ETV Bharat / state

বিশ্বভারতীর দেওয়ালে 'মোদি দেশদ্রোহী' - NO CAA

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এবং জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদের ঝড় বিশ্বভারতীর বিভিন্ন দেওয়ালে ৷ দেওয়ালে লেখা 'মোদি দেশদ্রোহী' ৷

Modi Traitor
দেওয়াল লিখন
author img

By

Published : Dec 22, 2019, 8:07 PM IST

শান্তিনিকেতন, 22 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এবং জাতীয় নাগরিকপঞ্জির বিরোধী আন্দোলনে উত্তাল দেশ থেকে রাজ্য ৷ সেই আন্দোলনের ছায়া দেখা গেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ৷ বিশ্ববিদ্যালয়ে আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে অশালীন ভাষা লেখা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে জুড়ে ৷ বিশ্বভারতীর দেওয়ালে লেখা 'মোদি দেশদ্রোহী' ৷

শান্তিনিকেতনের রাস্তার উপরে, দেওয়ালে সর্বত্র লেখা এই পোস্টার ৷ লিখনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ভাষাও লেখা হয়। সেই সঙ্গে লেখা 'NO NRC', 'NO CAA', 'NO NPR'। এমনকি, 'BJP, RSS দূর হঠাও' লিখেও পোস্টার দেওয়া হয় শান্তিনিকেতনজুড়ে।

Modi Traitor
বিশ্বভারতীর রাস্তাজুড়ে প্রতিবাদ পড়ুয়াদের একাংশের

আগামীকাল 23 ডিসেম্বর নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019 এবং জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে বিশ্বভারতী উপাসনা গৃহের সামনে থেকে মিছিল করার কথা রয়েছে বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশের । তার আগে বিশ্বভারতীজুড়ে চলছে দেওয়াল লিখন।

শান্তিনিকেতন, 22 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এবং জাতীয় নাগরিকপঞ্জির বিরোধী আন্দোলনে উত্তাল দেশ থেকে রাজ্য ৷ সেই আন্দোলনের ছায়া দেখা গেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ৷ বিশ্ববিদ্যালয়ে আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে অশালীন ভাষা লেখা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে জুড়ে ৷ বিশ্বভারতীর দেওয়ালে লেখা 'মোদি দেশদ্রোহী' ৷

শান্তিনিকেতনের রাস্তার উপরে, দেওয়ালে সর্বত্র লেখা এই পোস্টার ৷ লিখনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ভাষাও লেখা হয়। সেই সঙ্গে লেখা 'NO NRC', 'NO CAA', 'NO NPR'। এমনকি, 'BJP, RSS দূর হঠাও' লিখেও পোস্টার দেওয়া হয় শান্তিনিকেতনজুড়ে।

Modi Traitor
বিশ্বভারতীর রাস্তাজুড়ে প্রতিবাদ পড়ুয়াদের একাংশের

আগামীকাল 23 ডিসেম্বর নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019 এবং জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে বিশ্বভারতী উপাসনা গৃহের সামনে থেকে মিছিল করার কথা রয়েছে বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশের । তার আগে বিশ্বভারতীজুড়ে চলছে দেওয়াল লিখন।

Intro:শান্তিনিকেতন, ২২ ডিসেম্বরঃ 'মোদি দেশদ্রোহী' দেওয়াল লিখন বিশ্বভারতী জুড়ে। এছাড়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে অশালীন ভাষা দেওয়াল জুড়ে। CAA, NRC-র প্রতিবাদ করতে গিয়ে বিশ্বভারতী জুড়ে দেওয়াল লিখন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোদ বিশ্বভারতীর আচার্য পদে রয়েছেন।Body:শান্তিনিকেতন, ২২ ডিসেম্বরঃ 'মোদি দেশদ্রোহী' দেওয়াল লিখন বিশ্বভারতী জুড়ে। এছাড়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে অশালীন ভাষা দেওয়াল জুড়ে। CAA, NRC-র প্রতিবাদ করতে গিয়ে বিশ্বভারতী জুড়ে দেওয়াল লিখন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোদ বিশ্বভারতীর আচার্য পদে রয়েছেন।

২৩ ডিসেম্বর নাগরিকত্ব (সংশোধনী) আইন ২০১৯ (CAA), নাগরিক পঞ্জিকরণ (NRC)-এর প্রতিবাদে বিশ্বভারতী উপাসনা গৃহের সামনে থেকে মিছিল করার কথা রয়েছে। তার আগে বিশ্বভারতী জুড়ে বিভিন্ন দেওয়ালে চলছে CAA, NRC, NPR-এর বিরুদ্ধে দেওয়াল লিখন। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর দেওয়ালে 'মোদি দেশদ্রোহী' লিখতেও দেখা যায়। এছাড়া, শান্তিনিকেতনের রাস্তার উপরে, দেওয়ালে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে অশালীন ভাষাও লেখা হয়। এছাড়া, দেওয়ালে দেওয়ালে লেখা রয়েছে 'NO NRC', 'NO CAA', 'NO NRP'। এমনকি, বিজেপি, RSS দূর হঠাও লিখেও পোস্টার দেওয়া হয় শান্তিনিকেতন জুড়ে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোদ বিশ্বভারতীর আচার্য পদে রয়েছেন। আচার্যের নামে বিশ্ববিদ্যালয় জুড়ে অশালীন দেওয়াল লিখনে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.