ETV Bharat / state

Bhuvan Badyakar: গ্রাম ছেড়ে ভাড়া বাড়িতে 'বাদাম কাকু' ভুবন বাদ্যকর - কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর

বাড়ি ছাড়া কাঁচা-বাদাম গানের জন্য বিখ্যাত ভুবন বাদ্যকর ৷ গ্রামের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকছেন তিনি (Bhuvan Badyakar Lives in Rent House) ৷ নেই কোনও উপার্জনও ৷

Bhuvan Badyakar Lives in Rent House ETV BHARAT
Bhuvan Badyakar Lives in Rent House
author img

By

Published : Mar 4, 2023, 7:01 PM IST

‘কাঁচা-বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকরের ঠিকানা দু’কামরার ভাড়া বাড়ি

দুবরাজপুর (বীরভূম), 4 মার্চ: গান গেয়ে কাঁচা-বাদাম বিক্রি করতেন ৷ তবে টাকার বিনিময়ে নয় ৷ পুরো জিনিসপত্রের বদলে ৷ দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর সেই কাঁদা-বাদাম গানের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় 2021 বিধানসভা ভোটের আগে ৷ তারপর সেই গানের তালে রিল-ভিডিয়ো তৈরি হওয়া এবং ভুবন বাদ্যকারের মুম্বই যাত্রা ৷ বিখ্যাত হন ভুবন বাদ্যকর ৷ আয় করা অর্থে বাড়ি করেছিলেন ৷ কিন্তু, সেই বাড়িতে বর্তমানে থাকতে পারছেন না বিখ্যাত সেই ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর (Kacha-Badam Fame Bhuvan Badyakar Lives at Rent House) ৷

স্থানীয় ক্লাব এবং লোকজনের টাকা চাওয়ার জুলুমে গ্রাম ছেড়েছেন ভুবন বাদ্যকর ৷ বর্তমানে তিনি দুবরাজপুর শহরে একটি ভাড়া বাড়িতে থাকেন ৷ জানালেন, তাঁর গানের কপি রাইট রয়েছে ৷ তাই গান গাইতে পারেন না তিনি ৷ এক কথায় বর্তমানে বেকার তিনি ৷ কিন্তু, সেই কথা কেউ বুুঝলে তো ! আক্ষেপ ভুবনবাবুর গলায় ৷ বীরভূমের দুবরাজপুরের কুরালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি ৷ সেই গ্রামের লোকজনের ধারণা গান গেয়ে অনেক টাকা উপার্জন করেছেন ৷ ওই গ্রামে তাঁর চেয়ে বড়লোক কেউ নেই ৷

এখানেই যত জ্বালা ! পাড়ার ছেলে থেকে শুরু করে আশেপাশের ক্লাব, সবাই তাঁর কাছে টাকা চাইতে আসে ৷ পিকনিক, সাংস্কৃতিক অনুষ্ঠান সবক্ষেত্রে ভুবন বাদ্যকরের দ্বারস্থ হতেন সবাই ৷ আর তাঁর কাছে টাকা নেই বা টাকা দিতে পারবেন না, এই কথা শুনলেই শত্রুতা ৷ রীতিমতো হুমকি দেওয়া হত তাঁকে ৷ সেই জুলুম থেকে বাঁচতে গ্রামের বাড়ি ছেড়ে 9 কিলোমিটার দূরে দুবরাজপুর শহরের পাকুড় তলায় দুই কামড়ার একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি ৷

আরও পড়ুন: সেলিব্রিটি হয়ে বাদাম বিক্রি ! মোটেও না, জানিয়ে দিলেন ভুবন বাদ্যকর

সেখানে প্রতি মাসে 2700 টাকা ভাড়া গুণতে হয় ভুবন বাদ্যকরকে ৷ কিন্তু, কীভাবে সংসার চলে তাঁর ? ভুবনবাবু জানান, তিনি এখন বেকার ৷ বড় ছেলে সিভিক ভলান্টিয়ারের কাজ পেয়েছেন ৷ সেই টাকাতেই সংসার চলে তাঁর ৷ এমনকি, গানের কপি রাইটের কারণে বাদাম কাকুকে আর কেউ গান গাইতে ডাকে না ৷ সেই নিয়েও আক্ষেপ করলেন তিনি ৷ কিন্তু, সোশাল মিডিয়ায় সেই গানের তালে রিল বানিয়ে আজও অনেকে করে খাচ্ছেন ৷

