ETV Bharat / state

গলাধাক্কা দিয়ে বের করে দেব, BLRO-কে হুমকি তৃণমূল নেতার

ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের অফিসে ঢুকে হুমকি দিল এক তৃণমূল নেতা । তাঁকে গলাধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দেয় ।

author img

By

Published : Jul 11, 2019, 10:15 PM IST

হুমকি তৃণমূল নেতার

ময়ূরেশ্বর, 11 জুলাই : অফিসে ঢুকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিককে (BLRO) গলাধাক্কা দিয়ে বের করার হুমকি দিল এক তৃণমূল নেতা । এর জেরে অসুস্থ হয়ে পড়েন ওই আধিকারিক । ঘটনাটি বীরভূমের ময়ূরেশ্বরের ।

আজ ময়ূরেশ্বর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে জমি সংক্রান্ত শুনানি ছিল । সেজন্য সেখানে জড়ো হন অনেকেই । কিন্তু, জরুরি ভিত্তিতে অতিরিক্ত জেলাশাসক (ভূমি) দপ্তর থেকে ডাক পড়ে মৃত্যুঞ্জয় দত্ত নামে ওই BLRO-র । সেখানে ভিডিয়ো কনফারেন্সে থাকায় শুনানিতে হাজির থাকতে পারেননি তিনি । পরে বিকেল চারটে নাগাদ দপ্তরে ফিরলে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল পরিচালিত ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ বসির । সকলের সামনেই আঙুল উঁচিয়ে BLRO-র কাছে জবাবদিহি চান । পরিস্থিতি সামলানোর জন্য ওই আধিকারিক BDO অফিসে যাওয়ার কথা বলেন । কিন্তু, বসির বলে, "BDO দেখাবেন না । "

এরপর আরও উত্তেজিত হয়ে পড়ে বসির । আঙুল উঁচিয়ে BLRO-কে বলেন, "চিটিংবাজি চলবে না । পয়সা নিয়ে ধাপ্পাবাজি চলবে না । আপনি পয়সা নিয়ে কাজ করছেন । কেন করবেন ? ধাপ্পাবাজি চলবে না । চড়িয়ে আধমরা করে দেব । " পাশের এক মহিলা বসিরকে উদ্দেশ্য করে কিছু বলার চেষ্টা করলে রীতিমতো মারার ভঙ্গিতে সে বলে, "একটা কথা বলবে না । আমার উপর কথা বলবেন না । " তারপর ফের BLRO-কে বলে, "বাঁদরামো ছাড়িয়ে দেব । গলাধাক্কা দিয়ে বের করে দেব । বাপের সম্পত্তি ! " ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন মৃত্যুঞ্জয়বাবু । তাঁকে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

বিষয়টি নিয়ে SDRLO সুব্রত সরকার বলেন, "জেলাশাসককে (মৌমিতা গোধারা বসু) বিষয়টি জানিয়েছি । কাল জেলাশাসকের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব ।"

ময়ূরেশ্বর, 11 জুলাই : অফিসে ঢুকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিককে (BLRO) গলাধাক্কা দিয়ে বের করার হুমকি দিল এক তৃণমূল নেতা । এর জেরে অসুস্থ হয়ে পড়েন ওই আধিকারিক । ঘটনাটি বীরভূমের ময়ূরেশ্বরের ।

আজ ময়ূরেশ্বর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে জমি সংক্রান্ত শুনানি ছিল । সেজন্য সেখানে জড়ো হন অনেকেই । কিন্তু, জরুরি ভিত্তিতে অতিরিক্ত জেলাশাসক (ভূমি) দপ্তর থেকে ডাক পড়ে মৃত্যুঞ্জয় দত্ত নামে ওই BLRO-র । সেখানে ভিডিয়ো কনফারেন্সে থাকায় শুনানিতে হাজির থাকতে পারেননি তিনি । পরে বিকেল চারটে নাগাদ দপ্তরে ফিরলে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল পরিচালিত ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ বসির । সকলের সামনেই আঙুল উঁচিয়ে BLRO-র কাছে জবাবদিহি চান । পরিস্থিতি সামলানোর জন্য ওই আধিকারিক BDO অফিসে যাওয়ার কথা বলেন । কিন্তু, বসির বলে, "BDO দেখাবেন না । "

এরপর আরও উত্তেজিত হয়ে পড়ে বসির । আঙুল উঁচিয়ে BLRO-কে বলেন, "চিটিংবাজি চলবে না । পয়সা নিয়ে ধাপ্পাবাজি চলবে না । আপনি পয়সা নিয়ে কাজ করছেন । কেন করবেন ? ধাপ্পাবাজি চলবে না । চড়িয়ে আধমরা করে দেব । " পাশের এক মহিলা বসিরকে উদ্দেশ্য করে কিছু বলার চেষ্টা করলে রীতিমতো মারার ভঙ্গিতে সে বলে, "একটা কথা বলবে না । আমার উপর কথা বলবেন না । " তারপর ফের BLRO-কে বলে, "বাঁদরামো ছাড়িয়ে দেব । গলাধাক্কা দিয়ে বের করে দেব । বাপের সম্পত্তি ! " ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন মৃত্যুঞ্জয়বাবু । তাঁকে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

বিষয়টি নিয়ে SDRLO সুব্রত সরকার বলেন, "জেলাশাসককে (মৌমিতা গোধারা বসু) বিষয়টি জানিয়েছি । কাল জেলাশাসকের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব ।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.