ইলামবাজার, 9 ফেব্রুয়ারি : NRC-র জন্য সই সংগ্রহ করতে এসেছেন। এই আশঙ্কায় আট মহিলাকে আটকে রাখলেন গ্রামবাসীরা।তাঁদের সঙ্গে রয়েছে তিন শিশুও। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে । আজ সকালে ইলামবাজারের জয়দেব কেঁদুলি গ্রাম পঞ্চায়েতের ছোটোচক গ্রামে ঘটনাটি ঘটে। যদি ওই মহিলাদের দাবি, গ্রামবাসীদের কাছ থেকে আর্থিক সাহায্য চেয়ে সই সংগ্রহ করছিলেন তাঁরা ।
মহারাষ্ট্র থেকে এসে ছোটোচক গ্রামে আর্থিক সাহায্য চাইছিলেন ওই আট মহিলা। বাড়ি বাড়ি ঘুরে টাকা সংগ্রহ করছিলেন । কারণ হিসেবে তাঁরা জানান, বন্যায় তাঁদের বাড়িঘর ভেসে গেছে। টাকার প্রয়োজন ।
প্রথমে বিষয়টি ঠিকভাবে এগোলেও গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তাঁরা জাতীয় নাগরিকপঞ্জির কাজের সঙ্গে যুক্ত কি না এই সন্দেহ দানা বাঁধে। এই আতঙ্কেই ওই আট মহিলাকে আটক করেন স্থানীয়রা । সেই দলে শিশুও রয়েছে।
খবর পয়ে ঘটনাস্থানে আসে ইলামবাজার থানার পুলিশ । স্থানীয়দের ভিড় সরিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এবং মহিলাদের উদ্ধার করে । পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাঁদের । কী কারণে তাঁরা মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গে এসে টাকা সংগ্রহ করছে এই প্রশ্ন করা হয় । মহিলাদের তরফে জানানো হয়েছে, তাঁদের বাড়ি বন্যায় ভেসে গেছে । অর্থ সংগ্রহ করে দিনযাপন করেন তাঁরা ।