ETV Bharat / state

"পুলিশের দাদাগিরি চলবে না", মাওবাদী পোস্টার খয়রাশোলে - বীরভূম

পোস্টারে লাল কালিতে লেখা আছে, "মাওবাদ এক হও, আমাদের অধিকার ছিনিয়ে নেব।" আরও লেখা আছে, "পুলিশের দাদাগিরি চলবে না। CRPF-এর দাদাগিরি চলবে না। লাল সেলাম ৷"

mao poster in birbhum khoyrashol
‘পুলিশের দাদাগিরি চলবে না’ লিখে মাওবাদী পোস্টার খয়রাশোলে
author img

By

Published : Nov 23, 2020, 7:06 PM IST

রামপুরহাট, 23 নভেম্বর : বীরভূমের লোকপুরে মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য । পোস্টারে লেখা রয়েছে "পুলিশের দাদাগিরি চলবে না" । তবে এই পোস্টার মাওবাদীরাই দিয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।


ঝাড়খণ্ড সীমানার বীরভূমের খয়রাশোল একসময় মাওবাদীদের ডেরা ছিল । তাই এই এলাকায় CRPF-এর একটা ক্যাম্প রয়েছে । সেই ক্যাম্প থেকে কিছু দূরে একটা পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে । পোস্টারে লাল কালিতে লেখা আছে, "মাওবাদ এক হও, আমাদের অধিকার ছিনিয়ে নেব।" আরও লেখা আছে, "পুলিশের দাদাগিরি চলবে না। CRPF-এর দাদাগিরি চলবে না। লাল সেলাম ৷" খয়রাশোল ব্লকের লোকপুর থানার খড়িকাবাদ গ্রামে বাসস্ট্য়ান্ডের দেওয়ালে এই পোস্টার দেখা যায় । খবর পেয়ে পুলিশ গিয়ে পোস্টার ছিঁড়ে দেয় ৷ তবে সেই পোস্টার মাওবাদী পোস্টার কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

শুধু তাই নয়, গত কয়েক মাস ধরেই জঙ্গলমহলের কয়েকটি এলাকায় মাওবাদী কার্যকলাপ আবারও দেখা যাচ্ছে ৷ তবে, তা একেবারেই প্রাথমিক স্তরে বলে মনে করছেন গোয়েন্দারা ৷

রামপুরহাট, 23 নভেম্বর : বীরভূমের লোকপুরে মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য । পোস্টারে লেখা রয়েছে "পুলিশের দাদাগিরি চলবে না" । তবে এই পোস্টার মাওবাদীরাই দিয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।


ঝাড়খণ্ড সীমানার বীরভূমের খয়রাশোল একসময় মাওবাদীদের ডেরা ছিল । তাই এই এলাকায় CRPF-এর একটা ক্যাম্প রয়েছে । সেই ক্যাম্প থেকে কিছু দূরে একটা পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে । পোস্টারে লাল কালিতে লেখা আছে, "মাওবাদ এক হও, আমাদের অধিকার ছিনিয়ে নেব।" আরও লেখা আছে, "পুলিশের দাদাগিরি চলবে না। CRPF-এর দাদাগিরি চলবে না। লাল সেলাম ৷" খয়রাশোল ব্লকের লোকপুর থানার খড়িকাবাদ গ্রামে বাসস্ট্য়ান্ডের দেওয়ালে এই পোস্টার দেখা যায় । খবর পেয়ে পুলিশ গিয়ে পোস্টার ছিঁড়ে দেয় ৷ তবে সেই পোস্টার মাওবাদী পোস্টার কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

শুধু তাই নয়, গত কয়েক মাস ধরেই জঙ্গলমহলের কয়েকটি এলাকায় মাওবাদী কার্যকলাপ আবারও দেখা যাচ্ছে ৷ তবে, তা একেবারেই প্রাথমিক স্তরে বলে মনে করছেন গোয়েন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.