ETV Bharat / state

Mamata slams BJP MLAs : অকুস্থলে পৌঁছনোর আগেই ল্যাংচা হাতে বিজেপি বিধায়কেরা, কটাক্ষ মমতার - Mamata slams BJP MLAs

এদিন সকালেই বিজেপির প্রতিনিধি দল কলকাতা থেকে রামপুরহাটের উদ্দেশে রওনা দেন ৷ মাঝপথে তাঁরা শক্তিগড়ে খাওয়ার জন্য থামে ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে ৷ সেই বিষয়টি নিয়েই বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee slams BJP MLAs over the viral video) ৷

Mamata slams BJP
ল্যাংচা হাতে ভাইরাল বিজেপি বিধায়কেরা
author img

By

Published : Mar 23, 2022, 4:17 PM IST

শক্তিগড়, 23 মার্চ : উপপ্রধানকে খুন ৷ তারপর প্রায় 10টি বাড়ি জ্বালিয়ে দেওয়া ৷ রামপুরহাটের এই ঘটনায় তোলপাড় গোটা রাজ্য ৷ ঘটনার পর থেকেই রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি ৷ এদিন বাসে চড়ে ঘটনাস্থলে রওনা দেয় গেরুয়াশিবিরের প্রতিনিধিদল ৷ মাঝপথে তাঁদের সঙ্গে যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ যদিও সেখানে পৌঁছনোর আগেই মুখ্যমন্ত্রীর কটাক্ষের শিকার হলেন তাঁরা ৷ কটাক্ষের কারণ হল ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ৷ যাতে দেখা যাচ্ছে শক্তিগড়ে বিশ্রাম নিচ্ছেন বিরোধী শিবিরের বিধায়কেরা ৷ তাঁদের বেশিরভাগের হাতেই ল্যাংচার প্লেট (Mamata Banerjee slams BJP MLAs over the viral video) ৷

সেই প্রসঙ্গেই তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘আগামিকাল বগটুই যাব ৷ আজই যেতাম ৷ কিছু দল ল্যাংচা খেতে খেতে ল্যাংচাতে ল্যাংচাতে যাচ্ছে ৷ ওরা থাকাকালীন যাব না ৷ কারণ, পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাই না ৷’’ নেটমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিয়ো শেয়ার করেছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ । তিনি লেখেন, ‘বিজেপির পিকনিক । গাড়ি বাসে যথাযথ আয়োজন ছিল বলে খবর । কিন্তু শক্তিগড়ের ল্যাংচা না হলে চলে ? বুধবার সকালে । উল্লেখ্য, ওরা রামপুরহাটের দুঃখজনক ঘটনাস্থলে যাচ্ছেন ।’

আরও পড়ুন : বিরাট ষড়যন্ত্র ! আগামিকাল বগটুই যাচ্ছেন মমতা

বুধবার বিজেপির মুখ্য সচেতক মনোজ টিপ্পার নেতৃত্বে কলকাতা থেকে দু'টি বাস রামপুরহাটের উদ্দেশে রওনা দেয় । সকালেই ঘটনাস্থলে পৌঁছেছেন সদ্য সিপিআইএমের রাজ্য সম্পাদকের দায়িত্ব পাওয়া মহম্মদ সেলিম ৷ ফলে রাজ্যের শাসকদলের ওপর চাপ ক্রমশ বাড়ছে ৷ বিজেপি নেতৃত্বের কথায়, ‘সেই চাপ থেকে নজর ঘোরাতেই পিকনিকের জিগির তুলছে তৃণমূল ৷ দীর্ঘ যাত্রাপথে বিশ্রামের জন্য বিরতি নেওয়া মানেই বিষয়কে লঘু করে দেখা নয় ৷’

শক্তিগড়ে বিশ্রাম নিচ্ছেন বিরোধী শিবিরের বিধায়কেরা, তাঁদের বেশিরভাগের হাতেই ল্যাংচার প্লেট

শক্তিগড়, 23 মার্চ : উপপ্রধানকে খুন ৷ তারপর প্রায় 10টি বাড়ি জ্বালিয়ে দেওয়া ৷ রামপুরহাটের এই ঘটনায় তোলপাড় গোটা রাজ্য ৷ ঘটনার পর থেকেই রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি ৷ এদিন বাসে চড়ে ঘটনাস্থলে রওনা দেয় গেরুয়াশিবিরের প্রতিনিধিদল ৷ মাঝপথে তাঁদের সঙ্গে যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ যদিও সেখানে পৌঁছনোর আগেই মুখ্যমন্ত্রীর কটাক্ষের শিকার হলেন তাঁরা ৷ কটাক্ষের কারণ হল ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ৷ যাতে দেখা যাচ্ছে শক্তিগড়ে বিশ্রাম নিচ্ছেন বিরোধী শিবিরের বিধায়কেরা ৷ তাঁদের বেশিরভাগের হাতেই ল্যাংচার প্লেট (Mamata Banerjee slams BJP MLAs over the viral video) ৷

সেই প্রসঙ্গেই তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘আগামিকাল বগটুই যাব ৷ আজই যেতাম ৷ কিছু দল ল্যাংচা খেতে খেতে ল্যাংচাতে ল্যাংচাতে যাচ্ছে ৷ ওরা থাকাকালীন যাব না ৷ কারণ, পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাই না ৷’’ নেটমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিয়ো শেয়ার করেছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ । তিনি লেখেন, ‘বিজেপির পিকনিক । গাড়ি বাসে যথাযথ আয়োজন ছিল বলে খবর । কিন্তু শক্তিগড়ের ল্যাংচা না হলে চলে ? বুধবার সকালে । উল্লেখ্য, ওরা রামপুরহাটের দুঃখজনক ঘটনাস্থলে যাচ্ছেন ।’

আরও পড়ুন : বিরাট ষড়যন্ত্র ! আগামিকাল বগটুই যাচ্ছেন মমতা

বুধবার বিজেপির মুখ্য সচেতক মনোজ টিপ্পার নেতৃত্বে কলকাতা থেকে দু'টি বাস রামপুরহাটের উদ্দেশে রওনা দেয় । সকালেই ঘটনাস্থলে পৌঁছেছেন সদ্য সিপিআইএমের রাজ্য সম্পাদকের দায়িত্ব পাওয়া মহম্মদ সেলিম ৷ ফলে রাজ্যের শাসকদলের ওপর চাপ ক্রমশ বাড়ছে ৷ বিজেপি নেতৃত্বের কথায়, ‘সেই চাপ থেকে নজর ঘোরাতেই পিকনিকের জিগির তুলছে তৃণমূল ৷ দীর্ঘ যাত্রাপথে বিশ্রামের জন্য বিরতি নেওয়া মানেই বিষয়কে লঘু করে দেখা নয় ৷’

শক্তিগড়ে বিশ্রাম নিচ্ছেন বিরোধী শিবিরের বিধায়কেরা, তাঁদের বেশিরভাগের হাতেই ল্যাংচার প্লেট

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.