ETV Bharat / state

লাভপুরে তিনভাই খুনে মুকুল রায়ের জামিন

লাভপুরে তিন ভাইকে খুনের মামলায় জামিন পেলেন বিজেপি নেতা মুকুল রায় ৷ তাঁকে 50 হাজার টাকার বন্ডে জামিন দেয় বোলপুর মহকুমা আদালত ৷

mukul roy gets bail in lavpur murder case
লাভপুরে তিনভাই খুনে মুকুল রায়েক জামিন
author img

By

Published : Mar 22, 2021, 5:06 PM IST

Updated : Mar 23, 2021, 10:14 AM IST

বোলপুর, 22 মার্চ: লাভপুরে সিপিআইএম পরিবারের 3 ভাইকে খুনের অভিযোগে বোলপুর মহকুমা আদালত থেকে জামিন পেলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় । 50 হাজার টাকা বন্ডে জামিন পান তিনি ।

দলবদলের পর লাভপুরে খুনের ঘটনায় নতুন করে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছিল পুলিশ । সেই চার্জশিটে নাম ছিল মনিরুল ইসলাম ও মুকুল রায়ের । সেই মামলায় এদিন বোলপুর আদালতে জামিন পেলেন মুকুল রায় । বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তিনি, তাই মামলা প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি মুকুল । বালিঘাটের দখলদারির দ্বন্দ্ব মেটাতে 2010 সালের 4 জুন লাভপুরের নবগ্রামে নিজের বাড়ির উঠানে সালিশি সভা ডেকেছিলেন মনিরুল ইসলাম । তখন তিনি ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন । সেই সালিশি সভায় বচসার জেরে পিটিয়ে মারার অভিযোগ ওঠে কটুন শেখ, ধানু শেখ ও তরুক শেখকে । মনিরুল ইসলাম-সহ 52 জনের নামে লাভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় । ঘটনার পরেই তৃণমূলে যোগ দেন তিনি । পরে লাভপুর বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন ।

2011 সালে একটি জনসভা থেকে "তিনজনকে মেরে দিয়েছি" বলে বিতর্কে জড়িয়েছিলেন মনিরুল । 2015 সালে এই মামলায় পুলিশ বোলপুর আদালতে 30 জনের নামে চার্জশিট জমা দেয় । সেই চার্জশিটে নাম বাদ যায় মনিরুলের । পরে নিহতের পরিবার তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় । 2020 সালের 4 সেপ্টেম্বর ঘটনার তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট ৷ এরপরই তৃণমূল ছেড়ে দিল্লিতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের মাধ্যমে বিজেপিতে যোগ দেন মনিরুল । হাইকোর্টের নির্দেশ মতো ফের তদন্ত শুরু করে পুলিশ ।

বোলপুর আদালতে মুকুল

2020 সালের 4 ডিসেম্বর বোলপুর আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় পুলিশ । সেই চার্জশিটে নাম থাকে মনিরুল ইসলাম ও মুকুল রায়ের । 2010 সালে ঘটনার সময় তৃণমূলের অন্যতম নেতা ছিলেন মুকুল রায় । প্ররোচনা দেওয়ার অভিযোগে চার্জশিটে নাম থাকে মুকুল রায়ের । তাই হাইকোর্ট থেকে আগাম জামিনের আবেদন করেছিলেন বিজেপি নেতা তথা বিধানসভার প্রার্থী মুকুল রায় । এদিন বোলপুর আদালতের এসিজেএম অয়নকুমার বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের জামিন মঞ্জুর করেন । তবে আদালত থেকে বেরিয়ে কোনও মন্তব্য করতে চাননি মুকুল রায়। তিনি শুধু বলেন, "26 এপ্রিল পর্যন্ত আমি কোনও মন্তব্য করতে পারব না মামলা সংক্রান্ত বিষয়ে।" মুকুল রায়ের আইনজীবী দিলীপ ঘোষ বলেছেন, "লাভপুরে তিন ভাইকে খুনে সাপ্লিমেন্টারি চার্জশিটে মুকুল রায়ের নাম আছে। তাই ওই মামলা থেকে এদিন জামিন নিলেন তিনি ।"

বোলপুর, 22 মার্চ: লাভপুরে সিপিআইএম পরিবারের 3 ভাইকে খুনের অভিযোগে বোলপুর মহকুমা আদালত থেকে জামিন পেলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় । 50 হাজার টাকা বন্ডে জামিন পান তিনি ।

দলবদলের পর লাভপুরে খুনের ঘটনায় নতুন করে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছিল পুলিশ । সেই চার্জশিটে নাম ছিল মনিরুল ইসলাম ও মুকুল রায়ের । সেই মামলায় এদিন বোলপুর আদালতে জামিন পেলেন মুকুল রায় । বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তিনি, তাই মামলা প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি মুকুল । বালিঘাটের দখলদারির দ্বন্দ্ব মেটাতে 2010 সালের 4 জুন লাভপুরের নবগ্রামে নিজের বাড়ির উঠানে সালিশি সভা ডেকেছিলেন মনিরুল ইসলাম । তখন তিনি ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন । সেই সালিশি সভায় বচসার জেরে পিটিয়ে মারার অভিযোগ ওঠে কটুন শেখ, ধানু শেখ ও তরুক শেখকে । মনিরুল ইসলাম-সহ 52 জনের নামে লাভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় । ঘটনার পরেই তৃণমূলে যোগ দেন তিনি । পরে লাভপুর বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন ।

2011 সালে একটি জনসভা থেকে "তিনজনকে মেরে দিয়েছি" বলে বিতর্কে জড়িয়েছিলেন মনিরুল । 2015 সালে এই মামলায় পুলিশ বোলপুর আদালতে 30 জনের নামে চার্জশিট জমা দেয় । সেই চার্জশিটে নাম বাদ যায় মনিরুলের । পরে নিহতের পরিবার তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় । 2020 সালের 4 সেপ্টেম্বর ঘটনার তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট ৷ এরপরই তৃণমূল ছেড়ে দিল্লিতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের মাধ্যমে বিজেপিতে যোগ দেন মনিরুল । হাইকোর্টের নির্দেশ মতো ফের তদন্ত শুরু করে পুলিশ ।

বোলপুর আদালতে মুকুল

2020 সালের 4 ডিসেম্বর বোলপুর আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় পুলিশ । সেই চার্জশিটে নাম থাকে মনিরুল ইসলাম ও মুকুল রায়ের । 2010 সালে ঘটনার সময় তৃণমূলের অন্যতম নেতা ছিলেন মুকুল রায় । প্ররোচনা দেওয়ার অভিযোগে চার্জশিটে নাম থাকে মুকুল রায়ের । তাই হাইকোর্ট থেকে আগাম জামিনের আবেদন করেছিলেন বিজেপি নেতা তথা বিধানসভার প্রার্থী মুকুল রায় । এদিন বোলপুর আদালতের এসিজেএম অয়নকুমার বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের জামিন মঞ্জুর করেন । তবে আদালত থেকে বেরিয়ে কোনও মন্তব্য করতে চাননি মুকুল রায়। তিনি শুধু বলেন, "26 এপ্রিল পর্যন্ত আমি কোনও মন্তব্য করতে পারব না মামলা সংক্রান্ত বিষয়ে।" মুকুল রায়ের আইনজীবী দিলীপ ঘোষ বলেছেন, "লাভপুরে তিন ভাইকে খুনে সাপ্লিমেন্টারি চার্জশিটে মুকুল রায়ের নাম আছে। তাই ওই মামলা থেকে এদিন জামিন নিলেন তিনি ।"

Last Updated : Mar 23, 2021, 10:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.