ETV Bharat / state

Tarapith: কৌশিকী অমাবস্যায় মা তারাকে অর্পিত ফুল-বেলপাতা ফেলে না দিয়ে হবে জৈব সার - জৈব সার

এ বছর কৌশিকী অমাবস্যায় মা তারাকে অর্পন করা হয়েছে প্রায় 10 কুইন্টাল ফুল-বেলপাতা ৷ এবার সেগুলি থেকে তৈরি হবে জৈব সার ৷ লাগবে চাষের কাজে ৷

Tarapith
তারাপীঠ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 12:04 PM IST

Updated : Sep 16, 2023, 12:31 PM IST

তারাপীঠ, 16 সেপ্টেম্বর: অভিনব উদ্যোগ তারাপীঠ মন্দির কর্তৃপক্ষের ৷ আর ফেলে দেওয়া হচ্ছে না কৌশিকী অমাবস্যায় পুর্ণ্যার্থীদের তরফে মা তারাকে অর্পণ করা মালা ও পুষ্পার্ঘ্য । বরং ওইসব ফুল ও বেলপাতা থেকে তৈরি হচ্ছে জৈব সার ৷ তবে এবারে অর্পিত ফুল থেকে বেলপাতার পরিমাণ প্রায় 10 কুইন্টাল ৷

বিগত কয়েকদিন ধরে কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো । মন্দির কর্তৃপক্ষের দাবি, প্রায় আনুমানিক 5-6 লক্ষ ভক্তের সমাগম ঘটেছে এবার । যা আগের বছরের তুলনায় অনেক বেশি ৷ গত 14 সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর 4টে 31 মিনিটে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হতেই মা তারার মন্দির চত্বরে ছিল উপচে পড়া ভিড় । মধ্যরাতে একটু কম হলেও পরের দিন অর্থাৎ 15 সেপ্টেম্বর শুক্রবার সকাল 6টা 39মিনিট পর্যন্ত ফুল, বেলপাতা-সহ ডালি নিয়ে মাকে পুজো দেওয়ার পুর্ণ্যাথীদের লাইন ছিল লম্বা । মন্দির কমিটির তথ্য অনুযায়ী, অমাবস্যা চলাকালীন পুজো দেওয়া ফুল ও বেলপাতা জমা হয়েছে প্রায় 10 কুইন্টাল । এই 10 কুইন্টাল ফুল ও বেলপাতা থেকে তৈরি হবে জৈব সার ।

বীরভূমের মল্লারপুরে স্বেচ্ছাসেবী সংস্থা 'নঈসুভা' ইতিমধ্যে পুষ্পার্ঘ্য, মালা ও বেলপাতাগুলি সরানোর কাজ শুরু করেছে । সেগুলি নিয়ে যাওয়া হচ্ছে মল্লারপুরে গোয়ালা গ্রামে । সেখানেই আছে জৈব সার তৈরির কারখানা ৷ যেখানে তৈরি হবে জৈব সার । ওই জৈব সার পরে ব্যবহার করবেন এলাকার চাষিরা ।

স্বেচ্ছাসেবী সংস্থা 'নঈসুভা'র সম্পাদক সাধন সিংহ বলেন, "আমাদের সংস্থার সঙ্গে তারাপীঠ মন্দির কমিটির একটি চুক্তি আছে । সেই চুক্তি অনুযায়ী, মা তারাকে পুজো দেওয়া ফুল ও বেলপাতা যত্রতত্র না ফেলে আমরা সেগুলি দিয়ে জৈব সার তৈরি করি । নামমাত্র মূল্যে সেই জৈব সার এলাকার চাষিদের দেওয়া হয় ৷ যা তাঁরা চাষের কাজে ব্যবহার করেন । আমরা প্রতিদিন নিয়ম করে পুষ্পার্ঘ্য, মালা, বেলপাতা তারাপীঠ থেকে নিয়ে আসি । তবে কৌশিকী অমাবস্যা প্রচুর পরিমানে সেগুলি জমা হয়েছে ৷ প্রায় দশ কুইন্টাল তার পরিমান হবে । আমরা জমা ফুল বেলপাতা তোলার কাজ শুরু করেছি ।"

আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় মা তারাকে বিশেষ ভোগ, ভাত-মাছ ছাড়া আর কী নিবেদন!

জানা গিয়েছে, কৌশিকী অমাবস্যা তিথি শেষ হয়েছে ৷ এরপরেই দ্রুত সব পরিষ্কারের কাজ শুরু হয়ে গিয়েছে ৷ দমকল বাহিনীর গাড়ি থেকে জল দিয়ে মন্দির পরিষ্কার করা হচ্ছে ।

মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "কৌশিকী অমাবস্যা উপলক্ষে এই বছর ভোর থেকে রাত পর্যন্ত তারাপীঠ মন্দিরে এসেছেন প্রায় 5 -6 লক্ষ পুর্ণ্যার্থী । ভক্তরা পুজো দিতে মা তারাকে জবা ও শ্বেত পদ্মের মালা পড়ান । তাছাড়াও পুজোর ডালিতে ভরতি থাকে ফুল ও বেলপাতা । দেবী তারার অঙ্গে সেই মালা ও ফুল বেলপাতা উৎসর্গ করানোর পর দফায় দফায় সেগুলি মূর্তি থেকে খুলে নামিয়ে দেওয়া হয় । সেইসব ফুল ও বেলপাতা জমা করে রাখা হয় মন্দিরের গর্ভগৃহে । আজ সেই ফুল ও বেলপাতা সরানোর কাজ করছে নঈসুভা নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা । তবে এই ফুল বেলপাতা ফেলে না দিয়ে সেগুলি থেকে তৈরি করা হবে জৈব সার । সেই সার ব্যবহার করা হয় বিভিন্ন ফসল চাষের জমিতে ।"

