ETV Bharat / state

মাস্ক না পরার প্রতিবাদ করে আক্রান্ত বৃদ্ধ - মাস্ক না পরার প্রতিবাদ করায় সিউড়িতে ইট দিয়ে মাথায় আঘাত বৃদ্ধের

মাস্ক না পরার প্রতিবাদ করায় বৃদ্ধের উপর চড়াও ব্যক্তি ৷ ইট দিয়ে আঘাত করা হয় তাঁর মাথায় ৷ সিউড়ির ঘটনা ৷

Old Man attacked
আক্রান্ত বৃদ্ধ
author img

By

Published : Jul 25, 2020, 5:24 PM IST

সিউড়ি, 25 জুলাই : মাস্ক না পরার প্রতিবাদ করায় ইট দিয়ে বৃদ্ধের মাথায় আঘাত করল এক ব্যক্তি ৷ আক্রান্ত ওই বৃদ্ধের নাম নির্মল সিংহ ৷ তাঁর বয়স 73 ৷ তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ৷ সিউড়ি স্টেশন মোড় এলাকার ঘটনা ৷ এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে ৷

সিউড়ির রামকৃষ্ণ পল্লির বাসিন্দা নির্মল সিংহ ৷ প্রতিদিনই মর্নিংওয়াক করতে বের হন তিনি ৷ তারপর দুধ নিয়ে বাড়ি ফেরেন ৷ সেইসময় লক্ষ্য করেন, দু'জন মধ্যবয়স্ক ব্যক্তি দাঁড়িয়ে কথা বলছেন ৷ কিন্তু, কারও মুখেই মাস্ক নেই ৷ তাই জানতে চান, মাস্ক কোথায় ?

আক্রান্ত বৃদ্ধ জানান, মাস্কের কথা জিজ্ঞাসা করতেই একজন সেখান থেকে চলে যান ৷ কিন্তু, অপরজন সেখানেই দাঁড়িয়ে থাকেন ৷ তারপর ফের তাকে মাস্কের কথা জিজ্ঞাসা করলে গালিগালাজ করতে শুরু করেন বলে অভিযোগ করেন বৃদ্ধ নির্মল সিংহ ৷ পালটা ওই ব্যক্তিকে ধমক দেন নির্মলবাবু ৷ আর তখনই পায়ের কাছ থেকে একটি ইট দিয়ে ওই ব্যক্তি নির্মলবাবুর মাথায় আঘাত করেন ৷ মাথা কেটে যায় নির্মলবাবুর ৷ সেইসময় টাল সামলাতে না পেরে সেখানেই পড়ে যান তিনি ৷

স্থানীয় বাসিন্দারা পরে নির্মলবাবুকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যায় ৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে ৷ ঘটনায় সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন নির্মল বাবু ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে ৷

সিউড়ি, 25 জুলাই : মাস্ক না পরার প্রতিবাদ করায় ইট দিয়ে বৃদ্ধের মাথায় আঘাত করল এক ব্যক্তি ৷ আক্রান্ত ওই বৃদ্ধের নাম নির্মল সিংহ ৷ তাঁর বয়স 73 ৷ তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ৷ সিউড়ি স্টেশন মোড় এলাকার ঘটনা ৷ এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে ৷

সিউড়ির রামকৃষ্ণ পল্লির বাসিন্দা নির্মল সিংহ ৷ প্রতিদিনই মর্নিংওয়াক করতে বের হন তিনি ৷ তারপর দুধ নিয়ে বাড়ি ফেরেন ৷ সেইসময় লক্ষ্য করেন, দু'জন মধ্যবয়স্ক ব্যক্তি দাঁড়িয়ে কথা বলছেন ৷ কিন্তু, কারও মুখেই মাস্ক নেই ৷ তাই জানতে চান, মাস্ক কোথায় ?

আক্রান্ত বৃদ্ধ জানান, মাস্কের কথা জিজ্ঞাসা করতেই একজন সেখান থেকে চলে যান ৷ কিন্তু, অপরজন সেখানেই দাঁড়িয়ে থাকেন ৷ তারপর ফের তাকে মাস্কের কথা জিজ্ঞাসা করলে গালিগালাজ করতে শুরু করেন বলে অভিযোগ করেন বৃদ্ধ নির্মল সিংহ ৷ পালটা ওই ব্যক্তিকে ধমক দেন নির্মলবাবু ৷ আর তখনই পায়ের কাছ থেকে একটি ইট দিয়ে ওই ব্যক্তি নির্মলবাবুর মাথায় আঘাত করেন ৷ মাথা কেটে যায় নির্মলবাবুর ৷ সেইসময় টাল সামলাতে না পেরে সেখানেই পড়ে যান তিনি ৷

স্থানীয় বাসিন্দারা পরে নির্মলবাবুকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যায় ৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে ৷ ঘটনায় সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন নির্মল বাবু ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.