ETV Bharat / state

Birbhum: বীরভূমের কোপাই নদীতে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগে আটক 2 - birbhum

কোপাই নদীর তীরবর্তী এলাকার মাটি কেটে একটি জমি ভরাট করার অভিযোগে 2 জনকে আটক করল শান্তিনিকেতন ও পারুই থানার পুলিশ ৷ আটক করা হয়েছে জেসিবি মেশিনটিকেও ৷

Birbhum
বীরভূমের কোপাই নদীতে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগে আটক 2
author img

By

Published : Aug 22, 2021, 6:47 PM IST

বোলপুর, 22 অগস্ট: কোপাই নদীর তীরবর্তী এলাকা থেকে বেআইনিভাবে মাটি কেটে রিসর্টের জমি ভরাট করার অভিযোগে 2 জনকে আটক করল পুলিশ । আজ মাটি কাটার খবর পেয়ে শান্তিনিকেতন ও পারুই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেসিবি মেশিন-সহ দুই জনকে আটক করে । অভিযোগ, প্রশাসনের অনুমতি ছাড়াই বিস্তীর্ণ এলাকায় মাটি পাচারের কাজ চলছিল ।

ঘটনার খবর পেয়ে এলাকার সামগ্রিক পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সঞ্জয় রায় । কোপাই নদীর তীরবর্তী এলাকায় ফাঁকা বিস্তীর্ণ একটি জায়গায় দু'দিন ধরে জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে ট্রাকে করে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে । আজও একইভাবে মাটি পাচারের কাজ চলছিল। জানা গিয়েছে, মাটি কেটে স্থানীয় একটি রিসর্টের জমি ভরাট করা হচ্ছিল । সংশ্লিষ্ট কসবা গ্রাম পঞ্চায়েত অথবা ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছে কোনওরকম অনুমতি ছাড়াই নদী তীরবর্তী এলাকা থেকে বেআইনিভাবে মাটি কেটে রিসর্টের এলাকা ভরাটের অভিযোগ করেছেন স্থানীয়রাও। অভিযোগ খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন: বিশ্বভারতীর মূর্খ উপাচার্যের পাগলামি ছাড়িয়ে দেব, বেলাগাম অনুব্রত

প্রসঙ্গত, কোপাই নদীর তীরবর্তী এলাকা কাঁটাতার দিয়ে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছিল জমি মাফিয়াদের বিরুদ্ধে। এবার মাটি মাফিয়াদের দৌরাত্ম্য নদী তীরবর্তী এলাকায়। ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক সঞ্জয় রায় বলেন, "আমাদের কাছে কোনওরকম অনুমতি নেওয়া হয়নি। অনুমতি ছাড়াই বিস্তীর্ণ এলাকায় মাটি কেটে রিসর্টে নিয়ে যাওয়া বেআইনি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি ।"

বোলপুর, 22 অগস্ট: কোপাই নদীর তীরবর্তী এলাকা থেকে বেআইনিভাবে মাটি কেটে রিসর্টের জমি ভরাট করার অভিযোগে 2 জনকে আটক করল পুলিশ । আজ মাটি কাটার খবর পেয়ে শান্তিনিকেতন ও পারুই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেসিবি মেশিন-সহ দুই জনকে আটক করে । অভিযোগ, প্রশাসনের অনুমতি ছাড়াই বিস্তীর্ণ এলাকায় মাটি পাচারের কাজ চলছিল ।

ঘটনার খবর পেয়ে এলাকার সামগ্রিক পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সঞ্জয় রায় । কোপাই নদীর তীরবর্তী এলাকায় ফাঁকা বিস্তীর্ণ একটি জায়গায় দু'দিন ধরে জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে ট্রাকে করে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে । আজও একইভাবে মাটি পাচারের কাজ চলছিল। জানা গিয়েছে, মাটি কেটে স্থানীয় একটি রিসর্টের জমি ভরাট করা হচ্ছিল । সংশ্লিষ্ট কসবা গ্রাম পঞ্চায়েত অথবা ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছে কোনওরকম অনুমতি ছাড়াই নদী তীরবর্তী এলাকা থেকে বেআইনিভাবে মাটি কেটে রিসর্টের এলাকা ভরাটের অভিযোগ করেছেন স্থানীয়রাও। অভিযোগ খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন: বিশ্বভারতীর মূর্খ উপাচার্যের পাগলামি ছাড়িয়ে দেব, বেলাগাম অনুব্রত

প্রসঙ্গত, কোপাই নদীর তীরবর্তী এলাকা কাঁটাতার দিয়ে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছিল জমি মাফিয়াদের বিরুদ্ধে। এবার মাটি মাফিয়াদের দৌরাত্ম্য নদী তীরবর্তী এলাকায়। ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক সঞ্জয় রায় বলেন, "আমাদের কাছে কোনওরকম অনুমতি নেওয়া হয়নি। অনুমতি ছাড়াই বিস্তীর্ণ এলাকায় মাটি কেটে রিসর্টে নিয়ে যাওয়া বেআইনি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.