সিউড়ি, 20 জুন : অন্তঃসত্ত্বা মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন মা ৷ অটোয় করে যাচ্ছিলেন তাঁরা ৷ সেই অটোতেই ছিলেন আরও জনাচারেক ৷ সিউড়ির ছাপতলা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন তাঁরা ৷ সগড় বাসস্ট্যান্ড এলাকার কাছে আসতেই রানিগঞ্জ-মোরগ্রাম 60 নম্বর জাতীয় সড়কের উপরে উল্টোদিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোটিতে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় মা নুরনেশা বিবির । গুরুতর জখম হন মেয়ে নাসিবা বিবি-সহ আরও তিনজন ৷
ঘটনাটি লক্ষ্য করে দৌড়ে আসেন স্থানীয়রা ৷ তাঁরাই উদ্ধার কাজে হাত লাগান ৷ জখমদের দ্রুত সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসকরা অন্তঃসত্ত্বা নাসিবাকে মৃত ঘোষণা করেন ৷ বাকিরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ৷
প্রত্যক্ষদর্শী শেখ মুজিবর রহমান জানান, ভীষণ আওয়াজ শুনে তাঁরা ছুটে আসেন ৷ গিয়ে দেখেন দু'টি গাড়ি মুখোমুখি ধাক্কা লেগে রয়েছে ৷ পিকআপ ভ্যানটিতে আম বোঝাই করা ছিল ৷ তাঁরা দেখেন যাত্রীরা এদিক-ওদিক নিচে পড়ে রয়েছেন ৷ তাঁরাই যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ৷ থানায় খবর দেন ৷
এদিন সকালে দুর্ঘটনাটি ঘটে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সদাইপুর থানার পুলিশ l অটো এবং পিকআক ভ্যানটিকে আটক করা হয়েছে ৷ পিকআপ ভ্যানের চালক পলাকত ৷ খালসিকে আটক করেছে পুলিশ ৷
আরও পড়ুন : মাকে মারধর করে বিষ খাওয়ায় বাবা, গৃহবধূর মৃত্যুতে অভিযোগ মেয়ের