ETV Bharat / state

Newborn Missing from Hospital: 36 ঘণ্টা পরও খোঁজ মিলল না রামপুরহাট মেডিক্যাল থেকে 'উধাও' সদ্যোজাতের

রামপুরহাট হাসপাতাল থেকে শিশু চুরির 36 ঘণ্টা পার (Newborn Missing from Hospital) ! এখনও পাওয়া যায়নি ওই সদ্যোজাতকে ৷ যদিও হাসপাতালের একটি সিসিটিভি (CCTV) ফুটেজ পাওয়া গিয়েছে ৷ তাতে দেখা মিলেছে এক মহিলা, যার পরনে হলুদ শাড়ি রয়েছে ৷ তিনি চাদরে ঢেকে কিছু নিয়ে যাচ্ছেন ৷ পুলিশের প্রাথমিক ধারণা এই সেই মহিলা, যিনি সদ্যোজাতকে চুরি করেছেন। তাঁর খোঁজে চলছে তল্লাশি ৷

Newborn Missing from Hospital
রামপুরহাট মেডিক্যাল কলেজ
author img

By

Published : Dec 22, 2022, 8:46 PM IST

রামপুরহাট মেডিক্যাল থেকে 'উধাও' সদ্যোজাতের এখনও খোঁজ নেই

রামপুরহাট, 22 ডিসেম্বর: 36 ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনও খোঁজ মিলল না রামপুরহাট মেডিক্যাল কলেজ থেকে চুরি যাওয়া সদ্যোজাত শিশুর (Newborn Baby)। ফলে আশংকা ও আতঙ্কে দিন কাটছে নিখোঁজ শিশুটির পরিবারের।

রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Rampurhat Government Medical College & Hospital) থেকে সদ্যোজাত শিশুকে নিয়ে উধাও হয়ে যায় এক অজ্ঞাত পরিচয় মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। অভিযোগ, সদ্যোজাতর মা অসুস্থ থাকার সুযোগে গতকাল সকালে মায়ের পাশ থেকে শিশু পুত্রকে নিয়ে চলে যায় এক অজ্ঞাত পরিচয় মহিলা ৷ এরপর ওই মহিলাকে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা শিশুকে না-পেয়ে হাসপাতাল অনান্য কর্মীদের বিষয়টি জানান।

এই ঘটনার খবর জানতেই হাসপাতাল তরফ থেকে সাতজনের একটি কমিটি গঠন করে তদন্ত শুরু করা হয়। এত বড় হাসপাতাল থেকে নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে কীভাবে একজন মহিলা প্রসূতি বিভাগে ঢুকে শিশু চুরি করল তাই নিয়ে উঠছে প্রশ্ন । কোনক্ষেত্রে তাদের গাফিলতি রয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: রামপুরহাট মেডিক্যাল হাসপাতাল থেকে উধাও সদ্যোজাত

গত 10 ডিসেম্বর মুরারই থানার বাহাদুরপুর গ্রাম থেকে ওই গর্ভবতী মহিলাকে ভরতি করা হয়েছিল রামপুরহাট হাসপাতালে। 19 ডিসেম্বর তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন ৷ গতকাল অর্থাৎ বুধবার ওই প্রসূতির মা সকালে খাবার কিনতে গিয়েছিলেন ৷ সেই সুযোগে এক অপরিচিত মহিলা শিশু চুরি করে পালায় বলে অভিযোগ। সকাল থেকে নিখোঁজ শিশুর আত্মীয়-স্বজনরা হাসপাতালে ভিড় জমান।

চুরি যাওয়া শিশুর বাবা রাজিবুল শেখ আজ অর্থাৎ বৃহস্পতিবার রামপুরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে রামপুরহাট হাসপাতাল থেকে সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একজন অজ্ঞাত পরিচয় মহিলা হলুদ শাড়ি পরে চাদরে ঢেকে কিছু নিয়ে ওয়ার্ড থেকে বেরিয়ে যাচ্ছেন ৷ পুলিশের ধারণা এই সেই মহিলা, যিনি সদ্যোজাতকে চুরি করেছেন। যদিও সিসিটিভি ফুটেজ ছাড়া আর কোনও তথ্য পুলিশের হাতে এখনও আসেনি।

আরও পড়ুন: ভাদু শেখ খুনে সিবিআইয়ের জালে আরও এক অভিযুক্ত

রামপুরহাট মেডিক্যাল থেকে 'উধাও' সদ্যোজাতের এখনও খোঁজ নেই

রামপুরহাট, 22 ডিসেম্বর: 36 ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনও খোঁজ মিলল না রামপুরহাট মেডিক্যাল কলেজ থেকে চুরি যাওয়া সদ্যোজাত শিশুর (Newborn Baby)। ফলে আশংকা ও আতঙ্কে দিন কাটছে নিখোঁজ শিশুটির পরিবারের।

রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Rampurhat Government Medical College & Hospital) থেকে সদ্যোজাত শিশুকে নিয়ে উধাও হয়ে যায় এক অজ্ঞাত পরিচয় মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। অভিযোগ, সদ্যোজাতর মা অসুস্থ থাকার সুযোগে গতকাল সকালে মায়ের পাশ থেকে শিশু পুত্রকে নিয়ে চলে যায় এক অজ্ঞাত পরিচয় মহিলা ৷ এরপর ওই মহিলাকে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা শিশুকে না-পেয়ে হাসপাতাল অনান্য কর্মীদের বিষয়টি জানান।

এই ঘটনার খবর জানতেই হাসপাতাল তরফ থেকে সাতজনের একটি কমিটি গঠন করে তদন্ত শুরু করা হয়। এত বড় হাসপাতাল থেকে নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে কীভাবে একজন মহিলা প্রসূতি বিভাগে ঢুকে শিশু চুরি করল তাই নিয়ে উঠছে প্রশ্ন । কোনক্ষেত্রে তাদের গাফিলতি রয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: রামপুরহাট মেডিক্যাল হাসপাতাল থেকে উধাও সদ্যোজাত

গত 10 ডিসেম্বর মুরারই থানার বাহাদুরপুর গ্রাম থেকে ওই গর্ভবতী মহিলাকে ভরতি করা হয়েছিল রামপুরহাট হাসপাতালে। 19 ডিসেম্বর তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন ৷ গতকাল অর্থাৎ বুধবার ওই প্রসূতির মা সকালে খাবার কিনতে গিয়েছিলেন ৷ সেই সুযোগে এক অপরিচিত মহিলা শিশু চুরি করে পালায় বলে অভিযোগ। সকাল থেকে নিখোঁজ শিশুর আত্মীয়-স্বজনরা হাসপাতালে ভিড় জমান।

চুরি যাওয়া শিশুর বাবা রাজিবুল শেখ আজ অর্থাৎ বৃহস্পতিবার রামপুরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে রামপুরহাট হাসপাতাল থেকে সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একজন অজ্ঞাত পরিচয় মহিলা হলুদ শাড়ি পরে চাদরে ঢেকে কিছু নিয়ে ওয়ার্ড থেকে বেরিয়ে যাচ্ছেন ৷ পুলিশের ধারণা এই সেই মহিলা, যিনি সদ্যোজাতকে চুরি করেছেন। যদিও সিসিটিভি ফুটেজ ছাড়া আর কোনও তথ্য পুলিশের হাতে এখনও আসেনি।

আরও পড়ুন: ভাদু শেখ খুনে সিবিআইয়ের জালে আরও এক অভিযুক্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.