদি বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের আচার্য । রবিবার 'মন কি বাত' অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে 2018 সালে তাঁর শান্তিনিকেতন সফরের স্মৃতিচারণা করেন প্রধানমন্ত্রী । একইসঙ্গে কর্ণাটকের হোয়সালা স্থাপত্য মন্দির 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা পাওয়ায় এদিন আনন্দ প্রকাশ করে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

10 সেপ্টেম্বর থেকে সৌদি আরবে বসেছিল ইউনেসকোর বিশেষ বৈঠক। সেই বৈঠক থেকেই গত 17 সেপ্টেম্বর বিশ্ব ঐতিহ্য বা 'ওয়ার্ল্ড হেরিটেজ' হিসেবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের নাম ঘোষণা করা হয় ৷ এই ঘোষণার পরেই বাংলায় টুইট করে কবিগুরুকে স্মরণ করে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিষয়টিকে দেশের গর্ব বলে উল্লেখ করেছিলেন তিনি ৷ এদিন 'মন কি বাত' অনুষ্ঠানে আরও একবার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনকে শুভেচ্ছা জানান তিনি ৷ শান্তিনিকেতন আশ্রমের পর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় বিশ্বভারতী, যার 'আচার্য' পদে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী ।

আরও পড়ুন: কবিগুরুর শান্তিনিকেতন পেল 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা, অভিনন্দন মোদি-মমতার

এদিন 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "ভারতে সুন্দর থেকে সুন্দরতর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে । এই সংখ্যা দিন দিন বাড়ছে । কিছুদিন আগেই শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' সাইট ঘোষণা করা হয়েছে । আমি শুভেচ্ছা জানাই ।" স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী আরও বলেন, "2018 সালে আমার শান্তিনিকেতন যাত্রার সৌভাগ্য হয়েছিল ৷ শান্তিনিকেতনের সঙ্গে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যোগসূত্র। গুরুদেব শান্তিনিকেতনের ধারণা সংস্কৃতের একটি প্রাচীন শ্লোক থেকে নিয়েছিলেন । শ্লোকটি হল 'যত্র বিশ্বম ভবতেকনীরম'। অর্থাৎ যেখানে একটি ছোট্ট বাসায় পুরো বিশ্ব সমাহিত হতে পারে ।" পাশাপাশি, হোয়সালা রাজবংশের বিশেষ স্থাপত্যের তিনটি মন্দিরকে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা প্রসঙ্গেও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী । উল্লেখ্য, এই নিয়ে ভারতে 'ওয়ার্ল্ড হেরিটেজ' সাইটের সংখ্যা দাঁড়ালো 42।

Last Updated : Sep 24, 2023, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.