বোলপুর, 24 মে : বীরভূম থেকে এবার অন্য জেলায় যাওয়া যাবে । তার জন্য নিতে হবে না কোনও অনুমতি । এমনই নোটিস দেখা গেল বীরভূমের বোলপুর থানায় । এর আগে এক জেলা থেকে অন্য জেলায় যেতে গেলে পুলিশের কাছে উপযুক্ত কারণ দেখিয়ে অনুমতি নিতে হচ্ছিল ।
কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে । এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল এতদিন পর্যন্ত । তবে জরুরি কারণে যাওয়ার জন্য ছাড়পত্র মিলছিল পুলিশের তরফে । তার জন্য অবশ্য উপযুক্ত কারণ দেখিয়ে পুলিশ, প্রশাসনের কাছে আবেদন করতে হত । আবেদনের গুরুত্ব বিবেচনা করে তবেই ছাড়পত্র দেওয়া হত ।
তবে এবার এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবেন সকলে । তার জন্য আর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই । নবান্ন থেকে এমন নির্দেশ আসতেই বীরভূম জেলার বোলপুর থানায় সেই নোটিস জারি করা হয় । নোটিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, " পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে যে কোনও ব্যক্তি এক জেলা থেকে অন্য জেলায় বিনা অনুমতিতে যাতায়াত করতে পারবেন ।" লকডাউনের জেরে অনেকেই বহু সমস্যায় ছিলেন । যাতায়াত করতে না পেরে সমস্যায় পড়তে হচ্ছিল অনেককেই । এবার সহজেই যাতায়াত করতে পারবেন তাঁরা । এই নির্দেশিকা আসার পর স্বাভাবিকভাবেই খুশি আটকে পড়া মানুষজন।