ETV Bharat / state

Mamata on Lalan Sheikh Death: সিবিআই হেফাজতে কীভাবে মৃত্যু লালন শেখের, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী - মমতা বন্দ্যোপাধ্যায়

বগটুই হত্যাকাণ্ডের (Bogtui Massacre) অন্যতম প্রধান অভিযুক্ত লালন শেখের মৃত্যু (Lalan Sheikh Death) নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাঁর প্রশ্ন, সিবিআই হেফাজতে কীভাবে লালন শেখের মৃত্যু হল ?

mamata-banerjee-questions-how-lalan-sheikh-died-in-cbi-custody
Mamata on Lalan Sheikh Death: সিবিআই হেফাজতে কিভাবে মৃত্যু লালন শেখের, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী
author img

By

Published : Dec 13, 2022, 6:45 PM IST

Updated : Dec 13, 2022, 8:52 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর: বগটুই হত্যাকাণ্ডের (Bogtui Massacre) অন্যতম প্রধান অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু (Lalan Sheikh Death) কি স্বাভাবিক, নাকি তদন্তকে প্রভাবিত করার জন্য এই ঘটনা ঘটানো হল ! সোমবার লালন শেখের মৃত্যু নিয়ে এভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) কাঠগড়ায় তুলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ।

মঙ্গলবার এই প্রসঙ্গে মুখ খুলে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিলেন, লালনের মৃত্যুর বিষয়টি নিয়ে রাজ্য সরকারও খতিয়ে দেখবে । এদিন মুখ্যমন্ত্রীও সিবিআই হেফাজতে কীভাবে লালন শেখের মৃত্যু হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘লালন শেখের মৃত্যু দুর্ভাগ্যজনক ।’’ কিন্তু সিবিআই হেফাজতে কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী । বলেন, ‘‘ঘটনার নিন্দা করছি, যদি সিবিআই এতই স্মার্টই হয়, তাহলে তাদের হেফাজতে কেন মারা গেল? তার স্ত্রী মনে হয় এফআইআর দায়ের করেছেন । আমরাও বিষয়টি তুলব ।’’

প্রসঙ্গত, গতকাল সোমবার সিবিআই রাস্তায় ক্যাম্পে ঝুলন্ত অবস্থায় লালন শেখের দেহ পাওয়া যায় । এরপরই তৃণমূল নেতৃত্ব তদন্তের দাবিতে সরব হয়েছে । এমনকী, এই ঘটনার তদন্তে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) হেফাজতে নিয়ে জেরা করার দাবি জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । এদিন সরাসরি এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দা প্রকাশ করলেন ।

এদিকে লালন শেখের মৃত্যু নিয়ে উত্তাল বীরভূম ৷ মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ চলছে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের বাইরে৷ লালন শেখের স্ত্রী রেশমা বিবি সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, তিনজন সিবিআই অফিসার - বিলাস, ভাস্কর এবং রাহুল তাঁর কাছে তাঁদের বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক দাবি করেছিলেন ৷ না হলে 50 লক্ষ টাকা দিতে বলা হয়েছিল ৷ টাকা দিলে এই ঘটনা থেকে তাঁদের বাঁচিয়ে দেওয়া হবে বলে ওই তিনজন জানিয়েছিলেন ৷ তিনি এই নিয়ে রামপুরহাট থানায় এফআইআরও দায়ের করেছেন ৷

একই সঙ্গে তাঁর দাবি, সিবিআই তাঁর স্বামীকে খুন করেছে । লালনকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল, বেধড়ক মারধর করা হয়েছিল । এমনকি, জিভ কেটে নেওয়ার হুমকি দিয়েছিল । ঘটনায় সিআইডি তদন্তের দাবিও করেন তিনি ৷ পাশাপাশি, বগটুই কাণ্ডের তদন্তে থাকা সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে গ্রেফতার না করা পর্যন্ত দেহ নিতেও অস্বীকার করেন রেশমা ৷

আরও পড়ুন: লালনের মৃত্যুতে সিআইডি তদন্তের দাবি স্ত্রী রেশমার

কলকাতা, 13 ডিসেম্বর: বগটুই হত্যাকাণ্ডের (Bogtui Massacre) অন্যতম প্রধান অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু (Lalan Sheikh Death) কি স্বাভাবিক, নাকি তদন্তকে প্রভাবিত করার জন্য এই ঘটনা ঘটানো হল ! সোমবার লালন শেখের মৃত্যু নিয়ে এভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) কাঠগড়ায় তুলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ।

মঙ্গলবার এই প্রসঙ্গে মুখ খুলে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিলেন, লালনের মৃত্যুর বিষয়টি নিয়ে রাজ্য সরকারও খতিয়ে দেখবে । এদিন মুখ্যমন্ত্রীও সিবিআই হেফাজতে কীভাবে লালন শেখের মৃত্যু হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘লালন শেখের মৃত্যু দুর্ভাগ্যজনক ।’’ কিন্তু সিবিআই হেফাজতে কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী । বলেন, ‘‘ঘটনার নিন্দা করছি, যদি সিবিআই এতই স্মার্টই হয়, তাহলে তাদের হেফাজতে কেন মারা গেল? তার স্ত্রী মনে হয় এফআইআর দায়ের করেছেন । আমরাও বিষয়টি তুলব ।’’

প্রসঙ্গত, গতকাল সোমবার সিবিআই রাস্তায় ক্যাম্পে ঝুলন্ত অবস্থায় লালন শেখের দেহ পাওয়া যায় । এরপরই তৃণমূল নেতৃত্ব তদন্তের দাবিতে সরব হয়েছে । এমনকী, এই ঘটনার তদন্তে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) হেফাজতে নিয়ে জেরা করার দাবি জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । এদিন সরাসরি এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দা প্রকাশ করলেন ।

এদিকে লালন শেখের মৃত্যু নিয়ে উত্তাল বীরভূম ৷ মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ চলছে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের বাইরে৷ লালন শেখের স্ত্রী রেশমা বিবি সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, তিনজন সিবিআই অফিসার - বিলাস, ভাস্কর এবং রাহুল তাঁর কাছে তাঁদের বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক দাবি করেছিলেন ৷ না হলে 50 লক্ষ টাকা দিতে বলা হয়েছিল ৷ টাকা দিলে এই ঘটনা থেকে তাঁদের বাঁচিয়ে দেওয়া হবে বলে ওই তিনজন জানিয়েছিলেন ৷ তিনি এই নিয়ে রামপুরহাট থানায় এফআইআরও দায়ের করেছেন ৷

একই সঙ্গে তাঁর দাবি, সিবিআই তাঁর স্বামীকে খুন করেছে । লালনকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল, বেধড়ক মারধর করা হয়েছিল । এমনকি, জিভ কেটে নেওয়ার হুমকি দিয়েছিল । ঘটনায় সিআইডি তদন্তের দাবিও করেন তিনি ৷ পাশাপাশি, বগটুই কাণ্ডের তদন্তে থাকা সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে গ্রেফতার না করা পর্যন্ত দেহ নিতেও অস্বীকার করেন রেশমা ৷

আরও পড়ুন: লালনের মৃত্যুতে সিআইডি তদন্তের দাবি স্ত্রী রেশমার

Last Updated : Dec 13, 2022, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.