ETV Bharat / state

Minakshi Mukhopadhyay : মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে বিজেপির আগ্রাসনের তুলনা মীনাক্ষীর - আরএসএস

বোলপুরে ‘মানকাডা দিবস’ পালন এসএফআইয়ের ৷ পথসভায় বক্তব্য রাখলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্য়ায় ৷ মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে বিজেপি তথা আরএসএসের আগ্রাসনের তুলনা করেন তিনি ৷ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে শিক্ষায় গৈরিকীকরণের চেষ্টার অভিযোগ তুলে উগড়ে দেন ক্ষোভ ৷

Minakshi Mukhopadhyay compares BJP and RSS with US Imperialism
Minakshi Mukhopadhyay : মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে বিজেপির আগ্রাসনের তুলনা মিনাক্ষীর
author img

By

Published : Jul 26, 2021, 4:35 PM IST

বোলপুর, 26 জুলাই : মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার ও আরএসএসের তুলনা করলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ করোনা আবহেও যেভাবে কিউবার উপর আগ্রাসনের নীতি বহাল রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার তীব্র সমালোচনা করেন তিনি ৷ তাঁর অভিযোগ, আমেরিকার মতোই বিজেপি সরকার আগ্রাসনের নীতিতে বিশ্বাসী ৷ তাই দেশের শিক্ষাব্যবস্থায় গৈরিকীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা ৷ সোমবার বোলপুরে ‘মানকাডা দিবস’ পালন করে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই ৷ বোলপুরে দমকল বিভাগের দফতরের কাছে একটি পথসভা করে তারা ৷ সেখানেই মার্কিন আগ্রাসন ও কেন্দ্রীয় শিক্ষানীতির বিরুদ্ধ সরব হন মীনাক্ষী ৷ বক্তব্য রাখেন দলের অন্য নেতারাও ৷

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীকে ভুয়ো বলে আক্রমণ মিনাক্ষীর

বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে শিক্ষায় গৈরিকীকরণ ঘটানোরও অভিযোগ তোলেন মীনাক্ষীরা ৷ পাশাপাশি, শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণের অভিযোগ তুলে দায়ী করেন তৃণমূল কংগ্রেসকেও ৷ মীনাক্ষীদের অভিযোগ, 2011 সালে রাজ্য়ের ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হস্তক্ষেপ শুরু করেছে বর্তমান শাসকদল ৷ অন্যদিকে, ঠিক একইভাবে গেরুয়াশিবিরও সর্বত্র শিক্ষাকে উগ্র হিন্দুত্বের রঙে রাঙানোর চেষ্টা করছে ৷

‘মানকাডা দিবস’ দিবস উপলক্ষে বোলপুরে এসএফআইয়ের পথসভায় মিনাক্ষী মুখোপাধ্য়ায় ৷

আরও পড়ুন : পালাতে না পেরে গোদা বড় বীর, মমতাকে কটাক্ষ মীনাক্ষীর

মীনাক্ষী জানিয়েছেন, এই প্রেক্ষাপটে বিজেপি তথা আরএসএসের পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধেও বামেদের লড়াই চলবে ৷ পাশাপাশি, সাধারণ মানুষের প্রতি তাঁর আহ্বান, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচাতে হলে সকলকেই একজোট হতে হবে ৷ বিদ্যুৎ চক্রবর্তীর মতো মানুষদের বিরুদ্ধে গড়ে তুলতে হবে সমবেত প্রতিরোধ ৷ মীনাক্ষীর দাবি, মানুষ সবই দেখছে ৷ তাঁর আশা, আগামী দিনে গৈরিকীকরণ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলার মানুষই প্রতিরোধ গড়ে তুলবে ৷ যে আদর্শ ও ভাবনা নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী গড়ে তুলেছিলেন, তাকে টিকিয়ে রাখতে হলে এই প্রতিরোধ খুবই জরুরি বলে মনে করেন মীনাক্ষী ও তাঁর দলীয় সহকর্মীরা ৷

বোলপুর, 26 জুলাই : মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার ও আরএসএসের তুলনা করলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ করোনা আবহেও যেভাবে কিউবার উপর আগ্রাসনের নীতি বহাল রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার তীব্র সমালোচনা করেন তিনি ৷ তাঁর অভিযোগ, আমেরিকার মতোই বিজেপি সরকার আগ্রাসনের নীতিতে বিশ্বাসী ৷ তাই দেশের শিক্ষাব্যবস্থায় গৈরিকীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা ৷ সোমবার বোলপুরে ‘মানকাডা দিবস’ পালন করে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই ৷ বোলপুরে দমকল বিভাগের দফতরের কাছে একটি পথসভা করে তারা ৷ সেখানেই মার্কিন আগ্রাসন ও কেন্দ্রীয় শিক্ষানীতির বিরুদ্ধ সরব হন মীনাক্ষী ৷ বক্তব্য রাখেন দলের অন্য নেতারাও ৷

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীকে ভুয়ো বলে আক্রমণ মিনাক্ষীর

বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে শিক্ষায় গৈরিকীকরণ ঘটানোরও অভিযোগ তোলেন মীনাক্ষীরা ৷ পাশাপাশি, শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণের অভিযোগ তুলে দায়ী করেন তৃণমূল কংগ্রেসকেও ৷ মীনাক্ষীদের অভিযোগ, 2011 সালে রাজ্য়ের ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হস্তক্ষেপ শুরু করেছে বর্তমান শাসকদল ৷ অন্যদিকে, ঠিক একইভাবে গেরুয়াশিবিরও সর্বত্র শিক্ষাকে উগ্র হিন্দুত্বের রঙে রাঙানোর চেষ্টা করছে ৷

‘মানকাডা দিবস’ দিবস উপলক্ষে বোলপুরে এসএফআইয়ের পথসভায় মিনাক্ষী মুখোপাধ্য়ায় ৷

আরও পড়ুন : পালাতে না পেরে গোদা বড় বীর, মমতাকে কটাক্ষ মীনাক্ষীর

মীনাক্ষী জানিয়েছেন, এই প্রেক্ষাপটে বিজেপি তথা আরএসএসের পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধেও বামেদের লড়াই চলবে ৷ পাশাপাশি, সাধারণ মানুষের প্রতি তাঁর আহ্বান, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচাতে হলে সকলকেই একজোট হতে হবে ৷ বিদ্যুৎ চক্রবর্তীর মতো মানুষদের বিরুদ্ধে গড়ে তুলতে হবে সমবেত প্রতিরোধ ৷ মীনাক্ষীর দাবি, মানুষ সবই দেখছে ৷ তাঁর আশা, আগামী দিনে গৈরিকীকরণ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলার মানুষই প্রতিরোধ গড়ে তুলবে ৷ যে আদর্শ ও ভাবনা নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী গড়ে তুলেছিলেন, তাকে টিকিয়ে রাখতে হলে এই প্রতিরোধ খুবই জরুরি বলে মনে করেন মীনাক্ষী ও তাঁর দলীয় সহকর্মীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.