লাভপুর (বীরভূম), ৪ মে : রেশন দুর্নীতি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল লাভপুরের আয়ব শেখের ৷ বর্তমানে তাঁর পরিবার প্রাপ্য রেশন সামগ্রী পাচ্ছেন না বলে অভিযোগ ৷ আট সদস্যের এই পরিবার পর্যাপ্ত রেশন সামগ্রী পাচ্ছে না । যা নিয়ে ক্ষুব্ধ নিহতের পরিজন ।
2006 সালে বন্যার সময় সঠিক ভাবে রেশন সামগ্রী পাওয়া যাচ্ছিল না ৷ সেই সময় সংশ্লিষ্ট BDO অফিসে প্রতিবাদ করতে গিয়েছিলেন লাভপুরের থিবা গ্রাম পঞ্চায়েতের কাজি পাড়ার বাসিন্দারা । বিক্ষোভ বাড়তে থাকায় গুলি চালায় পুলিশ ।
অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয় আয়ব শেখ নামে এক গ্রামবাসীর ৷ রেশন দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে মৃত ব্যক্তির পরিজন আজও সঠিক ভাবে রেশন সামগ্রী পাচ্ছেন না বলে অভিযোগ । আট সদস্যের পরিবার ৷ লকডাউনে কর্মহীন তাঁরা ৷ 100 দিনের কাজও বন্ধ ৷ তাই চরম সংকটে রয়েছে মৃত আয়ব শেখের পরিবার । যেখানে পাঁচ কেজি করে মাথা পিছু চাল পাওয়ার কথা, সেখানে মাথা পিছু মাত্র 500 গ্রাম করে চাল পাচ্ছেন তাঁরা । এক প্রকার অনাহারে দিন কাটাচ্ছে লাভপুরের এই পরিবার ৷
নিহতের স্ত্রী জুনেফা বিবি বলেন , "সে চলে গিয়েছে । 14 বছর হল পুলিশের গুলিতে প্রাণ গেছে । রেশন নিয়ে ঝামেলা হয়েছিল । আমরা ঠিক মতো রেশন পাই না । খাবারের খুব অভাব ।"