‘কাঁচা-বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকরের ঠিকানা দু’কামরার ভাড়া বাড়ি

দুবরাজপুর (বীরভূম), 4 মার্চ: গান গেয়ে কাঁচা-বাদাম বিক্রি করতেন ৷ তবে টাকার বিনিময়ে নয় ৷ পুরো জিনিসপত্রের বদলে ৷ দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর সেই কাঁদা-বাদাম গানের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় 2021 বিধানসভা ভোটের আগে ৷ তারপর সেই গানের তালে রিল-ভিডিয়ো তৈরি হওয়া এবং ভুবন বাদ্যকারের মুম্বই যাত্রা ৷ বিখ্যাত হন ভুবন বাদ্যকর ৷ আয় করা অর্থে বাড়ি করেছিলেন ৷ কিন্তু, সেই বাড়িতে বর্তমানে থাকতে পারছেন না বিখ্যাত সেই ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর (Kacha-Badam Fame Bhuvan Badyakar Lives at Rent House) ৷

স্থানীয় ক্লাব এবং লোকজনের টাকা চাওয়ার জুলুমে গ্রাম ছেড়েছেন ভুবন বাদ্যকর ৷ বর্তমানে তিনি দুবরাজপুর শহরে একটি ভাড়া বাড়িতে থাকেন ৷ জানালেন, তাঁর গানের কপি রাইট রয়েছে ৷ তাই গান গাইতে পারেন না তিনি ৷ এক কথায় বর্তমানে বেকার তিনি ৷ কিন্তু, সেই কথা কেউ বুুঝলে তো ! আক্ষেপ ভুবনবাবুর গলায় ৷ বীরভূমের দুবরাজপুরের কুরালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি ৷ সেই গ্রামের লোকজনের ধারণা গান গেয়ে অনেক টাকা উপার্জন করেছেন ৷ ওই গ্রামে তাঁর চেয়ে বড়লোক কেউ নেই ৷

এখানেই যত জ্বালা ! পাড়ার ছেলে থেকে শুরু করে আশেপাশের ক্লাব, সবাই তাঁর কাছে টাকা চাইতে আসে ৷ পিকনিক, সাংস্কৃতিক অনুষ্ঠান সবক্ষেত্রে ভুবন বাদ্যকরের দ্বারস্থ হতেন সবাই ৷ আর তাঁর কাছে টাকা নেই বা টাকা দিতে পারবেন না, এই কথা শুনলেই শত্রুতা ৷ রীতিমতো হুমকি দেওয়া হত তাঁকে ৷ সেই জুলুম থেকে বাঁচতে গ্রামের বাড়ি ছেড়ে 9 কিলোমিটার দূরে দুবরাজপুর শহরের পাকুড় তলায় দুই কামড়ার একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি ৷

আরও পড়ুন: সেলিব্রিটি হয়ে বাদাম বিক্রি ! মোটেও না, জানিয়ে দিলেন ভুবন বাদ্যকর

সেখানে প্রতি মাসে 2700 টাকা ভাড়া গুণতে হয় ভুবন বাদ্যকরকে ৷ কিন্তু, কীভাবে সংসার চলে তাঁর ? ভুবনবাবু জানান, তিনি এখন বেকার ৷ বড় ছেলে সিভিক ভলান্টিয়ারের কাজ পেয়েছেন ৷ সেই টাকাতেই সংসার চলে তাঁর ৷ এমনকি, গানের কপি রাইটের কারণে বাদাম কাকুকে আর কেউ গান গাইতে ডাকে না ৷ সেই নিয়েও আক্ষেপ করলেন তিনি ৷ কিন্তু, সোশাল মিডিয়ায় সেই গানের তালে রিল বানিয়ে আজও অনেকে করে খাচ্ছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.