ETV Bharat / state

Deucha Pachami Project : খনি-বিরোধী জনমঞ্চের প্রতিনিধিদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

18 ফেব্রুয়ারি অর্থাৎ, শুক্রবার বোলপুরে তাদের পথসভায় বাধা দেয় পুলিশ। সিপিআইএম জেলা সম্পাদক গৌতম ঘোষ-সহ একাধিক বাম নেতাকে গ্রেফতার করা হয় (CPIM leaders arrested in Deucha Pachami yesterday) ৷

author img

By

Published : Feb 19, 2022, 10:26 PM IST

Deucha Pachami Project
খনি-বিরোধী জনমঞ্চের প্রতিনিধিদের মারধরের অভিযোগ তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে

বোলপুর, 19 ফেব্রুয়ারি : বৃহস্পতিবার 'বিদ্বেষের রাজনীতি বিরোধী জনমঞ্চে'র পথসভা উত্তপ্ত হয়েছিল পুলিশি বাধার অভিযোগে ৷ আর শনিবার জনমঞ্চের প্রতিনিধিদের উপর নেমে এল আক্রমণ ৷ এদিন শান্তিনিকেতনে বাম সমর্থিত জনমঞ্চের প্রতিনিধিদের রিসর্টে শাসকদলের স্থানীয় নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ (Left front Janamancha representatives are beaten in Bolpur) ৷ বাদ যাননি মহিলা প্রতিনিধিরাও ৷ ঘটনার জেরে দেউচা-পাচামির কর্মসূচি বাতিল করে ট্রেন ধরে কলকাতা ফিরে আসে প্রতিনিধিদের একাংশ ৷

দেউচা-পাচামি খোলামুখ কয়লা খনির বিরুদ্ধে গত 15 ফেব্রুয়ারি কলকাতা থেকে বাম সমর্থিত 'বিদ্বেষের রাজনীতি বিরোধী জনমঞ্চ' যাত্রা শুরু করে । 18 ফেব্রুয়ারি অর্থাৎ, শুক্রবার বোলপুরে তাদের পথসভায় বাধা দেয় পুলিশ । নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে মাইক বাজেয়াপ্ত করে পুলিশ । পাশাপাশি সিপিআইএম জেলা সম্পাদক গৌতম ঘোষ-সহ একাধিক বাম নেতাকে গ্রেফতার করা হয় (CPIM leaders arrested in Deucha Pachami yesterday) ৷

দেউচা-পাচামি খনি-বিরোধী জনমঞ্চের প্রতিনিধিদের মারধরের অভিযোগ বোলপুরে

এদিন তারই প্রতিবাদে শান্তিনিকেতনে মিছিল করে জনমঞ্চের প্রতিনিধিরা ৷ পরে সিউড়ি হয়ে ওই প্রতিনিধিদের দেউচা যাওয়ার কথা ছিল । কিন্তু তা হয়নি ৷ অভিযোগ, বোলপুর থেকে সিউড়ি যাওয়ার সবক'টি রাস্তা অবরোধ করে তৃণমূল সমর্থিত আদিবাসীরা । ইলামবাজার, পাড়ুই ও পুরন্দরপুরে অবরোধ চলে সকাল থেকেই । শান্তিনিকেতনের যে বেসরকারি গেস্ট হাউসে জনমঞ্চের প্রতিনিধিরা ছিলেন, স্থানীয় তৃণমূল নেতা বাবু দাসের নেতৃত্বে সেই গেস্ট হাউসে তৃণমূল কর্মী-সমর্থকেরা চড়াও হয় বলে অভিযোগ ৷ বেধড়ক মারধর করা হয় প্রতিনিধি দলের ছাত্র সদস্যদের ৷ অকথ্য ভাষা ব্যবহার করে হেনস্থা করা হয় মহিলাদেরও ৷ ঘটনার জেরে গেস্ট হাউস ছেড়ে বোলপুর স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতার উদ্দেশে রওনা দেয় প্রতিনিধি দলের একাংশ । খবর পেয়ে গেস্ট হাউস ও বোলপুর স্টেশনে যায় পুলিশ ।

আরও পড়ুন : দেউচা-পাচামি কয়লাখনি বিরোধী পথসভায় পুলিশি-বাধা, গ্রেফতার সিপিআইএম নেতারা

