ETV Bharat / state

Bolpur Shantiniketan Station: বিশ্বকবি-গান্ধিজি-নেতাজির স্মৃতিবিজড়িত বোলপুর স্টেশন সংস্কার হবে অমৃত ভারতের আওতায় - প্রকল্পের শিলান্যাস

Redevelopment of Bolpur Shantiniketan Station: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধি, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত বোলপুর শান্তিনিকেতন স্টেশনের সংস্কার হবে অমৃত ভারত প্রকল্পের আওতায় ৷ আজ তার শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Bolpur Shantiniketan Station
সংস্কার হবে বোলপুর স্টেশনের
author img

By

Published : Aug 6, 2023, 6:11 PM IST

বোলপুর স্টেশন সংস্কার হবে অমৃত ভারতের আওতায়

বোলপুর, 6 অগস্ট: অমৃত ভারত প্রকল্পের আওতায় সংস্কার হবে বিশ্বকবি, মহাত্মা, নেতাজির স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী বোলপুর-শান্তিনিকেতন স্টেশন ৷ 1860 সালে এই স্টেশনের সূচনা হয়েছিল ৷ 22 শ্রাবণ কবির প্রয়াণ দিবসের আগে দেশের 508টি স্টেশনের মধ্যে এই স্টেশনকেও ঢেলে সাজানো হবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

দেশের 27টি জায়গায় 508টি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে আওতায় সংস্কার করা হবে । তার জন্য বরাদ্দ হয়েছে 24 হাজার 470 কোটি টাকা । রবিবার ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও । এই রাজ্যে 37টি রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় রাখা হয়েছে । বরাদ্দ করা হয়েছে 1 হাজার 503 কোটি টাকা । এই প্রকল্পের আওতায় সংস্কার করা হবে ঐতিহ্যবাহী বোলপুর-শান্তিনিকেতন স্টেশনকেও ।

উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই স্টেশন ব্যবহার করতেন । শেষবার অসুস্থ কবি এই স্টেশন থেকেই 'প্রাণের আরাম' শান্তিনিকেতন ছেড়ে গিয়েছিলেন । তাঁর শেষযাত্রার রেলের বিশেষ কামরাটি এখনও স্টেশন সংলগ্ন গীতাঞ্জলি রেল সংগ্রহশালায় রাখা রয়েছে ।

এছাড়া, জাতির জনক মহাত্মা গান্ধি এই স্টেশন ব্যবহার করেছেন । শান্তিনিকেতনে এসে কবিগুরুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তাঁর । এমনকী নেতাজি সুভাষ চন্দ্র বসুও এই স্টেশন ব্যবহার করেছেন । তিনিও শান্তিনিকেতনে এসে বিশ্বকবির সঙ্গে দেখা করেছিলেন । একইভাবে বিপ্লবী পান্নালাল দাশগুপ্ত, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি, শিল্পী রামকিঙ্কর বেইজ, কবি সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ ও শক্তি চট্টোপাধ্যায় এই স্টেশন ব্যবহার করেছেন ৷

আরও পড়ুন: 'দুর্নীতি-পরিবারবাদ ইন্ডিয়া ছাড়ো', ঘুরপথে বিরোধীদের তোপ মোদির

বর্তমানে এই স্টেশন ব্যবহার করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন । তাই আর পাঁচটা স্টেশনের থেকে বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে গুরুত্ব অনেক বেশি ৷ তাই 22 শ্রাবণ কবির প্রয়াণ দিবসের আগে এই স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় সংস্কারের ঘোষণায় খুশি বীরভূমবাসী ৷

এ দিন বোলপুর স্টেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা-সহ অন্যান্য বিশিষ্টরা ৷ এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন অনুপম হাজরা ৷ এ ছাড়াও ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর-সহ দুই স্বাধীনতা সংগ্রামীর পরিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷

