ETV Bharat / state

Birbhum TMC Leader Death : ময়ূরেশ্বর তৃণমূল পঞ্চায়েত সদস্যের রহস্যমৃত্যু, খুনের অভিযোগ দলের নেতার বিরুদ্ধেই - কাজী নুরুল হাসান ওরফে আকাশ

এক তৃণমূল নেতাকে খুনের অভিযোগ উঠল আরেক তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ বীরভূমের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য কাজী নুরুল হাসান ওরফে আকাশকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ ৷ পরে তিনি মারা যান (Birbhum TMC Leader Death) ৷

Mayureswar TMC Leader Death
ময়ূরেশ্বর তৃণমূল গ্রামপঞ্চায়েত সদস্য
author img

By

Published : May 5, 2022, 11:41 AM IST

রামপুরহাট, 5 মে : তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্যকে খুনের অভিযোগ উঠল তৃণমূলেরই কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বীরভূমে মল্লারপুর থানার খড়াসিনপুর গ্রামে । নিহত গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম কাজী নুরুল হাসান ওরফে আকাশ । তিনি ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য (Mayureswar TMC Leader allegedly murdered by another TMC leader in Birbhum) ।

বুধবার রাতে মল্লারপুর থানার পুলিশের কাছ থেকে খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছন ৷ সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন কাজী নুরুল হাসান । ওই অবস্থায় বর্ধমান নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় ।

আরও পড়ুন : Jhalda Councillor Murder Case: ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে এবার উঠে এল বেটিং তথ্য

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, 4 মে বিকেলে কাজী নুরুল হাসান ময়ূরেশ্বরের বাড়ি থেকে বেরিয়ে মল্লারপুর আসেন । রাতেও বাড়ি না ফেরায় তাঁর মোবাইলে ফোন করেন স্ত্রী মৌসুমী খাতুন । সেই সময় পুলিশ তাঁদের জানায় কাজী নুরুল হাসানকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুলিশ জানিয়েছে, গতকাল রাতে খড়াসিনপুর গ্রামের মাঠ থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ । তারপর তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ।

বীরভূমের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েত সদস্য কাজী নুরুল হাসান ওরফে আকাশের রক্তাক্ত দেহ পাওয়া যায় মাঠ থেকে

ময়ূরেশ্বর পঞ্চায়েতে একটি সেভেন ম্যানের কমিটি আছে, যারা আপাতত পঞ্চায়েত চালায় । কাজী নুরুল হাসানের স্ত্রী মৌসুমী খাতুনের অভিযোগ, এই সেভেন ম্যানের কমিটির সদস্যরা তাঁর স্বামী কাজী নুরুল হাসানকে খুন করেছে । যদিও এই অভিযোগকে মিথ্যে বলে দাবি করেছেন সেভেন ম্যান কমিটির সদস্য মুরশেদ শেখ । তিনি বলেন, "আকাশের সঙ্গে আমার ভাল সম্পর্ক ছিল । আমি তাঁকে ব্যবসা করতে 20 হাজার টাকাও দিয়েছিলাম । পুলিশ তদন্ত করছে । আমাদের বিশ্বাস, তাতেই আসল রহস্য বেরিয়ে আসবে ।"

রামপুরহাট, 5 মে : তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্যকে খুনের অভিযোগ উঠল তৃণমূলেরই কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বীরভূমে মল্লারপুর থানার খড়াসিনপুর গ্রামে । নিহত গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম কাজী নুরুল হাসান ওরফে আকাশ । তিনি ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য (Mayureswar TMC Leader allegedly murdered by another TMC leader in Birbhum) ।

বুধবার রাতে মল্লারপুর থানার পুলিশের কাছ থেকে খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছন ৷ সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন কাজী নুরুল হাসান । ওই অবস্থায় বর্ধমান নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় ।

আরও পড়ুন : Jhalda Councillor Murder Case: ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে এবার উঠে এল বেটিং তথ্য

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, 4 মে বিকেলে কাজী নুরুল হাসান ময়ূরেশ্বরের বাড়ি থেকে বেরিয়ে মল্লারপুর আসেন । রাতেও বাড়ি না ফেরায় তাঁর মোবাইলে ফোন করেন স্ত্রী মৌসুমী খাতুন । সেই সময় পুলিশ তাঁদের জানায় কাজী নুরুল হাসানকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুলিশ জানিয়েছে, গতকাল রাতে খড়াসিনপুর গ্রামের মাঠ থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ । তারপর তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ।

বীরভূমের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েত সদস্য কাজী নুরুল হাসান ওরফে আকাশের রক্তাক্ত দেহ পাওয়া যায় মাঠ থেকে

ময়ূরেশ্বর পঞ্চায়েতে একটি সেভেন ম্যানের কমিটি আছে, যারা আপাতত পঞ্চায়েত চালায় । কাজী নুরুল হাসানের স্ত্রী মৌসুমী খাতুনের অভিযোগ, এই সেভেন ম্যানের কমিটির সদস্যরা তাঁর স্বামী কাজী নুরুল হাসানকে খুন করেছে । যদিও এই অভিযোগকে মিথ্যে বলে দাবি করেছেন সেভেন ম্যান কমিটির সদস্য মুরশেদ শেখ । তিনি বলেন, "আকাশের সঙ্গে আমার ভাল সম্পর্ক ছিল । আমি তাঁকে ব্যবসা করতে 20 হাজার টাকাও দিয়েছিলাম । পুলিশ তদন্ত করছে । আমাদের বিশ্বাস, তাতেই আসল রহস্য বেরিয়ে আসবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.