ETV Bharat / state

পুলিশ হেপাজতে কিশোরের মৃত্যু ঘিরে উত্তপ্ত মল্লারপুর, কাল 12 ঘণ্টা বনধের ডাক

মল্লারপুরের বাউরি পাড়ার বাসিন্দা ছিল শুভ । মোবাইল চুরির অভিযোগে সপ্তমীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ । আজ তাঁর মৃত্যুর খবর আসে ।

birbhum
মল্লারপুর
author img

By

Published : Oct 30, 2020, 12:29 PM IST

Updated : Oct 30, 2020, 4:53 PM IST

মল্লারপুর, 30 অক্টোবর : পুলিশি হেপাজতে কিশোরের মৃত্যু ঘিরে বিক্ষোভ । 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা । সপ্তমীর রাতে শুভ মেহেনাকে (15) গ্রেপ্তার করে পুলিশ । পুলিশি অত্যাচারেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ ।

মল্লারপুরের বাউরি পাড়ার বাসিন্দা ছিল শুভ । মোবাইল চুরির অভিযোগে সপ্তমীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ । পরিবারের অভিযোগ, শুভকে আদালতে তোলেনি পুলিশ । থানার মধ্যে রেখেই চলে মারধর । আজ সকালে শুভর বাড়িতে মৃত্যুর খবর দেওয়া হয় ।

তাঁর মৃত্যুর খবর আসতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা । তদন্তের দাবিতে মল্লারপুর থানায় বিক্ষোভ দেখান । মল্লারপুর বায়না মোড়ে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান ।

কী পরিস্থিতি মল্লারপুরে ?

শুভর মৃতদেহ মল্লারপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে রাখা রয়েছে । পুলিশ সূত্রে খবর, তদন্ত শুরু হয়েছে । ক্ষোভের আঁচ কমলে রামপুরহাট মেডিকেলে ময়নাতদন্তে পাঠানো হবে মৃতদেহ ।

মল্লারপুর, 30 অক্টোবর : পুলিশি হেপাজতে কিশোরের মৃত্যু ঘিরে বিক্ষোভ । 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা । সপ্তমীর রাতে শুভ মেহেনাকে (15) গ্রেপ্তার করে পুলিশ । পুলিশি অত্যাচারেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ ।

মল্লারপুরের বাউরি পাড়ার বাসিন্দা ছিল শুভ । মোবাইল চুরির অভিযোগে সপ্তমীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ । পরিবারের অভিযোগ, শুভকে আদালতে তোলেনি পুলিশ । থানার মধ্যে রেখেই চলে মারধর । আজ সকালে শুভর বাড়িতে মৃত্যুর খবর দেওয়া হয় ।

তাঁর মৃত্যুর খবর আসতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা । তদন্তের দাবিতে মল্লারপুর থানায় বিক্ষোভ দেখান । মল্লারপুর বায়না মোড়ে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান ।

কী পরিস্থিতি মল্লারপুরে ?

শুভর মৃতদেহ মল্লারপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে রাখা রয়েছে । পুলিশ সূত্রে খবর, তদন্ত শুরু হয়েছে । ক্ষোভের আঁচ কমলে রামপুরহাট মেডিকেলে ময়নাতদন্তে পাঠানো হবে মৃতদেহ ।

Last Updated : Oct 30, 2020, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.