নানুর, 14 জানুয়ারি : বিধানসভা নির্বাচনের আগে নানুরের তৃণমূল নেতা কাজল শেখকে সশস্ত্র নিরাপত্তারক্ষী দিল জেলা প্রশাসন । এবার থেকে দু'জন নিরাপত্তারক্ষী সব সময় থাকবে তাঁর সঙ্গে । এক সময় অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর নেতা কাজল শেখের বিরুদ্ধে একাধিক খুনের মামলা চলছে । জানা গিয়েছে, প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন কাজল শেখ, সেই কারণেই তাঁকে নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে ।
কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনাওয়াজের ভাই কাজল শেখ । তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত ছিল নানুরের এই তৃণমূল নেতা । দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমাবাজিতে একাধিকবার উত্তপ্ত হয়ে উঠেছে নানুর ৷ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে হস্তক্ষেপ করতে হয়েছিল । গত লোকসভা নির্বাচনের পর সেই দ্বন্দ্ব মিটতে দেখা যায় । সেই কাজল শেখকে দু'জন সশস্ত্র নিরাপত্তারক্ষী দিল জেলা প্রশাসন ৷ এবার থেকে সব সময় যাঁরা তৃণমূল নেতার সঙ্গে থাকবে ৷
আরও পড়ুন: নানুরে BJP কর্মীদের উপর হামলা, গুলি-বোমাবাজি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাজল শেখের বিরুদ্ধে বাহিরী নিমতলার খুন-সহ একাধিক খুন, বোমাবাজি, সংঘর্ষের মামলা চলছে । কেন একজন এহেন তৃণমূল নেতাকে নিরাপত্তারক্ষী দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠছে ।
বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "বিভিন্ন মামলায় অভিযুক্ত কীভাবে নিরাপত্তা পায়? তৃণমূল নেতাদের নিজের গোষ্ঠী কোন্দলের জন্যই নিরাপত্তা লাগে ।"
কাজল শেখ বলেন, "আমার সব মামলা জামিন হয়ে গিয়েছে । এই রকম মিথ্যা মামলা বহু নেতার নামে থাকে ।"