তারাপীঠ, 16 সেপ্টেম্বর: অভিনব উদ্যোগ তারাপীঠ মন্দির কর্তৃপক্ষের ৷ আর ফেলে দেওয়া হচ্ছে না কৌশিকী অমাবস্যায় পুর্ণ্যার্থীদের তরফে মা তারাকে অর্পণ করা মালা ও পুষ্পার্ঘ্য । বরং ওইসব ফুল ও বেলপাতা থেকে তৈরি হচ্ছে জৈব সার ৷ তবে এবারে অর্পিত ফুল থেকে বেলপাতার পরিমাণ প্রায় 10 কুইন্টাল ৷

বিগত কয়েকদিন ধরে কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো । মন্দির কর্তৃপক্ষের দাবি, প্রায় আনুমানিক 5-6 লক্ষ ভক্তের সমাগম ঘটেছে এবার । যা আগের বছরের তুলনায় অনেক বেশি ৷ গত 14 সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর 4টে 31 মিনিটে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হতেই মা তারার মন্দির চত্বরে ছিল উপচে পড়া ভিড় । মধ্যরাতে একটু কম হলেও পরের দিন অর্থাৎ 15 সেপ্টেম্বর শুক্রবার সকাল 6টা 39মিনিট পর্যন্ত ফুল, বেলপাতা-সহ ডালি নিয়ে মাকে পুজো দেওয়ার পুর্ণ্যাথীদের লাইন ছিল লম্বা । মন্দির কমিটির তথ্য অনুযায়ী, অমাবস্যা চলাকালীন পুজো দেওয়া ফুল ও বেলপাতা জমা হয়েছে প্রায় 10 কুইন্টাল । এই 10 কুইন্টাল ফুল ও বেলপাতা থেকে তৈরি হবে জৈব সার ।

বীরভূমের মল্লারপুরে স্বেচ্ছাসেবী সংস্থা 'নঈসুভা' ইতিমধ্যে পুষ্পার্ঘ্য, মালা ও বেলপাতাগুলি সরানোর কাজ শুরু করেছে । সেগুলি নিয়ে যাওয়া হচ্ছে মল্লারপুরে গোয়ালা গ্রামে । সেখানেই আছে জৈব সার তৈরির কারখানা ৷ যেখানে তৈরি হবে জৈব সার । ওই জৈব সার পরে ব্যবহার করবেন এলাকার চাষিরা ।

স্বেচ্ছাসেবী সংস্থা 'নঈসুভা'র সম্পাদক সাধন সিংহ বলেন, "আমাদের সংস্থার সঙ্গে তারাপীঠ মন্দির কমিটির একটি চুক্তি আছে । সেই চুক্তি অনুযায়ী, মা তারাকে পুজো দেওয়া ফুল ও বেলপাতা যত্রতত্র না ফেলে আমরা সেগুলি দিয়ে জৈব সার তৈরি করি । নামমাত্র মূল্যে সেই জৈব সার এলাকার চাষিদের দেওয়া হয় ৷ যা তাঁরা চাষের কাজে ব্যবহার করেন । আমরা প্রতিদিন নিয়ম করে পুষ্পার্ঘ্য, মালা, বেলপাতা তারাপীঠ থেকে নিয়ে আসি । তবে কৌশিকী অমাবস্যা প্রচুর পরিমানে সেগুলি জমা হয়েছে ৷ প্রায় দশ কুইন্টাল তার পরিমান হবে । আমরা জমা ফুল বেলপাতা তোলার কাজ শুরু করেছি ।"

আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় মা তারাকে বিশেষ ভোগ, ভাত-মাছ ছাড়া আর কী নিবেদন!

জানা গিয়েছে, কৌশিকী অমাবস্যা তিথি শেষ হয়েছে ৷ এরপরেই দ্রুত সব পরিষ্কারের কাজ শুরু হয়ে গিয়েছে ৷ দমকল বাহিনীর গাড়ি থেকে জল দিয়ে মন্দির পরিষ্কার করা হচ্ছে ।

মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "কৌশিকী অমাবস্যা উপলক্ষে এই বছর ভোর থেকে রাত পর্যন্ত তারাপীঠ মন্দিরে এসেছেন প্রায় 5 -6 লক্ষ পুর্ণ্যার্থী । ভক্তরা পুজো দিতে মা তারাকে জবা ও শ্বেত পদ্মের মালা পড়ান । তাছাড়াও পুজোর ডালিতে ভরতি থাকে ফুল ও বেলপাতা । দেবী তারার অঙ্গে সেই মালা ও ফুল বেলপাতা উৎসর্গ করানোর পর দফায় দফায় সেগুলি মূর্তি থেকে খুলে নামিয়ে দেওয়া হয় । সেইসব ফুল ও বেলপাতা জমা করে রাখা হয় মন্দিরের গর্ভগৃহে । আজ সেই ফুল ও বেলপাতা সরানোর কাজ করছে নঈসুভা নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা । তবে এই ফুল বেলপাতা ফেলে না দিয়ে সেগুলি থেকে তৈরি করা হবে জৈব সার । সেই সার ব্যবহার করা হয় বিভিন্ন ফসল চাষের জমিতে ।"

Last Updated : Sep 16, 2023, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.