ETV Bharat / state

IPS Reshuffle: 30 আইপিএস বদল ও পদোন্নতি রাজ্যে, তালিকায় 6 আইজি-ডিআইজি-সহ 10 জেলার এসপি - আইপিএস বদল

IPS Reshuffle in Bengal: স্পেন সফরে যাওয়ার আগে রাজ্যের 30 জন আইপিএস-এর বদল ও পদোন্নতি করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই তালিকায় রয়েছেন 6 জন আইজি-ডিআইজি-সহ 10টি জেলার পুলিশ সুপার ৷

IPS Reshuffle
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 7:58 PM IST

Updated : Sep 12, 2023, 8:26 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: স্পেন সফরে যাওয়ার আগে 30 জন আইপিএস-এর বদল ও পদোন্নতি করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার মধ্যে 10 জেলার পুলিশ সুপারকে বদল করা হয়েছে । বদল করা হয়েছে ডিআইজি পদমর্যাদার অফিসারদেরও ৷ মন্ত্রিসভা ও প্রশাসনিক রদবদলের পাশাপাশি পুলিশ প্রশাসনেরও রদবদল হল রাজ্যে ।

মঙ্গলবার নবান্ন থেকে সিনিয়র স্পেশাল সেক্রেটারি একটি বিজ্ঞপ্তি জারি করেন । তাতে 30 জন আইপিএস ও একজন ডব্লিউবিপিএস-কে বদল ও পদোন্নতি করা হয় ৷ স্পেন সফরে যাওয়ার আগে সোমবারই সাংবাদিক বৈঠক করে মন্ত্রিসভার রদবদলের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে বিদেশযাত্রার প্রাক মুহূর্তে এ দিন 11টি জেলার জেলাশাসককেও বদল করা হয়েছে । একইসঙ্গে, পুলিশ প্রশাসনেরও রদবদল করা হয়েছে ।

উল্লেখ্য, 2005 ব্যাচের আইপিএস অভিষেক কুমার চতুর্বেদীকে শিলিগুড়ি পুলিশ কমিশনারের পদ থেকে জলপাইগুড়ি রেঞ্জের আইজিপি পদে বসানো হয়েছে । 2006 ব্যাচের আইপিএস মুকেশ কুমারকে ডিআইজি বাঁকুড়া থেকে ডিআইজি মুর্শিদাবাদ এবং সি সুধাকরকে ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ থেকে শিলিগুড়ি পুলিশ কমিশনার, 2007 ব্যাচের আইপিএস মিরাজ খালিদকে ডিআইজি পুরুলিয়া থেকে জয়েন্ট সিপি কলকাতা (এসটাব্লিসমেন্ট), 2008 ব্যাচের আইপিএস রশিদ মুনির খানকে ডিআইজি মুর্শিদাবাদ থেকে রাজ্য পুলিশের ডিআইজি হেডকোয়ার্টার পদে বদল করা হয়েছে ।

আরও পড়ুন: মন্ত্রিসভার পর এবার প্রশাসনিক স্তরে রদবদল করলেন মুখ্যমন্ত্রী

এ ছাড়াও মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি হলেন সূর্য প্রসাদ যাদব, কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, জলপাইগুড়ি পুলিশ জেলার এসপি আনন্দ রায়, কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি অমরনাথ কে, হুগলি গ্রামীণের এসপি কামনাশিস সেন, পূর্ব বর্ধমানের এসপি আমনদীপ, রানাঘাট পুলিশ জেলার এসপি হলেন কুমার সানি রাজ, পূর্ব মেদিনীপুরের এসপি হলেন সৌমদীপ ভট্টাচার্য, দক্ষিণ দিনাজপুরের এসপি চিন্ময় মিত্তাল ও বারুইপুর পুলিশ জেলার এসপি পদে বসানো হল পলাশচন্দ্র ঢালিকে । অর্থাৎ, 10 জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে । বাকি তালিকায় আইপিএস অফিসারদেরও বিভিন্ন পদে বদল করা হয়েছে ।

উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার রদবদলের পাশাপাশি প্রশাসনিক ও পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদলকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

কলকাতা, 12 সেপ্টেম্বর: স্পেন সফরে যাওয়ার আগে 30 জন আইপিএস-এর বদল ও পদোন্নতি করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার মধ্যে 10 জেলার পুলিশ সুপারকে বদল করা হয়েছে । বদল করা হয়েছে ডিআইজি পদমর্যাদার অফিসারদেরও ৷ মন্ত্রিসভা ও প্রশাসনিক রদবদলের পাশাপাশি পুলিশ প্রশাসনেরও রদবদল হল রাজ্যে ।

মঙ্গলবার নবান্ন থেকে সিনিয়র স্পেশাল সেক্রেটারি একটি বিজ্ঞপ্তি জারি করেন । তাতে 30 জন আইপিএস ও একজন ডব্লিউবিপিএস-কে বদল ও পদোন্নতি করা হয় ৷ স্পেন সফরে যাওয়ার আগে সোমবারই সাংবাদিক বৈঠক করে মন্ত্রিসভার রদবদলের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে বিদেশযাত্রার প্রাক মুহূর্তে এ দিন 11টি জেলার জেলাশাসককেও বদল করা হয়েছে । একইসঙ্গে, পুলিশ প্রশাসনেরও রদবদল করা হয়েছে ।

উল্লেখ্য, 2005 ব্যাচের আইপিএস অভিষেক কুমার চতুর্বেদীকে শিলিগুড়ি পুলিশ কমিশনারের পদ থেকে জলপাইগুড়ি রেঞ্জের আইজিপি পদে বসানো হয়েছে । 2006 ব্যাচের আইপিএস মুকেশ কুমারকে ডিআইজি বাঁকুড়া থেকে ডিআইজি মুর্শিদাবাদ এবং সি সুধাকরকে ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ থেকে শিলিগুড়ি পুলিশ কমিশনার, 2007 ব্যাচের আইপিএস মিরাজ খালিদকে ডিআইজি পুরুলিয়া থেকে জয়েন্ট সিপি কলকাতা (এসটাব্লিসমেন্ট), 2008 ব্যাচের আইপিএস রশিদ মুনির খানকে ডিআইজি মুর্শিদাবাদ থেকে রাজ্য পুলিশের ডিআইজি হেডকোয়ার্টার পদে বদল করা হয়েছে ।

আরও পড়ুন: মন্ত্রিসভার পর এবার প্রশাসনিক স্তরে রদবদল করলেন মুখ্যমন্ত্রী

এ ছাড়াও মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি হলেন সূর্য প্রসাদ যাদব, কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, জলপাইগুড়ি পুলিশ জেলার এসপি আনন্দ রায়, কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি অমরনাথ কে, হুগলি গ্রামীণের এসপি কামনাশিস সেন, পূর্ব বর্ধমানের এসপি আমনদীপ, রানাঘাট পুলিশ জেলার এসপি হলেন কুমার সানি রাজ, পূর্ব মেদিনীপুরের এসপি হলেন সৌমদীপ ভট্টাচার্য, দক্ষিণ দিনাজপুরের এসপি চিন্ময় মিত্তাল ও বারুইপুর পুলিশ জেলার এসপি পদে বসানো হল পলাশচন্দ্র ঢালিকে । অর্থাৎ, 10 জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে । বাকি তালিকায় আইপিএস অফিসারদেরও বিভিন্ন পদে বদল করা হয়েছে ।

উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার রদবদলের পাশাপাশি প্রশাসনিক ও পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদলকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

Last Updated : Sep 12, 2023, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.