সুপ্রিয় ঠাকুর এ দিন বলেন, "এই স্টেশনের গুরুত্ব আকাশ ছোঁয়া ৷ কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষযাত্রা এখান থেকে । আরও বিশিষ্টরা এই স্টেশনে নেমেছেন । তাই আজ এই স্টেশনকে সাজিয়ে তোলা হবে বলে ঘোষণা হওয়ায় আমি খুব খুশি ।"

বোলপুর স্টেশন সংস্কার হবে অমৃত ভারতের আওতায়

বোলপুর, 6 অগস্ট: অমৃত ভারত প্রকল্পের আওতায় সংস্কার হবে বিশ্বকবি, মহাত্মা, নেতাজির স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী বোলপুর-শান্তিনিকেতন স্টেশন ৷ 1860 সালে এই স্টেশনের সূচনা হয়েছিল ৷ 22 শ্রাবণ কবির প্রয়াণ দিবসের আগে দেশের 508টি স্টেশনের মধ্যে এই স্টেশনকেও ঢেলে সাজানো হবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

দেশের 27টি জায়গায় 508টি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে আওতায় সংস্কার করা হবে । তার জন্য বরাদ্দ হয়েছে 24 হাজার 470 কোটি টাকা । রবিবার ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও । এই রাজ্যে 37টি রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় রাখা হয়েছে । বরাদ্দ করা হয়েছে 1 হাজার 503 কোটি টাকা । এই প্রকল্পের আওতায় সংস্কার করা হবে ঐতিহ্যবাহী বোলপুর-শান্তিনিকেতন স্টেশনকেও ।

উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই স্টেশন ব্যবহার করতেন । শেষবার অসুস্থ কবি এই স্টেশন থেকেই 'প্রাণের আরাম' শান্তিনিকেতন ছেড়ে গিয়েছিলেন । তাঁর শেষযাত্রার রেলের বিশেষ কামরাটি এখনও স্টেশন সংলগ্ন গীতাঞ্জলি রেল সংগ্রহশালায় রাখা রয়েছে ।

এছাড়া, জাতির জনক মহাত্মা গান্ধি এই স্টেশন ব্যবহার করেছেন । শান্তিনিকেতনে এসে কবিগুরুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তাঁর । এমনকী নেতাজি সুভাষ চন্দ্র বসুও এই স্টেশন ব্যবহার করেছেন । তিনিও শান্তিনিকেতনে এসে বিশ্বকবির সঙ্গে দেখা করেছিলেন । একইভাবে বিপ্লবী পান্নালাল দাশগুপ্ত, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি, শিল্পী রামকিঙ্কর বেইজ, কবি সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ ও শক্তি চট্টোপাধ্যায় এই স্টেশন ব্যবহার করেছেন ৷

আরও পড়ুন: 'দুর্নীতি-পরিবারবাদ ইন্ডিয়া ছাড়ো', ঘুরপথে বিরোধীদের তোপ মোদির

বর্তমানে এই স্টেশন ব্যবহার করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন । তাই আর পাঁচটা স্টেশনের থেকে বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে গুরুত্ব অনেক বেশি ৷ তাই 22 শ্রাবণ কবির প্রয়াণ দিবসের আগে এই স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় সংস্কারের ঘোষণায় খুশি বীরভূমবাসী ৷

এ দিন বোলপুর স্টেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা-সহ অন্যান্য বিশিষ্টরা ৷ এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন অনুপম হাজরা ৷ এ ছাড়াও ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর-সহ দুই স্বাধীনতা সংগ্রামীর পরিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷

সুপ্রিয় ঠাকুর এ দিন বলেন, "এই স্টেশনের গুরুত্ব আকাশ ছোঁয়া ৷ কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষযাত্রা এখান থেকে । আরও বিশিষ্টরা এই স্টেশনে নেমেছেন । তাই আজ এই স্টেশনকে সাজিয়ে তোলা হবে বলে ঘোষণা হওয়ায় আমি খুব খুশি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.