ETV Bharat / state

BJP নেতা খুনের পর সরানো হল লাভপুর থানার OC-কে

BJP নেতা ডালু শেখের খুনের ঘটনার পর আজ লাভপুর থানার OC চয়ন ঘোষকে সরিয়ে দেওয়া হল । নতুন OC হচ্ছেন পার্থসারথি মুখোপাধ্যায় । তিনি আগে বোলপুর থানায় SI পদে কর্মরত ছিলেন ।

চয়ন ঘোষ
author img

By

Published : Aug 19, 2019, 3:09 PM IST

লাভপুর, 19 অগাস্ট : BJP নেতা খুনের ঘটনার পর লাভপুর থানার OC চয়ন ঘোষকে সরিয়ে দেওয়া হল । নতুন OC হচ্ছেন পার্থসারথি মুখোপাধ্যায় । তিনি আগে বোলপুর থানায় SI পদে কর্মরত ছিলেন ।

শনিবার রাত 9টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী লাভপুরের BJP নেতা ডালু শেখের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ মৃত্যু হয় তাঁর ৷ পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত ৷ অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে লাভপুর থানা ঘেরাও করেন BJP কর্মী-সমর্থকরা ৷ এই ঘটনার জেরে পাশের হাতিয়া গ্রামে BJP ও তৃণমূলের মধ্যে ব্যাপক বোমাবাজি হয় ৷

ঘটনার পর থেকেই লাভপুরের মীরবাঁধ গ্রামে উত্তেজনা রয়েছে । অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে লাভপুর থানা ঘেরাও করেন BJP নেতা কর্মীরা । আজ লাভপুর থানার OC চয়ন ঘোষকে সরিয়ে দেওয়া হয় । তাঁকে শোকজ়ও করা হয় । যদিও, জেলার পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "এটা রুটিন বদলি।"

লাভপুর, 19 অগাস্ট : BJP নেতা খুনের ঘটনার পর লাভপুর থানার OC চয়ন ঘোষকে সরিয়ে দেওয়া হল । নতুন OC হচ্ছেন পার্থসারথি মুখোপাধ্যায় । তিনি আগে বোলপুর থানায় SI পদে কর্মরত ছিলেন ।

শনিবার রাত 9টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী লাভপুরের BJP নেতা ডালু শেখের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ মৃত্যু হয় তাঁর ৷ পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত ৷ অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে লাভপুর থানা ঘেরাও করেন BJP কর্মী-সমর্থকরা ৷ এই ঘটনার জেরে পাশের হাতিয়া গ্রামে BJP ও তৃণমূলের মধ্যে ব্যাপক বোমাবাজি হয় ৷

ঘটনার পর থেকেই লাভপুরের মীরবাঁধ গ্রামে উত্তেজনা রয়েছে । অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে লাভপুর থানা ঘেরাও করেন BJP নেতা কর্মীরা । আজ লাভপুর থানার OC চয়ন ঘোষকে সরিয়ে দেওয়া হয় । তাঁকে শোকজ়ও করা হয় । যদিও, জেলার পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "এটা রুটিন বদলি।"

Intro:লাভপুরে বিজেপি নেতা খুনের ঘটনার পর ওসি চয়ন ঘোষকে সরিয়ে দেওয়া হল। নতুন ওসির দায়িত্ব দেওয়া হয় বোলপুর থানার এস আই পার্থসারথি মুখোপাধ্যায়কে। ঘটনার পর থেকে লাভপুরের মীরবাঁধ গ্রামে উত্তেজনা রয়েছে।Body:লাভপুর, ১৯ আগস্টঃ লাভপুরে বিজেপি নেতা খুনের ঘটনার পর ওসি চয়ন ঘোষকে সরিয়ে দেওয়া হল। নতুন ওসির দায়িত্ব দেওয়া হয় বোলপুর থানার এস আই পার্থসারথি মুখোপাধ্যায়কে। ঘটনার পর থেকে লাভপুরের মীরবাঁধ গ্রামে উত্তেজনা রয়েছে।

মণিরুল ইসলাম ঘনিষ্ঠ বিজেপি নেতা ডালু শেখকে বোমা মেরে খুন করা হয়। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে লাভপুরের মীরবাঁধ গ্রামে উত্তেজনা রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে লাভপুর থানা ঘেরাও করে বিজেপি নেতা কর্মীরা। অন্যদিকে, এই ঘটনার আঁচ পরে পাশের হাতিয়া গ্রামে। বিজেপি তৃণমূলের মধ্যে চলে মুড়িমুড়কির মত বোমাবাজি।
এদিন লাভপুর থানার ওসি চয়ন ঘোষকে সরিয়ে দেওয়া হয়। এমনকি তাঁকে শোকজও করা হয়।

যদিও, জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "রুটিন বদলি।"Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.