ETV Bharat / state

TMC wins Sainthia Municipality : ভোটের বাকি এখনও 18 দিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া পৌরসভা তৃণমূলের

author img

By

Published : Feb 9, 2022, 5:48 PM IST

Updated : Feb 9, 2022, 6:08 PM IST

অনুব্রত গড়ে ফের বাজিমাত তৃণমূলের ৷ ভোটের 18 দিন আগেই সাঁইথিয়া পৌরসভার দখলে এল শাসকদলের ৷ বেশিরভাগ ওয়ার্ডে প্রার্থী দিতেই পারল না বিরোধীরা (TMC wins Sainthia Municipality) ৷

Bengal Civic Polls 2022
সাঁইথিয়া পৌরসভা জিতে নিল তৃণমূল

সাঁইথিয়া, 9 ফেব্রুয়ারি : 27 ফেব্রুয়ারি রাজ্যের 108টি পৌরসভায় ভোট ৷ তার আগেই সাঁইথিয়া পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল ৷ এই পৌরসভার 16টি ওয়ার্ডের মধ্যে 13টি ওয়ার্ডে প্রার্থীই দিতে পারল না বিরোধীরা (Opposition fail to nominate candidate in Sainthia) ৷ শাসকদলের সন্ত্রাসের জন্যই প্রার্থী দিতে পারেনি বলে অভিযোগ বিরোধীদের ৷ যদিও, প্রার্থী পায়নি বলে পালটা কটাক্ষ তৃণমূলের ৷

108টি পৌরসভাতেই এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল । কিন্তু, সাঁইথিয়া পৌরসভার 16টি ওয়ার্ডের মধ্যে মাত্র 3টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বামফ্রন্ট ৷ বাকি 13টি ওয়ার্ডে বিরোধীরা প্রার্থীই দিতে পারেনি ৷ রাজ্যের মধ্যে প্রথম কোনও পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করল তৃণমূল ।

প্রসঙ্গত, গত পঞ্চায়েত ভোটেও বীরভূম জেলায় কোনও পঞ্চায়েতেই প্রার্থী দিতে পারেনি বিরোধীরা ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত গুলি দখল করেছিল তৃণমূল ৷ এবারও একাধিক সভামঞ্চ থেকে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে বলতে শোনা গিয়েছিল, ‘‘পঞ্চায়েতে ভোট না করিয়ে ভুল করেছি, এবার ভোট করাবই ।’’ এরপরেও একই ঘটনা ঘটায় সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা ৷

আরও পড়ুন : প্রতিটা পৌরসভায় খেলা হবে, ডে-নাইট খেলা হবে : অনুব্রত মণ্ডল

বিজেপির রাজ্য সভাপতি সন্ন্যাসী মণ্ডল বলেন, ‘‘বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়ে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেয়নি ৷ সন্ত্রাসের আবহ তৈরি করে রেখেছে তৃণমূল ।’’ পালটা তৃণমূল নেতা বিপ্লব দত্ত বলেন, ‘‘আমরা চেয়েছিলাম বিরোধীরা প্রার্থী দিক ৷ কিন্তু, ওরা নিজেরাই প্রার্থী পায়নি ৷ এতে আমরা কী করব ।’’

সাঁইথিয়া, 9 ফেব্রুয়ারি : 27 ফেব্রুয়ারি রাজ্যের 108টি পৌরসভায় ভোট ৷ তার আগেই সাঁইথিয়া পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল ৷ এই পৌরসভার 16টি ওয়ার্ডের মধ্যে 13টি ওয়ার্ডে প্রার্থীই দিতে পারল না বিরোধীরা (Opposition fail to nominate candidate in Sainthia) ৷ শাসকদলের সন্ত্রাসের জন্যই প্রার্থী দিতে পারেনি বলে অভিযোগ বিরোধীদের ৷ যদিও, প্রার্থী পায়নি বলে পালটা কটাক্ষ তৃণমূলের ৷

108টি পৌরসভাতেই এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল । কিন্তু, সাঁইথিয়া পৌরসভার 16টি ওয়ার্ডের মধ্যে মাত্র 3টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বামফ্রন্ট ৷ বাকি 13টি ওয়ার্ডে বিরোধীরা প্রার্থীই দিতে পারেনি ৷ রাজ্যের মধ্যে প্রথম কোনও পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করল তৃণমূল ।

প্রসঙ্গত, গত পঞ্চায়েত ভোটেও বীরভূম জেলায় কোনও পঞ্চায়েতেই প্রার্থী দিতে পারেনি বিরোধীরা ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত গুলি দখল করেছিল তৃণমূল ৷ এবারও একাধিক সভামঞ্চ থেকে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে বলতে শোনা গিয়েছিল, ‘‘পঞ্চায়েতে ভোট না করিয়ে ভুল করেছি, এবার ভোট করাবই ।’’ এরপরেও একই ঘটনা ঘটায় সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা ৷

আরও পড়ুন : প্রতিটা পৌরসভায় খেলা হবে, ডে-নাইট খেলা হবে : অনুব্রত মণ্ডল

বিজেপির রাজ্য সভাপতি সন্ন্যাসী মণ্ডল বলেন, ‘‘বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়ে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেয়নি ৷ সন্ত্রাসের আবহ তৈরি করে রেখেছে তৃণমূল ।’’ পালটা তৃণমূল নেতা বিপ্লব দত্ত বলেন, ‘‘আমরা চেয়েছিলাম বিরোধীরা প্রার্থী দিক ৷ কিন্তু, ওরা নিজেরাই প্রার্থী পায়নি ৷ এতে আমরা কী করব ।’’

Last Updated : Feb 9, 2022, 6:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.