রামপুরহাট, 12জুন : বীরভূমে প্রথমবার চালু হল চলমান রক্ত সংগ্রহ কার্যক্রম । আজ রামপুরহাটে বেলা এগারোটার সময় এই ভ্রাম্যমান রক্ত সংগ্রহশালার উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় । তরুণের আহ্বান ও স্বয়ম নামের দুটি বেসরকারি সমাজসেবী সংস্থা এই নতুন কার্যক্রমটির শুভ সূচনা করে ।
লকডাউনের ফলে সারা রাজ্যের পাশাপাশি রামপুরহাট মেডিকেল কলেজেও মাঝে মাঝে রক্ত সংকট দেখা দিচ্ছিল । তাই ব্লাড ডোনেশন ক্যাম্প করার পাশাপাশি এই ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহশালার কথা ভেবেছিল ওই দুটি সমাজসেবী সংস্থা । কিন্তু অভাব একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের। সাংসদ শতাব্দি রায়ের সাংসদ তহবিল থেকে সাঁইথিয়ায় একটি মালগাড়ি সমাজসেবী সংগঠনকে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছিল বছরখানেক আগে । আপাতত এই অ্যাম্বুলেন্সটি নিয়েই গ্রামে গ্রামে রক্ত সংগ্রহ করার পরিকল্পনা নিয়ে পথ চলা শুরু করল "স্বয়ম" ও "তরুণের আহ্বান" নামে দুটি স্বেচ্ছাসেবী সংস্থা ।
উদ্বোধনের পর রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন,"মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ ধরে আজ যৌথভাবে তরুণের আহ্বান ও স্বয়ং নামে দুটি সমাজসেবী সংস্থা এই মোবাইল ভ্যানের মাধ্যমে রক্ত সংগ্রহ শুরু করল। আমি আশা রাখি এর মাধ্যমে বহু মুমূর্ষু রোগীকে রক্ত সরবরাহ করতে পারবেন । এবং অনেকটাই রক্ত সংকট কাটানো সম্ভব হবে ।"
এই পরিকল্পনার উদ্যোক্তা কৌশিক আইচ বলেন "মার্চ মাস থেকে যে রক্ত সংকট সারা দেশের সঙ্গে আমাদের এলাকায় চলছে। সেই রক্ত সংকট কাটাতে আমরা বেশ কয়েকটি ক্যাম্প করেছি, কিন্তু সেই ক্যাম্প করার সময় দেখলাম যে সামাজিক দূরত্ব বজায় রাখতে বেশকিছু মানুষ রক্ত দিতে ইচ্ছুক থাকা সত্ত্বেও ক্যাম্পে যেতে অস্বস্তি বোধ করছে । তাই আমরা এই উদ্যোগটা নিয়েছি, আশা করি এলাকার মানুষ সহযোগিতা করবে । এবং রামপুরহাট মেডিকেল কলেজে মাঝে মাঝে যে রক্তক্ষরা দেখা দেয়, তা কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হবে।"