ETV Bharat / state

TMC Candidate Arrested: বীরভূমে এনআইএ-এর হাতে গ্রেফতার তৃণমূল প্রার্থী - এনআইএর হাতে ধৃত তৃণমূল প্রার্থী

সোমবার নলহাটির 1 নম্বর ব্লকের বানিওর গ্রাম পঞ্চায়েতের 21 নম্বর আসনের তৃণমূল প্রার্থী মনোজকুমার ঘোষকে গ্রেফতার করেছে এনআইএ ৷ অবৈধভাবে বিস্ফোরক মজুত রাখার অভিযোগ আছে ধৃতের বিরুদ্ধে ৷

ETV Bharat
ধৃত তৃণমূল নেতা
author img

By

Published : Jul 10, 2023, 10:17 PM IST

Updated : Jul 10, 2023, 10:32 PM IST

নলহাটি, 10 জুলাই: গত 28 জুন বীরভূমের নলহাটির 1 নম্বর ব্লকের বানিওর গ্রাম পঞ্চায়েতের 21 নম্বর আসনের তৃণমূল প্রার্থী মনোজকুমার ঘোষের বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ । তারপর থেকে পলাতক ছিলেন মনোজ ঘোষ । সোমবার নলহাটি থানায় ডেকে এনে বীরভূমের ওই পাথর ব্যবসায়ীর তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে গ্রেফতার করে এনআইএ । অবৈধভাবে বিস্ফোরক মজুত রাখার অভিযোগে এই তৃণমূল প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে

জানা গিয়েছে, সোমবার দুপুরে প্রথমে নলহাটি থানায় পৌঁছন এনআইএ-এর আধিকারিকরা । সেখানে অভিযুক্ত মনোজকুমার ঘোষ ছাড়াও বেশ কয়েকজন পাথর ব্যবসায়ীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় । এরপরই মনোজকে গ্রেফতার করে এনআইএ ৷ তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলা 11টার সময় নলহাটি থানার পুলিশই তাঁকে ডেকে পাঠায় । সেই মতো মনোজ ঘোষ উপস্থিত হন নলহাটি থানায় । সেখানেই তাঁকে গ্রেফতার করার জন্য অপেক্ষা করছিলেন এনআইএ-এর কয়েকজন আধিকারিক ।

নলহাটি 1 নম্বর ব্লকের বানিওর গ্রাম পঞ্চায়েতের ২১ নম্বর আসনে এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মনোজ । গত 28 জুন গোপন সূত্রে খবর পেয়ে, তার বাড়িতে হাজির হয় এনআইএ-র দল । বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিসিটিভি-র ডিভিআর, একটি খালি ম্যাগজিন-সহ দেশি পিস্তল, চারটি কার্তুজ, 130টি জিলটিন স্টিক যেগুলির ওজন 16 কেজির বেশি ও 50 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেন তদন্তকারীরা । তারপর থেকে অভিযুক্ত মনোজকুমার ঘোষ পলাতক ছিলেন ।

আরও পড়ুন: '...এমনটা হতো না', পুত্রশোক বুকে চেপে পুনরায় ভোটাধিকার প্রয়োগ মৃত তৃণমূল কর্মীর মায়ের

শনিবার ছিল রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ সোমবার রাজ্যে 600 এর বেশি বুথে হয়েছে পুনর্নির্বাচন ৷ মঙ্গলবার ফলপ্রকাশ ৷ তার আগের দিনই জাতীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হলেন তৃণমূল প্রার্থী ৷

নলহাটি, 10 জুলাই: গত 28 জুন বীরভূমের নলহাটির 1 নম্বর ব্লকের বানিওর গ্রাম পঞ্চায়েতের 21 নম্বর আসনের তৃণমূল প্রার্থী মনোজকুমার ঘোষের বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ । তারপর থেকে পলাতক ছিলেন মনোজ ঘোষ । সোমবার নলহাটি থানায় ডেকে এনে বীরভূমের ওই পাথর ব্যবসায়ীর তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে গ্রেফতার করে এনআইএ । অবৈধভাবে বিস্ফোরক মজুত রাখার অভিযোগে এই তৃণমূল প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে

জানা গিয়েছে, সোমবার দুপুরে প্রথমে নলহাটি থানায় পৌঁছন এনআইএ-এর আধিকারিকরা । সেখানে অভিযুক্ত মনোজকুমার ঘোষ ছাড়াও বেশ কয়েকজন পাথর ব্যবসায়ীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় । এরপরই মনোজকে গ্রেফতার করে এনআইএ ৷ তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলা 11টার সময় নলহাটি থানার পুলিশই তাঁকে ডেকে পাঠায় । সেই মতো মনোজ ঘোষ উপস্থিত হন নলহাটি থানায় । সেখানেই তাঁকে গ্রেফতার করার জন্য অপেক্ষা করছিলেন এনআইএ-এর কয়েকজন আধিকারিক ।

নলহাটি 1 নম্বর ব্লকের বানিওর গ্রাম পঞ্চায়েতের ২১ নম্বর আসনে এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মনোজ । গত 28 জুন গোপন সূত্রে খবর পেয়ে, তার বাড়িতে হাজির হয় এনআইএ-র দল । বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিসিটিভি-র ডিভিআর, একটি খালি ম্যাগজিন-সহ দেশি পিস্তল, চারটি কার্তুজ, 130টি জিলটিন স্টিক যেগুলির ওজন 16 কেজির বেশি ও 50 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেন তদন্তকারীরা । তারপর থেকে অভিযুক্ত মনোজকুমার ঘোষ পলাতক ছিলেন ।

আরও পড়ুন: '...এমনটা হতো না', পুত্রশোক বুকে চেপে পুনরায় ভোটাধিকার প্রয়োগ মৃত তৃণমূল কর্মীর মায়ের

শনিবার ছিল রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ সোমবার রাজ্যে 600 এর বেশি বুথে হয়েছে পুনর্নির্বাচন ৷ মঙ্গলবার ফলপ্রকাশ ৷ তার আগের দিনই জাতীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হলেন তৃণমূল প্রার্থী ৷

Last Updated : Jul 10, 2023, 10:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.