ETV Bharat / state

Newborn Missing from Hospital: রামপুরহাট মেডিক্যাল হাসপাতাল থেকে উধাও সদ্যজাত - রামপুরহাট মেডিক্যাল হাসপাতাল

সকাল সকাল হাসপাতাল থেকে উধাও সদ্যোজাত (Newborn Missing from Hospital) ৷ ঘটনাটি ঘটেছে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে (Rampurhat Government Medical College and hospital) ৷ কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

ETV Bharat
রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
author img

By

Published : Dec 21, 2022, 8:19 PM IST

রামপুরহাট মেডিক্যাল হাসপাতাল থেকে উধাও সদ্যজাত

রামপুরহাট 21 ডিসেম্বর: রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ সদ্যোজাত শিশুপুত্র (Newborn Missing) ৷ নিখোঁজ সদ্যোজাতের পরিবারের অভিযোগ, বুধবার সকালে গাইনি ওয়ার্ড থেকে মা লক্ষ্মী খাতুনের কাছে দেওয়া হয় বাচ্চাকে ৷ অভিযোগ, তাঁর কোল থেকে শিশুপুত্রকে তুলে নিয়ে যায় অজ্ঞাত পরিচয় এক মহিলা।

জানা গিয়েছে, লক্ষ্মীর বাড়ি মুরারই থানার বাহাদুরপুর গ্রামে ৷ তিনি 19 ডিসেম্বর রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে (Rampurhat Government Medical College and Hospital) সন্তান প্রসব করেন । বুধবার সকালে এক অপরিচিত মহিলা ওই প্রসূতির কাছ থেকে সদ্যোজাতকে নিয়ে যায় ৷ বলে প্রসূতির মা'কে দেখাতে নিয়ে যাচ্ছে । এরপর ওই মহিলাকে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা পায় না বলে অভিযোগ ৷ এরপরেই হাসপাতাল অনান্য কর্মীদের তাঁরা বিষয়টা জানান ।

এই ঘটনার খবর জানাজানি হতেই হাসপাতালের তরফে সাতজনের একটি কমিটি গঠন করা হয়েছে ৷ তারা তদন্ত শুরু করেছে । এত বড় হাসপাতাল থেকে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কীভাবে একজন মহিলা প্রসূতি বিভাগে ঢুকে পড়ল এবং শিশু চুরি করে নিয়ে গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন ।

আরও পড়ুন: মুর্শিদাবাদ মেডিক্যালে সদ্যজাত বদলের অভিযোগ

প্রসূতির মা রোশেনা বিবি বলেন, "আমি মেয়ের জন্য নীচে চা ও বিস্কুট কিনতে গিয়েছিলাম ৷ এসে দেখি বাচ্চা নেই ৷ আমি জিজ্ঞেস করায় মেয়ে জানায় এক মহিলা এসে সদ্যোজাতকে নিয়ে গিয়েছে ৷ আমরা চিনি না ওই মহিলাকে ৷" রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি (MSVP) পলাশ দাস বলেন, "কমিটি গঠন করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷ রিপোর্ট পেলেই আসল তথ্য উঠে আসবে ৷" রামপুরহাটের এসডিপিও (SDPO) ধীমান মিত্র বলেন, "আমরা তদন্ত করছি ৷ সিসিটিভি ফুটেজ পেয়েছি ৷ তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

রামপুরহাট মেডিক্যাল হাসপাতাল থেকে উধাও সদ্যজাত

রামপুরহাট 21 ডিসেম্বর: রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ সদ্যোজাত শিশুপুত্র (Newborn Missing) ৷ নিখোঁজ সদ্যোজাতের পরিবারের অভিযোগ, বুধবার সকালে গাইনি ওয়ার্ড থেকে মা লক্ষ্মী খাতুনের কাছে দেওয়া হয় বাচ্চাকে ৷ অভিযোগ, তাঁর কোল থেকে শিশুপুত্রকে তুলে নিয়ে যায় অজ্ঞাত পরিচয় এক মহিলা।

জানা গিয়েছে, লক্ষ্মীর বাড়ি মুরারই থানার বাহাদুরপুর গ্রামে ৷ তিনি 19 ডিসেম্বর রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে (Rampurhat Government Medical College and Hospital) সন্তান প্রসব করেন । বুধবার সকালে এক অপরিচিত মহিলা ওই প্রসূতির কাছ থেকে সদ্যোজাতকে নিয়ে যায় ৷ বলে প্রসূতির মা'কে দেখাতে নিয়ে যাচ্ছে । এরপর ওই মহিলাকে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা পায় না বলে অভিযোগ ৷ এরপরেই হাসপাতাল অনান্য কর্মীদের তাঁরা বিষয়টা জানান ।

এই ঘটনার খবর জানাজানি হতেই হাসপাতালের তরফে সাতজনের একটি কমিটি গঠন করা হয়েছে ৷ তারা তদন্ত শুরু করেছে । এত বড় হাসপাতাল থেকে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কীভাবে একজন মহিলা প্রসূতি বিভাগে ঢুকে পড়ল এবং শিশু চুরি করে নিয়ে গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন ।

আরও পড়ুন: মুর্শিদাবাদ মেডিক্যালে সদ্যজাত বদলের অভিযোগ

প্রসূতির মা রোশেনা বিবি বলেন, "আমি মেয়ের জন্য নীচে চা ও বিস্কুট কিনতে গিয়েছিলাম ৷ এসে দেখি বাচ্চা নেই ৷ আমি জিজ্ঞেস করায় মেয়ে জানায় এক মহিলা এসে সদ্যোজাতকে নিয়ে গিয়েছে ৷ আমরা চিনি না ওই মহিলাকে ৷" রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি (MSVP) পলাশ দাস বলেন, "কমিটি গঠন করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷ রিপোর্ট পেলেই আসল তথ্য উঠে আসবে ৷" রামপুরহাটের এসডিপিও (SDPO) ধীমান মিত্র বলেন, "আমরা তদন্ত করছি ৷ সিসিটিভি ফুটেজ পেয়েছি ৷ তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.