মুরারই, 8 মার্চ : সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক ৷ প্রথম দিনে বাংলা পরীক্ষা খারাপ হওয়ায় আত্মঘাতী হল এক পরীক্ষার্থী (Madhyamik Examinee Suicide Due to Bad Exam in First Day) ৷ মৃত পরীক্ষার্থী মহিমা খাতুনের (17) বাড়ি বীরভূমের পাইকর থানার উত্তর রামচন্দ্রপুর গ্রামে ।
মহিমা বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল ৷ হারুয়া উচ্চ বিদ্যালয়ে সোমবার বাংলা পরীক্ষা দিয়ে আসার পর পরিবারকে জানায় তার পরীক্ষা ভাল হয়নি ৷ সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পর নিজের ঘরে পড়ার জন্য চলে যায় সে । কিছুক্ষণ পরে তাকে ডাকতে গিয়ে পরিবারের লোক দেখে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে মহিমা ।
তড়িঘড়ি পাইকর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে যাওয়া হয় । মেয়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া পরিবারে ।
আরও পড়ুন : Madhyamik 2022 : নিউরোর সমস্যা মেটাতে বেঙ্গালুরুতে, মাধ্যমিক দেওয়া হল না মেধাবী সৌমদীপের