রামপুরহাট, 27 এপ্রিল : নাম না-করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করলেন BJP নেতা মুকুল রায় । বীরভূমের BJP প্রার্থী দুধকুমার মণ্ডলের সমর্থনে প্রচারে রামপুরহাটে আসেন মুকুল রায়। নাম না-করে অনুব্রত মণ্ডলের উদ্দেশে তিনি বলেন, "পাশ থেকে পুলিশ সরে গেলেই বাঘ থেকে ইঁদুর হয়ে যাবেন অনেকে। পুলিশ সরে গেলেই এদের দাপট কমে যাবে ।"
দিনদুয়েক আগেই সিউড়ির জনসভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে বাঘের মত ভোট করানোর নির্দেশ দেন । এই ঘটনার প্রেক্ষিতে BJP কমিশনে অভিযোগও দায়ের করে । মুকুল রায় জবাব দিয়ে বলেন, "পাশ থেকে পুলিশ সরলেই বোঝা যাবে কে কত বড় বাঘ ?"
আজ রামপুরহাটে BJP প্রার্থী দুধকুমার মণ্ডলের সমর্থনে একটি রোড-শো করে BJP । রোড-শোয়ের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, "এবারের লোকসভা ভোটে বোলপুর ও বীরভূম দুটি লোকসভা কেন্দ্রে BJP বিপুল ভোটে জয়লাভ করবে । আর এতেই আতঙ্কিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুচররা । সেই কারণে, তারা সন্ত্রাস চালিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। বীরভূমে এবার সুনামি হবে। আর তাতে তৃণমূলের গড় ধ্বংস হবে ।"