ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে সাংসদ শতাব্দী রায় - দিদির দূত

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে সিউড়ির নগরী গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ শতাব্দী রায় ৷ না পাওয়ার ঝুলি খুলে সাংসদের সামনে উজাড় করে দিলেন তাঁরা ৷ বদলে মিলল প্রতিশ্রুতি ৷

ETV BHARAT
Panchayat Elections 2023
author img

By

Published : Jun 25, 2023, 10:50 PM IST

নির্বাচনের প্রচারে বিক্ষোভের মুখে সাংসদ শতাব্দী রায়

সিউড়ি, 25 জুন: 'দিদির দূত' কর্মসূচির অভিজ্ঞতা এবার পঞ্চায়েত নির্বাচনেও ৷ প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ৷ সিউড়ির নগরী গ্রাম পঞ্চায়েতের বড়গ্রামে রবিবার প্রচারে গিয়েছিলেন অভিনেত্রী-সাংসদ ৷ সেই সময় তাঁকে ঘিরে ধরেন স্থানীয়রা ৷ আবাস যোজনায় বাড়ি না পাওয়া, ত্রিপল দুর্নীতি, নিকাশি ব্যবস্থার বেহাল দশা তুলে ধরেন বাসিন্দারা ৷ বেশ কিছুক্ষণ বিক্ষোভও দেখান তাঁরা ৷ তবে, প্রথা মেনে নির্বাচনের পর বিষয়গুলি দেখার আশ্বাস দিয়েছেন সাংসদ শতাব্দী রায় ৷

তৃণমূল কংগ্রেসের 'দিদির দূত' কর্মসূচিতে গিয়ে একাধিক জায়গায় সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েতে হয়েছিল বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে ৷ সরকারি বিভিন্ন পরিষেবা না মেলার অভিযোগে সাংসদকে ঘিরে বিক্ষোভও দেখিয়ে ছিলেন গ্রামবাসীরা ৷ এবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বেরিয়ে ফের গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হল তাঁকে ৷ এ দিন সিউড়ি 1 ব্লকের নগরী গ্রাম পঞ্চায়েতের বড়গ্রামে প্রচারে গিয়েছিলেন তিনি ৷ সেই সময় গ্রামবাসীরা তাঁর গাড়ি ঘিরে ধরেন ৷

তা দেখে গাড়ি থেকে নেমেও আসেন সাংসদ ৷ কথা বলেন সকলের সঙ্গে ৷ গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূলের সক্রিয় কর্মীরা একবারের বেশি আবাস যোজনার বাড়ির টাকা পেয়েছে ৷ কিন্তু, প্রকৃত দাবিদার যাঁরা, তাঁরা কেউ আবাস যোজনার বাড়ি পায়নি বলে অভিযোগ উঠেছে ৷ এছাড়া, এর আগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রিপল না পাওয়া ও নিকাশির কাজ না হওয়ার অভিযোগ সাংসদের সামনে তুলে ধরেন স্থানীয়রা ৷ বেশ কিছুক্ষণ বিক্ষোভের পর শতাব্দী রায় আশ্বাস দেন পঞ্চায়েত নির্বাচনের পর গ্রামবাসীদের এই অভাব অভিযোগগুলি গুরুত্ব দিয়ে দেখা হবে ৷

আরও পড়ুন: নির্বাচনী প্রচারে তিনদিনের উত্তরবঙ্গ সফরে মমতা

কিন্তু, প্রত্যেক ভোটেই এই মানুষগুলির অভিযোগের প্রেক্ষিতে এই আশ্বাসটুকুই জোটে ৷ তারপর ভোটে জিতে ক্ষমতায় এলে, ফের যেই কে সেই ৷ সমস্যার কোনও সুরাহা হয় না ৷ দেখতে দেখতে আবারও একটা ভোট চলে আসবে ৷ তবে, এই পঞ্চায়েত ব্যবস্থা ও নির্বাচন শুধুমাত্র গ্রামীণ বাংলার মানুষগুলোর জন্য ৷ শুধুমাত্র তাঁদের সুবিধা-অসুবিধা গুলির সমাধান করার জন্য ৷ কিন্তু, সেখানেও থাকে শুধুই প্রতিশ্রুতি ৷

আরও পড়ুন: কাঁথিতে শতাধিক বোমা-সহ গ্রেফতার 2, নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল ?

