ETV Bharat / state

Amartya Sen Land Controversy: জমি বিতর্কে ক্ষমা না-চাইলে বিশ্বভারতীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অমর্ত্য সেনের আইনজীবীর

জমি বিতর্কে শনিবার এক বিবৃতি প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ সেখানে বিশ্বভারতী কর্তৃপক্ষকে কটাক্ষ করে তিনি জানিয়েছেন, জমি জরিপ করলেও 13 ডেসিমেল জমি 13 ডেসিমেলই থাকবে । কিন্তু মূল প্রশ্ন হল এই জমি কার, জমি জরিপ করে এই প্রশ্নের উত্তর মিলবে না (Amartya Sen on land controversy) ৷

ETV Bharat
জমি বিতর্কে বিশ্বভারতী কর্তৃপক্ষকে একহাত অমর্ত্য সেনের
author img

By

Published : Feb 11, 2023, 5:45 PM IST

Updated : Feb 11, 2023, 6:27 PM IST

অমর্ত্য সেন ও তাঁর আইনজীবীর সাংবাদিক বৈঠক

বোলপুর, 11 ফেব্রুয়ারি: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে, তাঁকে অবমাননা করার জন্য। বিশ্বভারতী কর্তৃপক্ষ ক্ষমা না-চাইলে আইনত ব্যবস্থা নেওয়া হবে ৷ এই হুঁশিয়ারি দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি দিলেন অমর্ত্য সেনের আইনজীবী গোড়াচাঁদ চক্রবর্তী । পাশাপাশি অমর্ত্য সেনও (Amartya Sen) শনিবার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন ।

শনিবার শান্তিনিকেতনের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন ভারতরত্ন অমর্ত্য সেন ৷ তিনি জানান, জমি জরিপ করলেও 13 ডেসিমেল জমি 13 ডেসিমেলই থাকবে । কী কারণে জমি জরিপ করা প্রয়োজন, এটা জানলে বিশ্বভারতীর কর্মকর্তাদের কাজকর্মের প্রয়োজন হয়তো হ্রাস হত ও অকারণে ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয় থেকে নির্বাসিত হওয়ার ভয়ও কমত (Visva Bharati University) ৷

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন, দ্রুত সেই জমি ফিরিয়ে দেওয়া হোক । এমমকি, অমর্ত্য সেন চাইলে যৌথভাবে জমি জরিপ করতে প্রস্তুত বিশ্বভারতী কর্তৃপক্ষ । এইরকম বিস্ফোরক 3টি চিঠি অমর্ত্য সেনকে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । সেই চিঠি সংবাদমাধ্যমকেও দিয়েছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বহু বিশিষ্ট মানুষ অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন । চিঠি দেওয়া ছাড়াও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও একাধিকবার অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তি থেকে শুরু করে 'জমি কব্জা' শব্দ ব্যবহার করে বিস্ফোরক অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে । যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র ।

ETV Bharat
অমর্ত্য সেনের তরফে জারি করা বিবৃতি

আরও পড়ুন: ফের অমর্ত্য সেনকে জমি জরিপের প্রস্তাব ও মুখ্যমন্ত্রী সমালোচনা বিশ্বভারতীর

এবার জমি বিতর্ক নিয়ে মাঠে নেমে বিশ্বভারতী কর্তৃপক্ষকে এক হাতে নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ (Amartya Sen on land controversy) । এদিন নিজের বাড়িতে আইনজীবীদের সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ অমর্ত্য সেন বলেন ,"জমি জরিপ কেন করতে যাব ? জরিপ করার প্রয়োজন হয় মাপ বুঝতে ৷ এখানে বিশ্বভারতী কর্তৃপক্ষ তো বলছেন 13 ডেসিমেল জায়গা নাকি আমার নয় ৷ জমি জরিপ করলে কি জানা যায় জমি কার ? আমার আইনজীবী বিশ্বভারতীকে জবাব দিয়েছেন ।"

এদিন অমর্ত্য সেনের আইনজীবী গোড়াচাঁদ চক্রবর্তী একটি চিঠি দেন বিশ্বভারতীর সম্পত্তি আধিকারিককে ৷ তাতে উল্লেখ করা হয়েছে ,"নোবেলজয়ী ভারতরত্ন অমর্ত্য সেন সারা বিশ্বের কাছে সম্মানীয় ব্যক্তি ৷ তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসম্মানিত করার জন্য জমি দখলের অভিযোগ তুলে চিঠি দেওয়া হয়েছে । আমার মক্কেল শ্রদ্ধেয় অমর্ত্য সেনকে চিঠি দিয়ে সেই চিঠি কেন বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া হল । ভিত্তিহীন, মিথ্যা, অযৌক্তিক, ভুয়ো অভিযোগ করা হয়েছে । তাই অবিলম্বে অমর্ত্য সেনের কাছে ক্ষমা চাইতে হবে ৷ তা না-হলে আমরা আইনত ব্যবস্থা নেব ।"

