বোলপুর, 26 জুন: উত্তরবঙ্গ সফর শেষে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বীরভূমে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দলীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 3 জুলাই বীরভূমের খয়রাশোলে সভা করবেন তিনি ৷ 2011 রাজ্যে ক্ষমতায় আসার পর 'কেষ্টহীন' বীরভূমে এই প্রথম পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আসছেন তৃণমূল সুপ্রিমো ।
বীরভূম মানেই রাজ্যের আর পাঁচটা জেলার থেকে ভিন্ন কিছু হবেই ৷ আগামী 8 জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। তার আগেই বীরভূমের বহু গ্রাম পঞ্চায়েত শাসক দল তৃণমূল-কংগ্রেসের দখলে চলে এসেছে ৷ এমনকী, বেশ কয়েকটি পঞ্চায়েত সমিতিও তৃণমূলের দখলে ৷ তবে জেলা পরিষদে তৃণমূলকে টক্কর দেবে বাম ও বিজেপি ৷ 2013 ও 2018 সালে অনুব্রত মণ্ডলের গড়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল । কিন্তু, এবার আবহাওয়া অন্য ৷ গরু পাচার ও অর্থ জালিয়াতি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিহাড় জেলে বন্দি রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ।
তাঁর প্রিয় 'কেষ্টহীন' বীরভূমের হাল ধরেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এই প্রথম পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এই জেলায় আসছেন মমতা, যখন সেখানে উপস্থিত থাকবেন না অনুব্রত মণ্ডল ৷ দল ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 30 জুন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল এই জেলায় । দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের গোষ্ঠডাঙা মাঠে সভা করার কথা ছিল তাঁর । সেই মত এদিন সকাল থেকেই জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সঙ্গে বৈঠকও করেন৷ তবে বৈঠকের কয়েক ঘন্টা পরই বাতিল হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ৷
আরও পড়ুন: সীমান্তে যারা গুলি চালাবে তাদের বিরুদ্ধেও এফআইআর হবে, নিশীথকে ঠুকে আক্রমণ মমতার
জানা গিয়েছে, ওইদিন পশ্চিম বর্ধমান জেলায় সভা করবেন অভিষেক ৷ তাঁর পরিবর্তে 3 জুলাই বীরভূমে সভা করবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তরবঙ্গ সফর শেষেই বীরভূমে আসছেন তিনি । এখনও পর্যন্ত এমনটাই ঠিক হয়েছে । বর্ষায় পঞ্চায়েত নির্বাচন । তাই বৃষ্টির কথা মাথায় রেখেই সভার প্রস্তুতি নিতে হবে ৷ সেই দিকটাই খতিয়ে দেখছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা ৷ চূড়ান্ত সফর সূচি তৈরি হলে ফের বৈঠকে করবেন তারা । প্রসঙ্গত, বিক্ষুব্ধ তৃণমূলের লোকজন নির্দলের হয়ে প্রার্থী হয়েছেন এই জেলায় এবং তাঁদেরকে পিছন থেকে সহযোগিতা করছে বিজেপি ও সিপিএম ৷ এমনই রিপোর্ট পেয়ে ইতিমধ্যেই 30 জনকে দল থেকে বরখাস্ত করেছে তৃণমূলের বীরভূম কোর কমিটি । এই 30 জনের মধ্যে খয়রাশোল ব্লকেরই 17 জন আছেন ৷ রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী তথা তৃণমূল নেতা চন্দ্রনাথ সিনহা বলেন,"3 জুলাই মুখ্যমন্ত্রী আসছেন । দুবরাজপুরের মাঠে সভা করবেন তিনি ।"