ETV Bharat / state

Birbhum TMC Core Committee: মমতার বৈঠকের পর 7 জনের কোর কমিটি বীরভূমে, জেলা সভাপতি পদে বহাল অনুব্রত - অনুব্রত মণ্ডল

সোমবার বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এদিন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করেন ৷ সেই বৈঠকের পর জেলায় ঘাসফুলের কোর কমিটির (Birbhum TMC Core Committee) সদস্য় সংখ্যা বৃদ্ধি করা হল বলে জানা গিয়েছে ৷ তবে জেলা সভাপতি পদে অনুব্রত মণ্ডলকেই রেখে দেওয়া হল ৷

Birbhum TMC Core Committee
Birbhum TMC Core Committee
author img

By

Published : Jan 30, 2023, 8:26 PM IST

বোলপুর (বীরভূম), 30 জানুয়ারি: বীরভূমে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কোর কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধি করা হল ৷ 4 জন থেকে বাড়িয়ে 7 জনের কোর কমিটি তৈরি করা হল ৷ নতুন কোর কমিটিতে এলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় (TMC MP Satabdi Roy), বোলপুরের অসিত মাল ও নানুরের নেতা কাজল শেখ ৷ সোমবার দলের বৈঠকে সিদ্ধান্ত নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । কোর কমিটিতে বদল হলেও বীরভূমে জেলা সভাপতি পদে কোনও রদবদল হয়নি ৷ ওই পদে বহাল থাকলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ।

পঞ্চায়েত নির্বাচন আসন্ন । তারপর বছর পার হলেই লোকসভা নির্বাচন ৷ কিন্তু, এখনও গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) আসানসোল সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল । তাই দুই নির্বাচনে দলের ফল ভালো করতে সোমবার বীরভূম সফরে এসেই সাংসদ-বিধায়ক, ব্লক সভাপতি, পৌরসভার চেয়ারম্যান-সহ 70 জন নেতাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

তৃণমূল সূত্রে খবর, রাঙাবিতান গেস্ট হাউসে এই বৈঠকে স্থির হয়, দলের বীরভূম জেলা সভাপতি পদে বহাল রয়েছেন অনুব্রত মণ্ডল ৷ তবে কোর কমিটিতে যুক্ত করা হল তিনজনকে ৷ এতদিন 4 জনের কোর কমিটিতে ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বিধানসভার উপ-অধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় । এবার সেই কোর কমিটি বাড়িয়ে 7 জনের করা হল ৷ কোর কমিটিতে যুক্ত করা হল বীরভূম সাংসদ শতাব্দী রায়, বোলপুর সাংসদ অসিত মাল ও নানুরের তৃণমূল নেতা কাজল শেখকে ৷

Mamata Banerjee
বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়

এই 7 জনের কোর কমিটিই বীরভূম জেলার সাংগঠনিক দায়িত্বে থাকছেন । এমনই সিদ্ধান্ত নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি, বীরভূমের কোনও সাংগঠনিক সমস্যা হলে, তা স্বয়ং নজর দেবেন তৃণমূল সুপ্রিমো । এমনটাই জানা গিয়েছে দলীয় সূত্রে ৷

আরও পড়ুন: মমতার সফরে অনুব্রতকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে তৃণমূল ? 'কেষ্টহীন' ব্যানার-ফেস্টুনে জল্পনা

বোলপুর (বীরভূম), 30 জানুয়ারি: বীরভূমে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কোর কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধি করা হল ৷ 4 জন থেকে বাড়িয়ে 7 জনের কোর কমিটি তৈরি করা হল ৷ নতুন কোর কমিটিতে এলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় (TMC MP Satabdi Roy), বোলপুরের অসিত মাল ও নানুরের নেতা কাজল শেখ ৷ সোমবার দলের বৈঠকে সিদ্ধান্ত নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । কোর কমিটিতে বদল হলেও বীরভূমে জেলা সভাপতি পদে কোনও রদবদল হয়নি ৷ ওই পদে বহাল থাকলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ।

পঞ্চায়েত নির্বাচন আসন্ন । তারপর বছর পার হলেই লোকসভা নির্বাচন ৷ কিন্তু, এখনও গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) আসানসোল সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল । তাই দুই নির্বাচনে দলের ফল ভালো করতে সোমবার বীরভূম সফরে এসেই সাংসদ-বিধায়ক, ব্লক সভাপতি, পৌরসভার চেয়ারম্যান-সহ 70 জন নেতাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

তৃণমূল সূত্রে খবর, রাঙাবিতান গেস্ট হাউসে এই বৈঠকে স্থির হয়, দলের বীরভূম জেলা সভাপতি পদে বহাল রয়েছেন অনুব্রত মণ্ডল ৷ তবে কোর কমিটিতে যুক্ত করা হল তিনজনকে ৷ এতদিন 4 জনের কোর কমিটিতে ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বিধানসভার উপ-অধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় । এবার সেই কোর কমিটি বাড়িয়ে 7 জনের করা হল ৷ কোর কমিটিতে যুক্ত করা হল বীরভূম সাংসদ শতাব্দী রায়, বোলপুর সাংসদ অসিত মাল ও নানুরের তৃণমূল নেতা কাজল শেখকে ৷

Mamata Banerjee
বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়

এই 7 জনের কোর কমিটিই বীরভূম জেলার সাংগঠনিক দায়িত্বে থাকছেন । এমনই সিদ্ধান্ত নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি, বীরভূমের কোনও সাংগঠনিক সমস্যা হলে, তা স্বয়ং নজর দেবেন তৃণমূল সুপ্রিমো । এমনটাই জানা গিয়েছে দলীয় সূত্রে ৷

আরও পড়ুন: মমতার সফরে অনুব্রতকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে তৃণমূল ? 'কেষ্টহীন' ব্যানার-ফেস্টুনে জল্পনা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.