মাড়গ্রাম, 18 অক্টোবর: "মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গণতন্ত্রের নিধন হয়েছে ।" মঙ্গলবার মাড়গ্রামের হাতিবাঁধা মোড়ে এক জনসভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।
বীরভূমের মাড়গ্রামের হাতিবাঁধা মোড়ে এদিন দুর্নীতি, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটি মহা মিছিল ও সমাবেশের আয়োজন করেছিল সিপিআইএম । এই সভায় ও মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের বরিষ্ঠ নেতা মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম-সহ জেলা নেতৃত্ব । এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সেলিম বলেন, "সবাই বুঝে গিয়েছে তৃণমূল নেতারা এত দিন ডুবে ডুবে জল খাচ্ছিল । এবার তাঁদের জলে ডুবিয়ে দিতে হবে । "
তিনি আরও বলেন, "চোরের রানি চোরের সর্দারকে বীরের সম্মান দেবে । মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কথা দিয়েছিলেন, বীর বিক্রমে দিল্লিতে সেটিং করে, আরএসএসের সঙ্গে সেটিং করে অনুব্রতকে নিয়ে চলে আসব ৷ তারপর বীরের সম্মান হবে । কিন্তু বাধা দিচ্ছেন আইনজীবীরা ৷ তারা তো মামলা লড়ে যাচ্ছেন । ইডি সিবিআই বাধা দিচ্ছে । তখন সেটিং করতে পারছে না । তখন বলছেন ভাইপোটাকে বাঁচিয়ে দে, অনুব্রতটাকে রাখ। তাই বড় চোরকে বাঁচতে গিয়ে ছোট চোরের বলি দিচ্ছে । তৃণমূলের সবাই বলির পাঁঠা হবে ।"
আরও পড়ুন: সাদা কাপড়ে ধরনা মঞ্চ ঢেকে রেড রোডে কার্নিভাল, মুখ্যমন্ত্রীকে বিঁধলেন সেলিম
মহম্মদ সেলিমের দাবি, "আনিশ খানের খুনের সময় পুলিশ বলেছিল আমাদের বলির পাঁঠা করা হচ্ছে । পার্থও বলেছে আমাকে বলির পাঁঠা করা হচ্ছে । অনুব্রতও বলবে আমাকে বলির পাঁঠা করা হচ্ছে । তৃণমূলের সবাই বলির পাঁঠা হবে ।"