অমর্ত্য সেন ও তাঁর আইনজীবীর সাংবাদিক বৈঠক

বোলপুর, 11 ফেব্রুয়ারি: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে, তাঁকে অবমাননা করার জন্য। বিশ্বভারতী কর্তৃপক্ষ ক্ষমা না-চাইলে আইনত ব্যবস্থা নেওয়া হবে ৷ এই হুঁশিয়ারি দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি দিলেন অমর্ত্য সেনের আইনজীবী গোড়াচাঁদ চক্রবর্তী । পাশাপাশি অমর্ত্য সেনও (Amartya Sen) শনিবার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন ।

শনিবার শান্তিনিকেতনের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন ভারতরত্ন অমর্ত্য সেন ৷ তিনি জানান, জমি জরিপ করলেও 13 ডেসিমেল জমি 13 ডেসিমেলই থাকবে । কী কারণে জমি জরিপ করা প্রয়োজন, এটা জানলে বিশ্বভারতীর কর্মকর্তাদের কাজকর্মের প্রয়োজন হয়তো হ্রাস হত ও অকারণে ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয় থেকে নির্বাসিত হওয়ার ভয়ও কমত (Visva Bharati University) ৷

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন, দ্রুত সেই জমি ফিরিয়ে দেওয়া হোক । এমমকি, অমর্ত্য সেন চাইলে যৌথভাবে জমি জরিপ করতে প্রস্তুত বিশ্বভারতী কর্তৃপক্ষ । এইরকম বিস্ফোরক 3টি চিঠি অমর্ত্য সেনকে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । সেই চিঠি সংবাদমাধ্যমকেও দিয়েছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বহু বিশিষ্ট মানুষ অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন । চিঠি দেওয়া ছাড়াও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও একাধিকবার অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তি থেকে শুরু করে 'জমি কব্জা' শব্দ ব্যবহার করে বিস্ফোরক অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে । যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র ।

ETV Bharat
অমর্ত্য সেনের তরফে জারি করা বিবৃতি

আরও পড়ুন: ফের অমর্ত্য সেনকে জমি জরিপের প্রস্তাব ও মুখ্যমন্ত্রী সমালোচনা বিশ্বভারতীর

এবার জমি বিতর্ক নিয়ে মাঠে নেমে বিশ্বভারতী কর্তৃপক্ষকে এক হাতে নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ (Amartya Sen on land controversy) । এদিন নিজের বাড়িতে আইনজীবীদের সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ অমর্ত্য সেন বলেন ,"জমি জরিপ কেন করতে যাব ? জরিপ করার প্রয়োজন হয় মাপ বুঝতে ৷ এখানে বিশ্বভারতী কর্তৃপক্ষ তো বলছেন 13 ডেসিমেল জায়গা নাকি আমার নয় ৷ জমি জরিপ করলে কি জানা যায় জমি কার ? আমার আইনজীবী বিশ্বভারতীকে জবাব দিয়েছেন ।"

এদিন অমর্ত্য সেনের আইনজীবী গোড়াচাঁদ চক্রবর্তী একটি চিঠি দেন বিশ্বভারতীর সম্পত্তি আধিকারিককে ৷ তাতে উল্লেখ করা হয়েছে ,"নোবেলজয়ী ভারতরত্ন অমর্ত্য সেন সারা বিশ্বের কাছে সম্মানীয় ব্যক্তি ৷ তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসম্মানিত করার জন্য জমি দখলের অভিযোগ তুলে চিঠি দেওয়া হয়েছে । আমার মক্কেল শ্রদ্ধেয় অমর্ত্য সেনকে চিঠি দিয়ে সেই চিঠি কেন বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া হল । ভিত্তিহীন, মিথ্যা, অযৌক্তিক, ভুয়ো অভিযোগ করা হয়েছে । তাই অবিলম্বে অমর্ত্য সেনের কাছে ক্ষমা চাইতে হবে ৷ তা না-হলে আমরা আইনত ব্যবস্থা নেব ।"

Last Updated : Feb 11, 2023, 6:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.