সদাইপুর (বীরভূম), 14 মে: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভিন রাজ্যের দুই শ্রমিকের মৃত্যুতে রবিবার রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের সদাইপুর থানার রেঙ্গুনি গ্রাম৷ অভিযোগ, এদিন দেহ সরিয়ে আনতে গেলে পুলিশকে তাড়া করেন ক্ষিপ্ত গ্রামবাসীরা ৷ তাদের তাড়া খেয়ে ছুটে পালায় পুলিশ ৷ পরে বিশাল পুলিশবাহিনী গ্রামে এসে পরিস্থিতি সামাল দেয় ৷ মৃতদের নাম বিষ্ণু তনওয়ার (22) ও বিকাশ তনওয়ার (24) ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মথুরার কাশিকালান ফালিন গ্রামের বাসিন্দা দুই ভাই এই রাজ্যের বীরভূমে কাজ করতে এসেছিল ৷ ধান কাটার মেশিন নিয়ে কাজ করতেই আসা তাদের ৷ এদিন জেলার সদাইপুর থানার যশপুর গ্রাম পঞ্চায়েতের সালুংচি গ্রামে কাজ সেরে রেঙ্গুনি গ্রামের দিকে যাচ্ছিল তারা ৷ সেই সময় 11 হাজার ভোল্টের একটি তার তাদের ধান কাটার গাড়িতে জড়িয়ে যায় ৷ লোহার সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শ্রমিক ভাইয়ের ৷
ভিন রাজ্যের শ্রমিকদের মৃত্যুর জন্য দায়ী বিদ্যুৎ দফতর, এই অভিযোগ তুলে এদিন বিক্ষোভ দেখান উত্তেজিত গ্রামবাসী ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে সদাইপুর থানার পুলিশ । কিন্তু পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান হয় ৷ তাদের ধাক্কা মারা হয় বলেও অভিযোগ ৷ ক্ষিপ্ত জনতা পুলিশকে তাড়া করে ৷ গ্রামবাসীদের তাড়া খেয়ে পুলিশ ছুটে গ্রামের বাইরে পালিয়ে যায় ৷
উত্তেজিত গ্রামবাসীদের ক্ষোভ, বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা না আসা পর্যন্ত দেহ তুলতে দেওয়া হবে না ৷ পরে অবশ্য বিশাল পুলিশবাহিনী এসে গ্রামবাসীদের বুঝিয়ে পরিস্থিতি সামাল দেয় । মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি জেলা হাসপাতালে পাঠানো হয় ৷ গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে । পাশাপাশি, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ ।
আরও পড়ুন: পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে নাবালিকাকে বাড়ি থেকে তুলে আনার চেষ্টা ! আটক যুবক