ETV Bharat / state

অনুব্রতর গ্রামে গুলিতে মৃত BJP কর্মীর মা, জখম 5

আজ দুপুরে বাড়ির সামনে উদয় বাগদির উপর চড়াও হয় দুষ্কৃতীরা ৷ লাঠি, বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারা হয় । ছেলের চিৎকার শুনে তাঁকে বাঁচাতে ছুটে যান শঙ্করী বাগদি । ছুটে আসেন প্রতিবেশীরা৷ তখন দুষ্কৃতীরা গুলি ছোড়ে ৷ গুলি লাগে শঙ্করীর বুকে, ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷

BJP
author img

By

Published : Oct 21, 2019, 5:00 PM IST

Updated : Oct 21, 2019, 5:11 PM IST

নানুর, 21 অক্টোবর : তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাতসেরান্দি গ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল স্থানীয় BJP কর্মীর মা-র৷ মৃতার নাম শঙ্করী বাগদি ৷ তাঁর ছেলে উদয় বাগদি স্থানীয় BJP কর্মী ৷

আজ দুপুরে বাড়ি ফিরছিলেন উদয় ৷ বাড়ির সামনে তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা ৷ লাঠি, বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারা হয় । ছেলের চিৎকার শুনে তাঁকে বাঁচাতে ছুটে যান শঙ্করী বাগদি । ছুটে আসেন প্রতিবেশীরা৷

তখন দুষ্কৃতীরা গুলি ছোড়ে ৷ গুলি লাগে শঙ্করীর বুকে, ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ দুষ্কৃতীদের মারধরে জখম হন উদয় সহ পাঁচজন৷ তাঁরা প্রত্যেকেই BJP কর্মী ৷ অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট ।

দেখুন ভিডিয়ো

শঙ্করীর দেহ ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, BJP করার জন্য উদয়ের উপর হামলা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় নানুর থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য শঙ্করীর দেহ পাঠানো হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে৷ উদয় সহ পাঁচজন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷

নানুর, 21 অক্টোবর : তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাতসেরান্দি গ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল স্থানীয় BJP কর্মীর মা-র৷ মৃতার নাম শঙ্করী বাগদি ৷ তাঁর ছেলে উদয় বাগদি স্থানীয় BJP কর্মী ৷

আজ দুপুরে বাড়ি ফিরছিলেন উদয় ৷ বাড়ির সামনে তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা ৷ লাঠি, বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারা হয় । ছেলের চিৎকার শুনে তাঁকে বাঁচাতে ছুটে যান শঙ্করী বাগদি । ছুটে আসেন প্রতিবেশীরা৷

তখন দুষ্কৃতীরা গুলি ছোড়ে ৷ গুলি লাগে শঙ্করীর বুকে, ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ দুষ্কৃতীদের মারধরে জখম হন উদয় সহ পাঁচজন৷ তাঁরা প্রত্যেকেই BJP কর্মী ৷ অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট ।

দেখুন ভিডিয়ো

শঙ্করীর দেহ ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, BJP করার জন্য উদয়ের উপর হামলা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় নানুর থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য শঙ্করীর দেহ পাঠানো হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে৷ উদয় সহ পাঁচজন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷

Intro:নানুর, ২১ অক্টোবরঃ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রাম নানুরের হাটসেরান্দিতে চলল গুলি। গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হল বিজেপি কর্মীর মা শঙ্করী বাগদির (৫০)। এছাড়া, বাঁশ লাঠির মারে জখম হন আরও ৫ জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নানুর থানার পুলিশ। Body:নানুর, ২১ অক্টোবরঃ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রাম নানুরের হাটসেরান্দিতে চলল গুলি। গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হল বিজেপি কর্মীর মা শঙ্করী বাগদির (৫০)। এছাড়া, বাঁশ লাঠির মারে জখম হন আরও ৫ জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নানুর থানার পুলিশ।

নানুর থানার হাটসেরান্দি গ্রামে সক্রিয় বিজেপি কর্মী উদয় বাগদি। কিছু কাল থেকেই বিজেপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছিল তাকে। অভিযোগ, এই আক্রোশে এদিন তৃণমূলের লোকজন তার উপর হামলা চালায়। সেই সময় মাঠ থেকে কাজ সেরে ফিরছিল সে। বাঁশ লাঠি নিয়ে চড়াও হয়ে মারধর করে উদয়কে। ছাড়াতে গিয়ে আহত হন আরও কয়েকজন। ছেলেকে ছাড়াতে গিয়ে বুকে গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শঙ্করী বাগদির (৫০)।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে নানুর থানার পুলিশ ও কমব্যাট ফোর্স গ্রামে যায়। প্রথমে পুলিশকে গ্রামে ঢুকতে বাঁধা দেয় গ্রামবাসীরা। পরে পরিস্থিতি সামাল দিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়।
গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও, এই ঘটনায় এখনও পর্যন্ত কোন মন্তব্য করতে চাননি তৃণমূল নেতৃত্ব।Conclusion:
Last Updated : Oct 21, 2019, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.