সিউড়ি, 28 জুন : আজ থেকে বীরভূমে জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা চিঠি বিতরণেক কাজ শুরু হল ৷ সিউড়ির BJP জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে এই কাজ শুরু হয় ৷ বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর লেখা চিঠি ৷
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর BJP-র তরফে গৃহীত যাবতীয় পদক্ষেপের উল্লেখ রয়েছে প্রধানমন্ত্রীর লেখা এই চিঠিতে ৷ পাশাপাশি মানুষ নিজেদের ক্ষোভের কথা PMO-তে জানাতে পারবেন বলে প্রধানমন্ত্রীর চিঠিতে লেখা হয় ৷ বীরভূমের 50 টি মণ্ডলে এই চিঠি বিতরণ করা হবে ৷
BJP-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, "প্রধানমন্ত্রী সকলের উদ্দেশে একটি চিঠি দিয়েছেন ৷ সেই চিঠি বাড়িতে বাড়িতে দিয়ে পড়ার আবেদন করছি আমরা ৷ কারও যদি কোনও ক্ষোভ থাকে তাহলে তিনি সরাসরি আমাদের বা প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়ে জানাতে পারেন ৷"