ETV Bharat / state

বীরভূমে ঘিঞ্জি জায়গায় বাজার, ভিড় করেই চলছে কেনাকাটা - বোলপুর

বোলপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত হাটতলা বাজার । জেলার মধ্যে সবথেকে ঘিঞ্জি বাজার এলাকা এটি । সেখানে ভিড় করে চলছে কেনাকাটা । ক্রেতা থেকে বিক্রেতা অনেকেরই মুখে মাস্কও নজরে পড়েনি ।

market of bolpur and suri of birbhum district still crowded
market of bolpur and suri of birbhum district still crowded
author img

By

Published : Apr 2, 2020, 6:52 PM IST

বীরভূম, 2 এপ্রিল: কোরোনা ভাইরাসের মোকাবিলায় দেশে চলছে লকডাউন । প্রয়োজনে বাইরে বেরোলেও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে । কিন্তু বীরভূম জেলায় সেই নিয়ম মানা হচ্ছে কই ? অন্য জেলায় খোলা আকাশের নিচে বাজার বসলেও বীরভূমের ছবিটা সম্পূর্ণ ভিন্ন । বোলপুর, সিউড়িতে মাস্ক ছাড়াই ভিড় করে চলছে কেনাকাটা । ঘিঞ্জি বাজার এলাকায় মানুষের অসচেতনতা স্পষ্ট । হেলদোল নেই প্রশাসনের ।

মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন । সবাইকে অকারণে বাড়ির বাইরে না বেরোনোর জন্য অনুরোধ করা হচ্ছে প্রশাসনের তরফে । দূরত্ব বজায় রাখার জন্য বিভিন্ন দোকানের সামনে চক দিয়ে গোল করে চিহ্নিত করে দেওয়া হচ্ছে । জেলায় জেলায় সবজি বাজারগুলিকে খোলা মাঠে স্থানান্তরিত করা হয়েছে । এক্ষেত্রে বীরভূমের চিত্রটা ব্যতিক্রম । বোলপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত হাটতলা বাজার । জেলার মধ্যে সবথেকে ঘিঞ্জি বাজার এলাকা এটি । বাজারের রাস্তায় চলছে কোরোনা সচেতনতামূলক প্রচার । তা সত্ত্বেও
ভিড় করে চলছে কেনাকাটা । ক্রেতা থেকে বিক্রেতা অনেকেরই মুখে মাস্ক নেই । নেই দূরত্ব বজায় রাখার কোনও বালাই । সবজি, মাছ, মুদি দোকান সবই বসেছে এক জায়গাতেই । সামাজিক দূরত্ব বজায় রাখতে চক দিয়ে চিহ্নিতকরণের নির্দেশিকাও নেই বোলপুর ও সিউড়ির বাজারগুলিতে ।

এই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই । এই প্রসঙ্গে জেলাশাসককে জানানো হলে তিনি বলেন, "বাজারগুলি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে ।"

বীরভূম, 2 এপ্রিল: কোরোনা ভাইরাসের মোকাবিলায় দেশে চলছে লকডাউন । প্রয়োজনে বাইরে বেরোলেও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে । কিন্তু বীরভূম জেলায় সেই নিয়ম মানা হচ্ছে কই ? অন্য জেলায় খোলা আকাশের নিচে বাজার বসলেও বীরভূমের ছবিটা সম্পূর্ণ ভিন্ন । বোলপুর, সিউড়িতে মাস্ক ছাড়াই ভিড় করে চলছে কেনাকাটা । ঘিঞ্জি বাজার এলাকায় মানুষের অসচেতনতা স্পষ্ট । হেলদোল নেই প্রশাসনের ।

মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন । সবাইকে অকারণে বাড়ির বাইরে না বেরোনোর জন্য অনুরোধ করা হচ্ছে প্রশাসনের তরফে । দূরত্ব বজায় রাখার জন্য বিভিন্ন দোকানের সামনে চক দিয়ে গোল করে চিহ্নিত করে দেওয়া হচ্ছে । জেলায় জেলায় সবজি বাজারগুলিকে খোলা মাঠে স্থানান্তরিত করা হয়েছে । এক্ষেত্রে বীরভূমের চিত্রটা ব্যতিক্রম । বোলপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত হাটতলা বাজার । জেলার মধ্যে সবথেকে ঘিঞ্জি বাজার এলাকা এটি । বাজারের রাস্তায় চলছে কোরোনা সচেতনতামূলক প্রচার । তা সত্ত্বেও
ভিড় করে চলছে কেনাকাটা । ক্রেতা থেকে বিক্রেতা অনেকেরই মুখে মাস্ক নেই । নেই দূরত্ব বজায় রাখার কোনও বালাই । সবজি, মাছ, মুদি দোকান সবই বসেছে এক জায়গাতেই । সামাজিক দূরত্ব বজায় রাখতে চক দিয়ে চিহ্নিতকরণের নির্দেশিকাও নেই বোলপুর ও সিউড়ির বাজারগুলিতে ।

এই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই । এই প্রসঙ্গে জেলাশাসককে জানানো হলে তিনি বলেন, "বাজারগুলি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.