বাম সমর্থিত বিদ্বেষের রাজনীতি বিরোধী জনমঞ্চের সদস্যা শ্রাবন্তী ভট্টাচার্য বলেন, "দেউচা-পাচামি একটা জনবিরোধী প্রকল্প । আমরা এর প্রতিবাদ করতে এসেছিলাম ৷ গেস্ট হাউসে চড়াও হয়ে তৃণমূলের লোকজন আমাদের মারধর করে, হুমকি দেয় ৷ মহিলাদেরও অকথ্য ভাষা বলে হেনস্থা করা হয় ৷" যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা বাবু দাস ৷

বোলপুর, 19 ফেব্রুয়ারি : বৃহস্পতিবার 'বিদ্বেষের রাজনীতি বিরোধী জনমঞ্চে'র পথসভা উত্তপ্ত হয়েছিল পুলিশি বাধার অভিযোগে ৷ আর শনিবার জনমঞ্চের প্রতিনিধিদের উপর নেমে এল আক্রমণ ৷ এদিন শান্তিনিকেতনে বাম সমর্থিত জনমঞ্চের প্রতিনিধিদের রিসর্টে শাসকদলের স্থানীয় নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ (Left front Janamancha representatives are beaten in Bolpur) ৷ বাদ যাননি মহিলা প্রতিনিধিরাও ৷ ঘটনার জেরে দেউচা-পাচামির কর্মসূচি বাতিল করে ট্রেন ধরে কলকাতা ফিরে আসে প্রতিনিধিদের একাংশ ৷

দেউচা-পাচামি খোলামুখ কয়লা খনির বিরুদ্ধে গত 15 ফেব্রুয়ারি কলকাতা থেকে বাম সমর্থিত 'বিদ্বেষের রাজনীতি বিরোধী জনমঞ্চ' যাত্রা শুরু করে । 18 ফেব্রুয়ারি অর্থাৎ, শুক্রবার বোলপুরে তাদের পথসভায় বাধা দেয় পুলিশ । নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে মাইক বাজেয়াপ্ত করে পুলিশ । পাশাপাশি সিপিআইএম জেলা সম্পাদক গৌতম ঘোষ-সহ একাধিক বাম নেতাকে গ্রেফতার করা হয় (CPIM leaders arrested in Deucha Pachami yesterday) ৷

দেউচা-পাচামি খনি-বিরোধী জনমঞ্চের প্রতিনিধিদের মারধরের অভিযোগ বোলপুরে

এদিন তারই প্রতিবাদে শান্তিনিকেতনে মিছিল করে জনমঞ্চের প্রতিনিধিরা ৷ পরে সিউড়ি হয়ে ওই প্রতিনিধিদের দেউচা যাওয়ার কথা ছিল । কিন্তু তা হয়নি ৷ অভিযোগ, বোলপুর থেকে সিউড়ি যাওয়ার সবক'টি রাস্তা অবরোধ করে তৃণমূল সমর্থিত আদিবাসীরা । ইলামবাজার, পাড়ুই ও পুরন্দরপুরে অবরোধ চলে সকাল থেকেই । শান্তিনিকেতনের যে বেসরকারি গেস্ট হাউসে জনমঞ্চের প্রতিনিধিরা ছিলেন, স্থানীয় তৃণমূল নেতা বাবু দাসের নেতৃত্বে সেই গেস্ট হাউসে তৃণমূল কর্মী-সমর্থকেরা চড়াও হয় বলে অভিযোগ ৷ বেধড়ক মারধর করা হয় প্রতিনিধি দলের ছাত্র সদস্যদের ৷ অকথ্য ভাষা ব্যবহার করে হেনস্থা করা হয় মহিলাদেরও ৷ ঘটনার জেরে গেস্ট হাউস ছেড়ে বোলপুর স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতার উদ্দেশে রওনা দেয় প্রতিনিধি দলের একাংশ । খবর পেয়ে গেস্ট হাউস ও বোলপুর স্টেশনে যায় পুলিশ ।

আরও পড়ুন : দেউচা-পাচামি কয়লাখনি বিরোধী পথসভায় পুলিশি-বাধা, গ্রেফতার সিপিআইএম নেতারা

বাম সমর্থিত বিদ্বেষের রাজনীতি বিরোধী জনমঞ্চের সদস্যা শ্রাবন্তী ভট্টাচার্য বলেন, "দেউচা-পাচামি একটা জনবিরোধী প্রকল্প । আমরা এর প্রতিবাদ করতে এসেছিলাম ৷ গেস্ট হাউসে চড়াও হয়ে তৃণমূলের লোকজন আমাদের মারধর করে, হুমকি দেয় ৷ মহিলাদেরও অকথ্য ভাষা বলে হেনস্থা করা হয় ৷" যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা বাবু দাস ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.