তবে, রবিবারে বিক্ষোভ প্রসঙ্গে সাংসদ শতাব্দী রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বিক্ষোভ সাংবাদিকদের বানানো শব্দ ৷ কেউ দাবি জানালে সেটা বিক্ষোভ নয় ৷ কয়েকজন মানুষ আবাস যোজনার বাড়ি পাননি সেটা এসে জানালেন ৷ এমনকি, অনেকেই পেয়েছেন সেকথাও বলেছেন ৷ একপেশে কথা বলে লাভ নেই যে কেউ কিছু পায়নি ৷"

নির্বাচনের প্রচারে বিক্ষোভের মুখে সাংসদ শতাব্দী রায়

সিউড়ি, 25 জুন: 'দিদির দূত' কর্মসূচির অভিজ্ঞতা এবার পঞ্চায়েত নির্বাচনেও ৷ প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ৷ সিউড়ির নগরী গ্রাম পঞ্চায়েতের বড়গ্রামে রবিবার প্রচারে গিয়েছিলেন অভিনেত্রী-সাংসদ ৷ সেই সময় তাঁকে ঘিরে ধরেন স্থানীয়রা ৷ আবাস যোজনায় বাড়ি না পাওয়া, ত্রিপল দুর্নীতি, নিকাশি ব্যবস্থার বেহাল দশা তুলে ধরেন বাসিন্দারা ৷ বেশ কিছুক্ষণ বিক্ষোভও দেখান তাঁরা ৷ তবে, প্রথা মেনে নির্বাচনের পর বিষয়গুলি দেখার আশ্বাস দিয়েছেন সাংসদ শতাব্দী রায় ৷

তৃণমূল কংগ্রেসের 'দিদির দূত' কর্মসূচিতে গিয়ে একাধিক জায়গায় সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েতে হয়েছিল বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে ৷ সরকারি বিভিন্ন পরিষেবা না মেলার অভিযোগে সাংসদকে ঘিরে বিক্ষোভও দেখিয়ে ছিলেন গ্রামবাসীরা ৷ এবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বেরিয়ে ফের গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হল তাঁকে ৷ এ দিন সিউড়ি 1 ব্লকের নগরী গ্রাম পঞ্চায়েতের বড়গ্রামে প্রচারে গিয়েছিলেন তিনি ৷ সেই সময় গ্রামবাসীরা তাঁর গাড়ি ঘিরে ধরেন ৷

তা দেখে গাড়ি থেকে নেমেও আসেন সাংসদ ৷ কথা বলেন সকলের সঙ্গে ৷ গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূলের সক্রিয় কর্মীরা একবারের বেশি আবাস যোজনার বাড়ির টাকা পেয়েছে ৷ কিন্তু, প্রকৃত দাবিদার যাঁরা, তাঁরা কেউ আবাস যোজনার বাড়ি পায়নি বলে অভিযোগ উঠেছে ৷ এছাড়া, এর আগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রিপল না পাওয়া ও নিকাশির কাজ না হওয়ার অভিযোগ সাংসদের সামনে তুলে ধরেন স্থানীয়রা ৷ বেশ কিছুক্ষণ বিক্ষোভের পর শতাব্দী রায় আশ্বাস দেন পঞ্চায়েত নির্বাচনের পর গ্রামবাসীদের এই অভাব অভিযোগগুলি গুরুত্ব দিয়ে দেখা হবে ৷

আরও পড়ুন: নির্বাচনী প্রচারে তিনদিনের উত্তরবঙ্গ সফরে মমতা

কিন্তু, প্রত্যেক ভোটেই এই মানুষগুলির অভিযোগের প্রেক্ষিতে এই আশ্বাসটুকুই জোটে ৷ তারপর ভোটে জিতে ক্ষমতায় এলে, ফের যেই কে সেই ৷ সমস্যার কোনও সুরাহা হয় না ৷ দেখতে দেখতে আবারও একটা ভোট চলে আসবে ৷ তবে, এই পঞ্চায়েত ব্যবস্থা ও নির্বাচন শুধুমাত্র গ্রামীণ বাংলার মানুষগুলোর জন্য ৷ শুধুমাত্র তাঁদের সুবিধা-অসুবিধা গুলির সমাধান করার জন্য ৷ কিন্তু, সেখানেও থাকে শুধুই প্রতিশ্রুতি ৷

আরও পড়ুন: কাঁথিতে শতাধিক বোমা-সহ গ্রেফতার 2, নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল ?

তবে, রবিবারে বিক্ষোভ প্রসঙ্গে সাংসদ শতাব্দী রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বিক্ষোভ সাংবাদিকদের বানানো শব্দ ৷ কেউ দাবি জানালে সেটা বিক্ষোভ নয় ৷ কয়েকজন মানুষ আবাস যোজনার বাড়ি পাননি সেটা এসে জানালেন ৷ এমনকি, অনেকেই পেয়েছেন সেকথাও বলেছেন ৷ একপেশে কথা বলে লাভ নেই যে কেউ কিছু পায়নি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.