ETV Bharat / state

রামপুরহাটে জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেপ্তার

জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেপ্তার এক ব্যক্তি। বীরভূমের পাইকর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেপ্তার
জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেপ্তার
author img

By

Published : Dec 11, 2020, 1:51 PM IST

Updated : Dec 11, 2020, 2:15 PM IST

রামপুরহাট, 11 ডিসেম্বর : ফের জামাতুল মুজাহিদিন বাংলাদেশ(জেএমবি) সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে এক জঙ্গিকে গ্রেপ্তার করল এসটিএফ ও বীরভূমের মুরারই থানার পুলিশ। ধৃতের নাম নাজিবুল্লাহ। খবর পেয়ে গতকাল গভীর রাতে এসটিএফ ও পাইকর থানার পুলিশের একটি দল যৌথভাবে তল্লাশি চালায় পাইকর থানার কাশিমনগর এলাকায়। সেখান থেকেই নাজিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে ।

এসটিএফ সূত্রে খবর, ওই ব্যক্তি সোশাল মিডিয়ার মাধ্যমে জঙ্গি সংগঠনের কাজে যুক্ত ছিল । বিভিন্ন এলাকার যুবক-যুবতিদের প্ররোচনা দিচ্ছিল । এলাকায় নিজের একটি ছাপাখানা রয়েছে বলে জানায় সে।

পরে তল্লাশি চালানো হয় তার বাড়ি এবং ছাপাখানায় । সেখানে বিস্ফোরক জাতীয় কিছু না মিললেও, ছাপাখানা থেকে কিছু আপত্তিকর বই ও ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার হয়েছে । আজ ধৃতকে আদালতে তোলা হবে।

রামপুরহাট, 11 ডিসেম্বর : ফের জামাতুল মুজাহিদিন বাংলাদেশ(জেএমবি) সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে এক জঙ্গিকে গ্রেপ্তার করল এসটিএফ ও বীরভূমের মুরারই থানার পুলিশ। ধৃতের নাম নাজিবুল্লাহ। খবর পেয়ে গতকাল গভীর রাতে এসটিএফ ও পাইকর থানার পুলিশের একটি দল যৌথভাবে তল্লাশি চালায় পাইকর থানার কাশিমনগর এলাকায়। সেখান থেকেই নাজিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে ।

এসটিএফ সূত্রে খবর, ওই ব্যক্তি সোশাল মিডিয়ার মাধ্যমে জঙ্গি সংগঠনের কাজে যুক্ত ছিল । বিভিন্ন এলাকার যুবক-যুবতিদের প্ররোচনা দিচ্ছিল । এলাকায় নিজের একটি ছাপাখানা রয়েছে বলে জানায় সে।

পরে তল্লাশি চালানো হয় তার বাড়ি এবং ছাপাখানায় । সেখানে বিস্ফোরক জাতীয় কিছু না মিললেও, ছাপাখানা থেকে কিছু আপত্তিকর বই ও ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার হয়েছে । আজ ধৃতকে আদালতে তোলা হবে।

Last Updated : Dec 11, 2020, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.